ETV Bharat / sports

গোল উৎসবে বর্ষবরণ মোহনবাগানের, ডার্বির-প্রস্তুতি মোলিনার - INDIAN SUPER LEAGUE

হায়দরাবাদ এফসিকে হারিয়ে চলতি আইএসএলে নয়া নজির ৷ দলগতভাবে সর্বোচ্চ গোলের অধিকারী হল সবুজ মেরুন ৷

MBSG VS HFC
হায়দরাবাদকে হারাল মোহনবাগান সুপারজায়ান্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 2, 2025, 9:58 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: নতুন বছরের দ্বিতীয় দিনে 36 হাজারেরও বেশি সমর্থকের সামনে সবুজ মেরুনের গোল উৎসব । হায়দরাবাদ এফসিকে 3-0 গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের মগডালে মোহনবাগান সুপারজায়ান্ট । সাপিচের আত্মঘাতী, টম অলড্রেড এবং জেসন কামিন্সের গোলে হায়দরাবাদকে হেলায় ওড়াল হোসে মোলিনার ছেলেরা । ঝুলিতে 32 পয়েন্টেই শেষ নয় সবুজ মেরুন আধিপত্য। চলতি আইএসএলে 29টি গোল করে দলগতভাবে সর্বোচ্চ গোলের নজির গড়ে ফেলল তারা ।

হোসে মোলিনা ম্যাচের আগে বলেছিলেন, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকলেও তিনি গুরুত্ব দিচ্ছেন । কারণ আইএসএলে প্রতিটি পয়েন্ট পেতে কঠোর পরিশ্রম করতে হয় । তাঁর দলের ফুটবলারদেরও ম্যাচের 90 মিনিট পরিশ্রম করতে হবে । প্রতিপক্ষকে সম্মান দিতেই সৌজন্য বার্তা দিয়েছিলেন মোহনবাগান সুপারজায়ান্ট হেডস্যার ।

পেশাদারী সৌজন্য রাখলেও মোলিনা জানতেন নড়বড়ে হায়দরাবাদকে হারাতে তাঁর দলকে সমস্যায় পড়তে হবে না । বাস্তবেও সমস্যা হয়নি । 9 মিনিটে সাপিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপারজায়ান্ট । শুভাশিস বসুর বাড়ানো পাস ধরে লিস্টনের ব্যাকসেন্টারে সাহাল আবদুল সামাদের শট অর্শদীপের হাত থেকে ছিটকে বেরোয় । এরপর তা সাপিচের মাথায় লেগে জালে চলে যায় । আত্মঘাতী গোলে ফল দাঁড়ায় (1-0)।

শুরুর দশ মিনিটে এগিয়ে যাওয়ার মধ্যেই ছিল বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত । 41 মিনিটে দ্বিতীয় গোল টম অলড্রেডের । লিস্টন কোলাসোর বাড়ানো বলে হায়দরাবাদ রক্ষণকে টপকে অলড্রেডের সামনে পড়লে শরীর ছুঁড়ে তিনি তা জালে পাঠান (2-0)। এই গোলের সময় অবিশ্বাস্যভাবে পুরো হায়দরাবাদ রক্ষণ দাঁড়িয়ে রইল । সবুজ মেরুন ডিফেন্ডাররা শুধু গোল বাঁচানোই নয়, গোল করাও অভ্যাসে পরিণত করেছেন । আলবার্তো এবং অলড্রেড দুই ডিফেন্ডার নয়টি গোল করে ফেলেন ।

বিরতির আগে দু'গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপারজায়ান্ট । ব্যবধানটা আরও বড় হতে পারত যদি ম্যাকলারেন ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ না হতেন । অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের শট পোস্টে লেগে প্রতিহত হয় । এছাড়াও কামিন্স এবং কোলাসোরা গোল নষ্ট করেন বাউন্ডুলে ছেলের মতো ।
51 মিনিটে জেসন কামিন্সের গোল ম্যাকলারেনের বাড়ানো বল ধরে । এরপর সবুজ মেরুন আক্রমণের ঝড় । যার নেতৃত্বে অবশ্যই লিস্টন কোলাসো । তাঁর সর্পিল গতির সামনে হায়দরাবাদ রক্ষণ সারাক্ষণই কাঁপতে থাকল ।

এরপরেই বড় ম্যাচ । জয় নিশ্চিত বুঝে গ্রেগ স্টুয়ার্টকে দেখে নিলেন মোলিনা । তবে লিস্টনের অসাধারণ ফুটবলের দিনে অপ্রতিরোধ্য বিশাল কাইথও । বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে রক্ষণকে গোল হজমের লজ্জা থেকে বাঁচালেন । এই ম্যাচেও রেফারিং নিয়ে প্রশ্ন থাকবে । হরিশ কুণ্ডুর মুখে বাঁশি আর প্রশ্ন থাকবে না, তা হয় না কি । দু'দলেরই দাবি নিশ্চিত পেনাল্টি পাওয়া থেকে তাদের বঞ্চিত করা হয়েছে ৷

