ETV Bharat / state

আসানসোল বিভাগে কাজের জন্য শনি-রবিতে ট্রেনের সময়সূচিতে বদল - TRAIN CANCEL IN ASANSOL DIVISION

পাওয়ার ব্লকের জেরে ট্রেনের সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন ৷ আসানসোল ডিভিশনে বাতিল থাকবে কিছু লোকাল ট্রেন ৷ ঘুরপথে চলবে অনেক এক্সপ্রেস ৷

Asansol Division Power Block
আসানসোল ডিভিশনে পাওয়ার ব্লকের জেরে শনি-রবিতে ট্রেন বাতিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 10:18 PM IST

হাওড়া, 2 জানুয়ারি: ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি ৷ পূর্বরেলের আসানসোল বিভাগের ঝাঁঝা-সীতারামপুর স্টেশনে সাবওয়ে ও ফুট ব্রিজ তৈরির কাজের জন্য 5 জানুয়ারি রবিবার পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর জেরে 4 জানুয়ারি শনিবার ও 5 জানুয়ারি রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে ৷

4 জানুয়ারি শনিবার বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা :

63571 জেসিডি-মোকামা মেমু

5 জানুয়ারি রবিবার বাতিল লোকাল ট্রেনের তালিকা :

63562 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু

63298 ঝাঁঝা-দেওঘর মেমু

63209 দেওঘর-পটনা মেমু

63572 মোকামা-জেসিডি মেমু

63561 আসানসোল-জেসিডি মেমু

63570 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু

63545 অন্ডাল-জেসিডি মেমু

63546 জেসিডি-অন্ডাল মেমু

63565 জেসিডি-ঝাঁঝা মেমু

63566 ঝাঁঝা-জেসিডি মেমু

63573 জেসিডি-কিউল মেমু

63574 কিউল-জেসিডি মেমু

বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকা :

13319 দুমকা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস (5 জানুয়ারি)

সংক্ষিপ্ত যাত্রা করা ট্রেনের তালিকা :

63509/10 বর্ধমান-ঝাঁঝা-বর্ধমান মেমু 5 জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে

17321 ভাস্কো দা গামা-জেসিডি উইকলি এক্সপ্রেস 3 জানুয়ারি চিত্তরঞ্জন পর্যন্ত চলাচল করবে

18183/84 টাটানগর-বক্সার-টাটানগর এক্সপ্রেস 5 জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে

যাত্রাপথ বদল হবে যে ট্রেনগুলির :

12304 নিউ দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস (4 জানুয়ারি) পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় - ধানবাদ - সীতারামপুর হয়ে চলবে ।

12326 নাঙ্গাল ধাম - কলকাতা গুরুমুখী সুপার ফাস্ট এক্সপ্রেস (4 জানুয়ারি) পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় - ধানবাদ হয়ে চলাচল করবে ।

13044 রক্সৌল - হাওড়া এক্সপ্রেস (4 জানুয়ারি) কিউল - রামপুরহাট - বর্ধমান হয়ে চলবে ।

13331 / 32 ধানবাদ - পটনা - ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস (5 জানুয়ারি) আপ ও ডাউনে গয়া হয়ে চলবে ।

13508 গোরক্ষপুর - আসানসোল এক্সপ্রেস (4 জানুয়ারি) কিউল - রামপুরহাট - সীতারামপুর - অন্ডাল - আসানসোল হয়ে চলবে ।

সময় সূচিতে পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা :

12317 কলকাতা - অমৃতসর আকাল তখত এক্সপ্রেস 2 ঘণ্টা 10 মিনিট দেরিতে ছাড়বে ।

22197 কলকাতা - ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস 1 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে ।

22500 বারাণসী - দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস 40 মিনিট দেরিতে ছাড়বে ।

22499 দেওঘর - বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস 40 মিনিট দেরিতে ছাড়বে ।

17006 রক্সৌল - হায়দরাবাদ উইকলি এক্সপ্রেস 1 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে ।

22348 পটনা - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 2 ঘণ্টা 50 মিনিট দেরিতে ছাড়বে ।

