মেলবোর্ন, 22 জানুয়ারি: ড্যানিশ প্রতিদ্বন্দ্বী হোলগার রুনেকে গত ম্যাচে সহজে হারালেও শরীর নিয়ে চিন্তায় ছিলেন জ্য়ানিক সিনারের অনুরাগীরা ৷ কিন্তু কোথায় কী? উদ্বেগ উড়িয়ে দিয়ে ঝকঝকে পারফরম্য়ান্সে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন জ্য়ানিক সিনার ৷ বুধবার মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ার অ্য়ালেক্স ডি মিনাউরকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ৷ ইতালির তরুণ তুর্কির পক্ষে ম্য়াচের ফল 6-3, 6-2, 6-1 ৷
বেন শেলটনের বিরুদ্ধে স্বদেশি লোরেঞ্জো সোনেগোর হারের খবর শুনে এদিন শেষ আটের লড়াইয়ে নামেন সিনার ৷ তবে শুরু থেকেই ম্য়াচের রাশ হাতে নিয়ে নেন গতবছর জোড়া গ্র্যান্ড স্ল্যামের বিজেতা ৷ যার মধ্যে রড লেভার এরিনায় সেমিফাইনালে কিংবদন্তি নোভাক জকোভিচকে হারিয়ে চমকে দিয়েছিলেন সিনার ৷ ফলত মিনাউরের দিকে সমর্থন বেশি থাকলেও পরিষ্কার ফেভারিট ছিলেন ইতালিয়ানই ৷ ফেভারিট তকমায় সিলমোহর দিয়ে প্রথম সেট 6-3 ব্য়বধানে জিতে নেন সিনার ৷
এরপর লড়াই যত এগোয় মিনাউরের প্রতিরোধ তত কমতে থাকে ৷ প্রথম সেটের তুলনায় দ্বিতীয় সেট আরও সহজভাবে জিতে নেন গতবারের চ্য়াম্পিয়ন ৷ সিনারের পক্ষে দ্বিতীয় সেটের ফলাফল 6-2 ৷ কোর্টে তাঁর অবাধ বিচরণের কোনও জবাবই ছিল না ঘরের ছেলে মিনাউরের কাছে ৷ সারা ম্যাচে প্রতিদ্বন্দ্বীর ছ'টি সার্ভিস ব্রেক করেন সিনার ৷ তৃতীয় সেট ইতালিয়ান জিতে নেন আরও সহজে ৷ ফলাফল 6-1 ৷
The list of Italians to reach multiple AO semifinals:
— #AusOpen (@AustralianOpen) January 22, 2025
Jannik Sinner
End of list. pic.twitter.com/HDiboWfchy
এদিন পুরুষ সিঙ্গলসের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্য়াচে সিনারের স্বদেশি লোরেঞ্জো সোনেগো হেরে যান মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের কাছে ৷ সেমিফাইনালে শেলটনেরই মুখোমুখি হবেন সিনার ৷ মার্কিন প্লেয়ার এদিন জেতেন 6-4, 7-5, 4-6, 7-6 (7-4) ব্যবধানে ৷ শুক্রবার অন্য সেমিতে নোভাক জকোভিচ খেলবেন আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে ৷