ETV Bharat / state

ঢাকুরিয়ায় মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 3 - GOLD CHAIN SNATCHING CASE

ঢাকুরিয়ায় মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হল ৷ এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV BHARAT
ঢাকুরিয়ায় মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 3 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 3:15 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার বলেন, "তিনজনকে আমরা গ্রেফতার করেছি । ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছি ৷"

গত শনিবার ঢাকুরিয়ায় এক মহিলার পথ আটকে রীতিমতো ফিল্মি কায়দায় তাঁর গলার সোনার চেন ছিনতাই করে দুষ্কৃতীরা । সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে এসেছে লালবাজারের । সেখানে মহিলার গলার চিৎকারও শোনা যায় । তাঁরা এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রথমে থানায় যেতে চাননি । পরে তাঁরা গত রবিবার এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন । যেহেতু এটি ছিনতাইয়ের ঘটনা, সেই কারণে এর তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

এরপর এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন গোয়েন্দারা । ছিনতাইয়ের সময় অভিযুক্তরা যে বাইক ব্যবহার করেছিল, তার নম্বরও চিহ্নিত করে খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা । সেই সূত্র ধরেই আজ তিনজনকে গ্রেফতার করা হয় । তবে তাঁদের কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি ৷ ছিনতাই হওয়া চেনটি উদ্ধার হয়েছে কি না, সেই বিষয়টিও জানা যায়নি ।

এই ঘটনা ঘটার পর ওই দম্পতি অভিযোগটি নিয়ে পুলিশের কাছে যেতে চাননি ৷ চেন ছিনতাইয়ের ঘটনার অভিযোগ করে কোনও সুরাহা হবে না বলে ভেবে, তাঁরা কলকাতা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনা ঘটার পর ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷

উল্লেখ্য, দিনকয়েক আগেই পার্কস্ট্রিট থানা এলাকায় একটি প্রযোজনা সংস্থার অফিসে দিনের বেলায় ঢুকে সাত লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুই যুবক । পার্কস্ট্রিটের ঘটনার কয়েক দিনের মধ্যেই চলতি মাসের শুরুতে গড়িয়াহাট থানা এলাকায় স্কুটি চালিয়ে এসে মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে ৷

কলকাতা, 25 ফেব্রুয়ারি: মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার বলেন, "তিনজনকে আমরা গ্রেফতার করেছি । ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছি ৷"

গত শনিবার ঢাকুরিয়ায় এক মহিলার পথ আটকে রীতিমতো ফিল্মি কায়দায় তাঁর গলার সোনার চেন ছিনতাই করে দুষ্কৃতীরা । সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে এসেছে লালবাজারের । সেখানে মহিলার গলার চিৎকারও শোনা যায় । তাঁরা এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রথমে থানায় যেতে চাননি । পরে তাঁরা গত রবিবার এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন । যেহেতু এটি ছিনতাইয়ের ঘটনা, সেই কারণে এর তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

এরপর এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন গোয়েন্দারা । ছিনতাইয়ের সময় অভিযুক্তরা যে বাইক ব্যবহার করেছিল, তার নম্বরও চিহ্নিত করে খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা । সেই সূত্র ধরেই আজ তিনজনকে গ্রেফতার করা হয় । তবে তাঁদের কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি ৷ ছিনতাই হওয়া চেনটি উদ্ধার হয়েছে কি না, সেই বিষয়টিও জানা যায়নি ।

এই ঘটনা ঘটার পর ওই দম্পতি অভিযোগটি নিয়ে পুলিশের কাছে যেতে চাননি ৷ চেন ছিনতাইয়ের ঘটনার অভিযোগ করে কোনও সুরাহা হবে না বলে ভেবে, তাঁরা কলকাতা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনা ঘটার পর ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷

উল্লেখ্য, দিনকয়েক আগেই পার্কস্ট্রিট থানা এলাকায় একটি প্রযোজনা সংস্থার অফিসে দিনের বেলায় ঢুকে সাত লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুই যুবক । পার্কস্ট্রিটের ঘটনার কয়েক দিনের মধ্যেই চলতি মাসের শুরুতে গড়িয়াহাট থানা এলাকায় স্কুটি চালিয়ে এসে মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.