কলকাতা, 2 জানুয়ারি: নতুন বছরের দ্বিতীয় দিনে 36 হাজারেরও বেশি সমর্থকের সামনে সবুজ মেরুনের গোল উৎসব । হায়দরাবাদ এফসিকে 3-0 গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের মগডালে মোহনবাগান সুপারজায়ান্ট । সাপিচের আত্মঘাতী, টম অলড্রেড এবং জেসন কামিন্সের গোলে হায়দরাবাদকে হেলায় ওড়াল হোসে মোলিনার ছেলেরা । ঝুলিতে 32 পয়েন্টেই শেষ নয় সবুজ মেরুন আধিপত্য। চলতি আইএসএলে 29টি গোল করে দলগতভাবে সর্বোচ্চ গোলের নজির গড়ে ফেলল তারা ।

হোসে মোলিনা ম্যাচের আগে বলেছিলেন, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকলেও তিনি গুরুত্ব দিচ্ছেন । কারণ আইএসএলে প্রতিটি পয়েন্ট পেতে কঠোর পরিশ্রম করতে হয় । তাঁর দলের ফুটবলারদেরও ম্যাচের 90 মিনিট পরিশ্রম করতে হবে । প্রতিপক্ষকে সম্মান দিতেই সৌজন্য বার্তা দিয়েছিলেন মোহনবাগান সুপারজায়ান্ট হেডস্যার ।

পেশাদারী সৌজন্য রাখলেও মোলিনা জানতেন নড়বড়ে হায়দরাবাদকে হারাতে তাঁর দলকে সমস্যায় পড়তে হবে না । বাস্তবেও সমস্যা হয়নি । 9 মিনিটে সাপিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপারজায়ান্ট । শুভাশিস বসুর বাড়ানো পাস ধরে লিস্টনের ব্যাকসেন্টারে সাহাল আবদুল সামাদের শট অর্শদীপের হাত থেকে ছিটকে বেরোয় । এরপর তা সাপিচের মাথায় লেগে জালে চলে যায় । আত্মঘাতী গোলে ফল দাঁড়ায় (1-0)।

শুরুর দশ মিনিটে এগিয়ে যাওয়ার মধ্যেই ছিল বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত । 41 মিনিটে দ্বিতীয় গোল টম অলড্রেডের । লিস্টন কোলাসোর বাড়ানো বলে হায়দরাবাদ রক্ষণকে টপকে অলড্রেডের সামনে পড়লে শরীর ছুঁড়ে তিনি তা জালে পাঠান (2-0)। এই গোলের সময় অবিশ্বাস্যভাবে পুরো হায়দরাবাদ রক্ষণ দাঁড়িয়ে রইল । সবুজ মেরুন ডিফেন্ডাররা শুধু গোল বাঁচানোই নয়, গোল করাও অভ্যাসে পরিণত করেছেন । আলবার্তো এবং অলড্রেড দুই ডিফেন্ডার নয়টি গোল করে ফেলেন ।

বিরতির আগে দু'গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপারজায়ান্ট । ব্যবধানটা আরও বড় হতে পারত যদি ম্যাকলারেন ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ না হতেন । অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের শট পোস্টে লেগে প্রতিহত হয় । এছাড়াও কামিন্স এবং কোলাসোরা গোল নষ্ট করেন বাউন্ডুলে ছেলের মতো ।
51 মিনিটে জেসন কামিন্সের গোল ম্যাকলারেনের বাড়ানো বল ধরে । এরপর সবুজ মেরুন আক্রমণের ঝড় । যার নেতৃত্বে অবশ্যই লিস্টন কোলাসো । তাঁর সর্পিল গতির সামনে হায়দরাবাদ রক্ষণ সারাক্ষণই কাঁপতে থাকল ।

এরপরেই বড় ম্যাচ । জয় নিশ্চিত বুঝে গ্রেগ স্টুয়ার্টকে দেখে নিলেন মোলিনা । তবে লিস্টনের অসাধারণ ফুটবলের দিনে অপ্রতিরোধ্য বিশাল কাইথও । বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে রক্ষণকে গোল হজমের লজ্জা থেকে বাঁচালেন । এই ম্যাচেও রেফারিং নিয়ে প্রশ্ন থাকবে । হরিশ কুণ্ডুর মুখে বাঁশি আর প্রশ্ন থাকবে না, তা হয় না কি । দু'দলেরই দাবি নিশ্চিত পেনাল্টি পাওয়া থেকে তাদের বঞ্চিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.