ETV Bharat / politics

সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ বিকাশ-সুশান্ত, বাড়ল মহিলা মুখ, নতুন 11 জনের অন্তর্ভুক্তি - CPIM NEW STATE COMMITTEE

সিপিএমের নতুন রাজ্য কমিটিতে সদস্য 80 জন ৷ ফের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

CPIM New State Committee
সিপিএমের রাজ্য কমিটিতে থেকে বাদ বিকাশ-সুশান্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 5:47 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: রাজ্য সরকার থেকে ক্ষমতা হাতছাড়া হওয়ার 14 বছর পার হতে চলল ৷ নির্বাচনী ময়দানে আসন সংখ্যার নিরিখে ছ’বছর আগে থেকেই শূন্যে পৌঁছে গিয়েছে সিপিএম ৷ ভোটে জমানত বাজেয়াপ্ত হওয়াও ক্রমশ ‘স্বাভাবিক’ হয়ে উঠছে কাকাবাবুর দলের কাছে ৷ এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসার কথা প্রায়ই শোনা যায় আলিমুদ্দিনের নেতাদের মুখে ৷ কিন্তু তাঁদের মুখের কথার কি বাস্তবে প্রতিফলিত হচ্ছে ? সিপিএমের নতুন রাজ্য কমিটিতে থাকা নামগুলি দেখলে উত্তর অবশ্যই নেতিবাচক বলেই মনে হবে ৷

সিপিএমের 27তম রাজ্য সম্মেলনে মঙ্গলবার নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে ৷ সেখানে ঠাঁই পেয়েছেন 80 জন ৷ সেই কমিটির প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে মহম্মদ সেলিমকেই আবার রাজ্য সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ নতুন মুখ হিসেবে রয়েছেন 11 জন৷ বয়সজনিত কারণে বেশ কয়েকজন বাদ পড়েছেন ৷ গতবারের থেকে এবার বেড়েছে মহিলা সদস্যর সংখ্যা ৷

CPIM New State Committee
সিপিএমের নতুন রাজ্য কমিটিতে সদস্য 80 জন (নিজস্ব চিত্র)

বয়সজনিত কারণে বাদ পড়লেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুখেন্দু পানিগ্রাহী, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার । জীবেশ সরকারের জায়গায় গৌতম ঘোষ রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ৷ একই সঙ্গে মেদিনীপুরের 'দোর্দণ্ডপ্রতাপ-বিতর্কিত' নেতা সুশান্ত ঘোষকে বাদ দেওয়া হয়েছে । তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিজয় পাল রাজ্য কমিটির সদস্য হয়েছেন ৷ বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অমিয় পাত্র, রবীন দেব, জীবেশ সরকার মিলিয়ে পাঁচ প্রবীণ নেতা বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে থাকছেন ।

উত্তর 24 পরগনার বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে । যদিও এবারের জেলা সম্মেলনে তিনি জেলা কমিটি থেকে বাদ পড়েছেন । বয়স, মহিলা, সামাজিক বিন্যাস, এলাকাগত বিন্যাস ইত্যাদি বিবেচনায় রেখে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে সিপিএমের । এদিন সম্মেলন মঞ্চ থেকে পার্টি কংগ্রেসে 160 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ।

CPIM State Conference
সিপিএমের রাজ্য সম্মেলনে কর্মীদের ভিড় (নিজস্ব চিত্র)

গতবার রাজ্য কমিটিতে মহিলা ছিল 14 জন । এবার সংখ্যা বেড়ে 15 জন হয়েছে । তবে, 80 জনের কমিটির মধ্যে 14 জন মহিলা । বাকি একজন সিপিএমের কন্ট্রোল কমিশনে থাকবেন । তিনি অঞ্জু কর । গতবার তিনি রাজ্য কমিটিতে ছিলেন । এবার তাঁকে সিপিএমের কন্ট্রোল কমিশনে রাখা হয়েছে ।