22347 হাওড়া - পটনা বন্দে ভারত এক্সপ্রেস 2 ঘণ্টা 50 মিনিট দেরিতে ছাড়বে ।

02024 পটনা - হাওড়া স্পেশাল 5 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে ।

02023 হাওড়া - পটনা স্পেশাল 5 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে ।

হাওড়া, 2 জানুয়ারি: ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি ৷ পূর্বরেলের আসানসোল বিভাগের ঝাঁঝা-সীতারামপুর স্টেশনে সাবওয়ে ও ফুট ব্রিজ তৈরির কাজের জন্য 5 জানুয়ারি রবিবার পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর জেরে 4 জানুয়ারি শনিবার ও 5 জানুয়ারি রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে ৷

4 জানুয়ারি শনিবার বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা :

63571 জেসিডি-মোকামা মেমু

5 জানুয়ারি রবিবার বাতিল লোকাল ট্রেনের তালিকা :

63562 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু

63298 ঝাঁঝা-দেওঘর মেমু

63209 দেওঘর-পটনা মেমু

63572 মোকামা-জেসিডি মেমু

63561 আসানসোল-জেসিডি মেমু

63570 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু

63545 অন্ডাল-জেসিডি মেমু

63546 জেসিডি-অন্ডাল মেমু

63565 জেসিডি-ঝাঁঝা মেমু

63566 ঝাঁঝা-জেসিডি মেমু

63573 জেসিডি-কিউল মেমু

63574 কিউল-জেসিডি মেমু

বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকা :

13319 দুমকা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস (5 জানুয়ারি)

সংক্ষিপ্ত যাত্রা করা ট্রেনের তালিকা :

63509/10 বর্ধমান-ঝাঁঝা-বর্ধমান মেমু 5 জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে

17321 ভাস্কো দা গামা-জেসিডি উইকলি এক্সপ্রেস 3 জানুয়ারি চিত্তরঞ্জন পর্যন্ত চলাচল করবে

18183/84 টাটানগর-বক্সার-টাটানগর এক্সপ্রেস 5 জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে

যাত্রাপথ বদল হবে যে ট্রেনগুলির :

12304 নিউ দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস (4 জানুয়ারি) পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় - ধানবাদ - সীতারামপুর হয়ে চলবে ।

12326 নাঙ্গাল ধাম - কলকাতা গুরুমুখী সুপার ফাস্ট এক্সপ্রেস (4 জানুয়ারি) পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় - ধানবাদ হয়ে চলাচল করবে ।

13044 রক্সৌল - হাওড়া এক্সপ্রেস (4 জানুয়ারি) কিউল - রামপুরহাট - বর্ধমান হয়ে চলবে ।

13331 / 32 ধানবাদ - পটনা - ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস (5 জানুয়ারি) আপ ও ডাউনে গয়া হয়ে চলবে ।

13508 গোরক্ষপুর - আসানসোল এক্সপ্রেস (4 জানুয়ারি) কিউল - রামপুরহাট - সীতারামপুর - অন্ডাল - আসানসোল হয়ে চলবে ।

সময় সূচিতে পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা :

12317 কলকাতা - অমৃতসর আকাল তখত এক্সপ্রেস 2 ঘণ্টা 10 মিনিট দেরিতে ছাড়বে ।

22197 কলকাতা - ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস 1 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে ।

22500 বারাণসী - দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস 40 মিনিট দেরিতে ছাড়বে ।

22499 দেওঘর - বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস 40 মিনিট দেরিতে ছাড়বে ।

17006 রক্সৌল - হায়দরাবাদ উইকলি এক্সপ্রেস 1 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে ।

22348 পটনা - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 2 ঘণ্টা 50 মিনিট দেরিতে ছাড়বে ।

22347 হাওড়া - পটনা বন্দে ভারত এক্সপ্রেস 2 ঘণ্টা 50 মিনিট দেরিতে ছাড়বে ।

02024 পটনা - হাওড়া স্পেশাল 5 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে ।

02023 হাওড়া - পটনা স্পেশাল 5 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.