ETV Bharat / health

ব্যবসায় অনটন ? এক কোয়া রসুনই বদলে দেবে আপনার জীবন - Garlic Remedies With Astrology - GARLIC REMEDIES WITH ASTROLOGY

Astrology Remedies with Garlic: আর্থিক বিপর্যয় থেকে বিভিন্ন সমস্যার ? জ্যোতিষশাস্ত্রেই রয়েছে সমাধান ৷ আপনার রান্নাঘরের এক টুকরো রসুনই আপনার জীবন বদলে দিতে পারে ৷ জানালেন জ্যোতিষী রাহুল দে...

Garlic With Astrology News
রসুনেই লুকিয়ে আছে সমাধান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 11:11 AM IST

কলকাতা: খাবারে মশলা হিসেবে রসুনের ব্যবহার খুবই সাধারণ । রসুনের স্বাস্থ্য উপকারিতা কম-বেশি সকলের জানা । তবে এই রসুনই যে আর্থিক সমস্যা থেকে শুরু করে ব্যবসায় রমরমিয়ে উন্নতি আনবে, তা হয়তো অনেকেরই অজানা ৷ জ্যোতিষশাস্ত্রে রসুনের বিভিন্ন উপকার নিয়ে বলা আছে ৷ জ্যোতিষী রাহুল দে জানান, কঠিন পরিশ্রম সত্ত্বেও আর্থিক উন্নতি সম্ভব না-হলে রসুনের সাহায্যে কয়েকটি উপায় করতে পারেন । যা আপনাকে আর্থিক সমস্যা দূর করার পাশাপাশি ব্যবসায় উন্নতি আনতে সাহায্য় করবে ৷

অনেক ভারতীয় মশলাই বিভিন্ন গ্রহের সঙ্গে যুক্ত ৷ সেগুলি ব্যবহারের উপায় গ্রহের অবস্থান নির্ধারণ করতে পারে ৷ সেরকমই রসুনও গ্রহের সম্পর্কের সঙ্গে সম্পর্কিত ৷ এই রসুনই আনতে পারে জীবনে উন্নতির পথ ৷ ফলে রসুনের কিছু টোটকা মানলেই আপনি হতে পারেন লাখপতি ৷

কাজকর্মে বারবার বাধা পড়লেও এই টোটকাগুলি কাজে লাগাতে পারেন ৷ কীভাবে রসুন ব্যবহার করে নিজের সমস্যার সমাধান করবেন, তার সহজ উপায় জানালেন জ্যোতিষী ।

তিনি বলেন, ‘‘ব্যবসায় যাদের খুব খারাপ সময় যাচ্ছে, তাঁরা অফিস বা দোকানের সামনে 5 কোয়া রসুন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বৃহস্পতিবার দিন ঝুলিয়ে রেখে দিন ৷ এতে ভালো উপকার পাওয়া যাবে ৷ এটি করলে কাজের ও ব্যবসার উন্নতি আসবে ৷ টাকা-পয়সার অভাবও দূর হবে ৷’’

এছাড়াও আপনি রসুনের কোয়া পার্সে রেখে দিতে পারেন ৷ এতে পার্স কখনও খালি হবে না ৷ টাকা-পয়সা থাকবে সারাক্ষণ ৷

(বিঃ দ্রঃ: ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এরজন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন ৷)

কলকাতা: খাবারে মশলা হিসেবে রসুনের ব্যবহার খুবই সাধারণ । রসুনের স্বাস্থ্য উপকারিতা কম-বেশি সকলের জানা । তবে এই রসুনই যে আর্থিক সমস্যা থেকে শুরু করে ব্যবসায় রমরমিয়ে উন্নতি আনবে, তা হয়তো অনেকেরই অজানা ৷ জ্যোতিষশাস্ত্রে রসুনের বিভিন্ন উপকার নিয়ে বলা আছে ৷ জ্যোতিষী রাহুল দে জানান, কঠিন পরিশ্রম সত্ত্বেও আর্থিক উন্নতি সম্ভব না-হলে রসুনের সাহায্যে কয়েকটি উপায় করতে পারেন । যা আপনাকে আর্থিক সমস্যা দূর করার পাশাপাশি ব্যবসায় উন্নতি আনতে সাহায্য় করবে ৷

অনেক ভারতীয় মশলাই বিভিন্ন গ্রহের সঙ্গে যুক্ত ৷ সেগুলি ব্যবহারের উপায় গ্রহের অবস্থান নির্ধারণ করতে পারে ৷ সেরকমই রসুনও গ্রহের সম্পর্কের সঙ্গে সম্পর্কিত ৷ এই রসুনই আনতে পারে জীবনে উন্নতির পথ ৷ ফলে রসুনের কিছু টোটকা মানলেই আপনি হতে পারেন লাখপতি ৷

কাজকর্মে বারবার বাধা পড়লেও এই টোটকাগুলি কাজে লাগাতে পারেন ৷ কীভাবে রসুন ব্যবহার করে নিজের সমস্যার সমাধান করবেন, তার সহজ উপায় জানালেন জ্যোতিষী ।

তিনি বলেন, ‘‘ব্যবসায় যাদের খুব খারাপ সময় যাচ্ছে, তাঁরা অফিস বা দোকানের সামনে 5 কোয়া রসুন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বৃহস্পতিবার দিন ঝুলিয়ে রেখে দিন ৷ এতে ভালো উপকার পাওয়া যাবে ৷ এটি করলে কাজের ও ব্যবসার উন্নতি আসবে ৷ টাকা-পয়সার অভাবও দূর হবে ৷’’

এছাড়াও আপনি রসুনের কোয়া পার্সে রেখে দিতে পারেন ৷ এতে পার্স কখনও খালি হবে না ৷ টাকা-পয়সা থাকবে সারাক্ষণ ৷

(বিঃ দ্রঃ: ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এরজন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.