সব মিলিয়ে মোট 11 জন নতুন মুখ রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন । যে 11 জন নতুন কমিটিতে নতুন করে জায়গা পেলেন, তাঁরা হলেন - ফৈয়াজ আহমেদ খান, সোমনাথ সিংহরায়, জাহানারা খান, ইন্দ্রজিৎ ঘোষ, রতন বাগচী, বিজয় পাল, পীযূষ মিশ্র, তীর্থঙ্কর রায়, শুকুল সিকদার, কেনিজ রবিউল ফতিমা (আলেয়া), গৌতম ঘোষ ও শান্তনু দে । তবে নতুন কমিটিতে জায়গা হল না কলতান দাশগুপ্তর ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: রাজ্য সরকার থেকে ক্ষমতা হাতছাড়া হওয়ার 14 বছর পার হতে চলল ৷ নির্বাচনী ময়দানে আসন সংখ্যার নিরিখে ছ’বছর আগে থেকেই শূন্যে পৌঁছে গিয়েছে সিপিএম ৷ ভোটে জমানত বাজেয়াপ্ত হওয়াও ক্রমশ ‘স্বাভাবিক’ হয়ে উঠছে কাকাবাবুর দলের কাছে ৷ এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসার কথা প্রায়ই শোনা যায় আলিমুদ্দিনের নেতাদের মুখে ৷ কিন্তু তাঁদের মুখের কথার কি বাস্তবে প্রতিফলিত হচ্ছে ? সিপিএমের নতুন রাজ্য কমিটিতে থাকা নামগুলি দেখলে উত্তর অবশ্যই নেতিবাচক বলেই মনে হবে ৷

সিপিএমের 27তম রাজ্য সম্মেলনে মঙ্গলবার নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে ৷ সেখানে ঠাঁই পেয়েছেন 80 জন ৷ সেই কমিটির প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে মহম্মদ সেলিমকেই আবার রাজ্য সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ নতুন মুখ হিসেবে রয়েছেন 11 জন৷ বয়সজনিত কারণে বেশ কয়েকজন বাদ পড়েছেন ৷ গতবারের থেকে এবার বেড়েছে মহিলা সদস্যর সংখ্যা ৷

CPIM New State Committee
সিপিএমের নতুন রাজ্য কমিটিতে সদস্য 80 জন (নিজস্ব চিত্র)

বয়সজনিত কারণে বাদ পড়লেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুখেন্দু পানিগ্রাহী, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার । জীবেশ সরকারের জায়গায় গৌতম ঘোষ রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ৷ একই সঙ্গে মেদিনীপুরের 'দোর্দণ্ডপ্রতাপ-বিতর্কিত' নেতা সুশান্ত ঘোষকে বাদ দেওয়া হয়েছে । তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিজয় পাল রাজ্য কমিটির সদস্য হয়েছেন ৷ বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অমিয় পাত্র, রবীন দেব, জীবেশ সরকার মিলিয়ে পাঁচ প্রবীণ নেতা বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে থাকছেন ।

উত্তর 24 পরগনার বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে । যদিও এবারের জেলা সম্মেলনে তিনি জেলা কমিটি থেকে বাদ পড়েছেন । বয়স, মহিলা, সামাজিক বিন্যাস, এলাকাগত বিন্যাস ইত্যাদি বিবেচনায় রেখে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে সিপিএমের । এদিন সম্মেলন মঞ্চ থেকে পার্টি কংগ্রেসে 160 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ।

CPIM State Conference
সিপিএমের রাজ্য সম্মেলনে কর্মীদের ভিড় (নিজস্ব চিত্র)

গতবার রাজ্য কমিটিতে মহিলা ছিল 14 জন । এবার সংখ্যা বেড়ে 15 জন হয়েছে । তবে, 80 জনের কমিটির মধ্যে 14 জন মহিলা । বাকি একজন সিপিএমের কন্ট্রোল কমিশনে থাকবেন । তিনি অঞ্জু কর । গতবার তিনি রাজ্য কমিটিতে ছিলেন । এবার তাঁকে সিপিএমের কন্ট্রোল কমিশনে রাখা হয়েছে ।

সব মিলিয়ে মোট 11 জন নতুন মুখ রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন । যে 11 জন নতুন কমিটিতে নতুন করে জায়গা পেলেন, তাঁরা হলেন - ফৈয়াজ আহমেদ খান, সোমনাথ সিংহরায়, জাহানারা খান, ইন্দ্রজিৎ ঘোষ, রতন বাগচী, বিজয় পাল, পীযূষ মিশ্র, তীর্থঙ্কর রায়, শুকুল সিকদার, কেনিজ রবিউল ফতিমা (আলেয়া), গৌতম ঘোষ ও শান্তনু দে । তবে নতুন কমিটিতে জায়গা হল না কলতান দাশগুপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.