বিজেপির নির্বাচনী প্রচারে তৃণমূলের বাইক বাহিনীর হামলা ! আহত এক - ASSEMBLY BYE ELECTIONS 2024
🎬 Watch Now: Feature Video
Published : Nov 9, 2024, 4:32 PM IST
Assembly Bye Elections 2024: তালডাংরা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচিতে তৃণমূলের বাইক বাহিনীর হামলা চালানোর অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে সিমলাপালের মণ্ডলগ্রাম অঞ্চলে । বিজেপির দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মণ্ডলগ্রাম অঞ্চলে তাদের স্বতঃস্ফূর্ত প্রচার কর্মসূচি চলছিল ৷ তবুও তৃণমূলের বাইক বাহিনীর হামলার শিকার হন বিজেপি কর্মী বিশ্বরূপ দে । আহত কর্মীকে দ্রুত উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
এই বিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল জানান, বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে প্রচার চলছিল ৷ সেসময় তৃণমূলের একদল উৎশৃঙ্খল কর্মী বাইক নিয়ে ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে এই হামলা চালিয়েছে ৷ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে । যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল ৷ তাদের পালটা দাবি, ভোটের আগেই বিজেপি হেরে বসে আছে । এখন ভোটের হাওয়া গরম করার জন্য এই সব মিথ্যে অভিযোগ করছে ৷ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ৷ উপ-নির্বাচনের আগে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে আলোচনা তুঙ্গে ।