বড়দিনে সেজে উঠল বো ব্যারাকস, আনন্দে মাতোয়ারা শহরবাসী - BOW BARRACKS CHRISTMAS CELEBRATION

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : 11 hours ago

কলকাতার বো ব্যারাকসে আয়োজিত বড়দিনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বহু মানুষ ৷ যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশের সব রাজ্যের মতোই বাংলাতেও সমান উৎসাহের সঙ্গে পালিত হল বড়দিন ৷ এই উপলক্ষে কলকাতার বো ব্যারাকসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বো ব্যারাকসে আয়োজিত কর্মসূচিতে বো ব্যারাকসের রাস্তা জমজমাট ৷

বো ব্যারাকে ক্রিসমাস উদযাপনের জন্য অপেক্ষা করছিল তরুণ প্রজন্ম ৷ এখানে আজও থাকেন বিশাল সংখ্য়াক অ্যাংলো-ইন্ডিয়ান ৷ তাই এই এলাকাটি সব বিচারেই ঐতিহাসিক ৷ বড়দিন উদযাপন করতে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা বো ব্যারাকসে এসেছিলেন ৷ এর পাশাপাশি বো ব্যারাকসে বিভিন্ন ধরনের খাবার ও পানীয়ের স্টল রয়েছে ৷ সেখানে নানা ধরনের খাবার উপভোগ করছেন মানুষ ৷ খ্রিসমাসের আনন্দে মেতে উঠেছে বো ব্যারাকস ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.