ETV Bharat / sports

ফের ব্যর্থ ব্যাটিং অর্ডার ! শেষ টেস্টে ভারতের লজ্জার হার সময়ের অপেক্ষা ? - INDIA VS AUSTRALIA SYDNEY TEST

ঋষভ পন্থের 33 বলে 61 রানে সুবাদে খানিক প্রত্য়াঘাত ছুড়ে দিয়েছিল ভারত ৷ যদিও বাকিদের ব্যর্থতায় তা বিশেষ কাজে লাগেনি ৷

INDIA VS AUSTRALIA
শেষ টেস্টে লজ্জার হার সময়ের অপেক্ষা ? (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 5, 2025, 6:10 AM IST

Updated : Jan 5, 2025, 6:24 AM IST

সিডনি, 5 জানুয়ারি: ক্যাঙারুর দেশে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা চলছেই ৷ প্রথম ইনিংসে অজিদের 181 রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের জন্য় মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ ফের তার সদ্বব্যবহার করতে ব্যর্থ শুভমন গিল, বিরাট কোহলিরা ৷ 141 রানে ছয় উইকেট হারিয়ে খেলতে নামা ভারত তৃতীয়দিনে অল-আউট হল 157 রানে ৷ অর্থাৎ, 162 রান করলেই সিরিজ ও শেষ টেস্ট মুঠোয় পুড়বে অজিরা ৷

যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের ওপেনিং জুটিতে ওঠে 42 রান ৷ মিচেল স্টার্কের এক ওভারে চারটি বাউন্ডারি মেরে শুরু করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি জয়সওয়াল ৷ 13 রানে রাহুলকে ফিরিয়ে স্কট বোল্যান্ড প্রথম আঘাত হানেন ভারতীয় ব্য়াটিং-অর্ডারে ৷ এরপর যশস্বী (22), কোহলি (6) এবং নীতীশ কুমার রেড্ডির (4) উইকেটও তুলে নেন অজি পেসার ৷ ঋষভ পন্থের 33 বলে 61 রানে সুবাদে খানিক প্রত্য়াঘাত ছুড়ে দিয়েছিল ভারত ৷ যদিও বাকিদের ব্যর্থতায় তা বিশেষ কাজে লাগেনি ৷

রবীন্দ্র জাদেজা (45 বলে 13), ওয়াশিংটন সুন্দর (43 বলে 12), মহম্মদ সিরাজ (11 বলে 4) ব্যর্থতার তালিকাটা সিডনিতে ক্রমশ বেড়েছে ৷ চলতি সিরিজে বারবার বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে ক্রিজ ছেড়েছেন কোহলি ৷ সিডনির দ্বিতীয় ইনিংসেও বিরাট ব্যাটে সেই ধারাবাহিকতা অব্যাহত ৷ প্রথম ইনিংসে বল করার সময় চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামলেও ‘ডাক’ করেই ফেরত গিয়েছেন অধিনায়ক ৷ বল করতেও নামেননি তিনি ৷ ফলে ‘ডু অর ডাই’ ম্যাচ ক্রমশ ফাঁস হয়ে বসেছে টিম ইন্ডিয়ার উপরে ৷

ব্যাট না-চলায় সিডনি টেস্টের আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও তাতে ভারতের পারফর্ম্যান্সে বিশেষ তফাত চোখে পড়েনি ৷ তারমধ্যেই চোটের কারণে মাঠ ছেড়েছেন স্ট্যান্ড-ইন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ দলের সেরা পেসারের চোটের ধরন এখনও নিশ্চিত না-হলেও খাতায়-কলমে অধিনায়ককে ছাড়াই সিডনিতে লড়ছে ভারত ৷ বদলে অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি ৷

আরও পড়ুন

সিডনি, 5 জানুয়ারি: ক্যাঙারুর দেশে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা চলছেই ৷ প্রথম ইনিংসে অজিদের 181 রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের জন্য় মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ ফের তার সদ্বব্যবহার করতে ব্যর্থ শুভমন গিল, বিরাট কোহলিরা ৷ 141 রানে ছয় উইকেট হারিয়ে খেলতে নামা ভারত তৃতীয়দিনে অল-আউট হল 157 রানে ৷ অর্থাৎ, 162 রান করলেই সিরিজ ও শেষ টেস্ট মুঠোয় পুড়বে অজিরা ৷

যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের ওপেনিং জুটিতে ওঠে 42 রান ৷ মিচেল স্টার্কের এক ওভারে চারটি বাউন্ডারি মেরে শুরু করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি জয়সওয়াল ৷ 13 রানে রাহুলকে ফিরিয়ে স্কট বোল্যান্ড প্রথম আঘাত হানেন ভারতীয় ব্য়াটিং-অর্ডারে ৷ এরপর যশস্বী (22), কোহলি (6) এবং নীতীশ কুমার রেড্ডির (4) উইকেটও তুলে নেন অজি পেসার ৷ ঋষভ পন্থের 33 বলে 61 রানে সুবাদে খানিক প্রত্য়াঘাত ছুড়ে দিয়েছিল ভারত ৷ যদিও বাকিদের ব্যর্থতায় তা বিশেষ কাজে লাগেনি ৷

রবীন্দ্র জাদেজা (45 বলে 13), ওয়াশিংটন সুন্দর (43 বলে 12), মহম্মদ সিরাজ (11 বলে 4) ব্যর্থতার তালিকাটা সিডনিতে ক্রমশ বেড়েছে ৷ চলতি সিরিজে বারবার বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে ক্রিজ ছেড়েছেন কোহলি ৷ সিডনির দ্বিতীয় ইনিংসেও বিরাট ব্যাটে সেই ধারাবাহিকতা অব্যাহত ৷ প্রথম ইনিংসে বল করার সময় চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামলেও ‘ডাক’ করেই ফেরত গিয়েছেন অধিনায়ক ৷ বল করতেও নামেননি তিনি ৷ ফলে ‘ডু অর ডাই’ ম্যাচ ক্রমশ ফাঁস হয়ে বসেছে টিম ইন্ডিয়ার উপরে ৷

ব্যাট না-চলায় সিডনি টেস্টের আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও তাতে ভারতের পারফর্ম্যান্সে বিশেষ তফাত চোখে পড়েনি ৷ তারমধ্যেই চোটের কারণে মাঠ ছেড়েছেন স্ট্যান্ড-ইন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ দলের সেরা পেসারের চোটের ধরন এখনও নিশ্চিত না-হলেও খাতায়-কলমে অধিনায়ককে ছাড়াই সিডনিতে লড়ছে ভারত ৷ বদলে অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি ৷

আরও পড়ুন

Last Updated : Jan 5, 2025, 6:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.