নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: মুক্তিযুদ্ধের নায়ক মুজিবুরের বাড়িতে চলেছে বেলাগাম তাণ্ডব। ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই ঐতিহাসিক বাড়িটি। ঘটনাকে দুর্ভাগ্যজনক বলল ভারত সরকার ৷
বিদেশ মন্ত্রক মনে করে, যাঁরা মুক্তিযুদ্ধের সংগ্রামকে মূল্য দেন, তাঁরা শেখ মুজিবুর রহমানের বাড়ি ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ, সেটা ভালোভাবে জানেন ৷ বৃহস্পতিবার মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই ঘটনার কড়া সমালোচনা করা হয়েছে ৷
Our response to media queries regarding destruction of the historic residence of Sheikh Mujibur Rehman⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) February 6, 2025
🔗 https://t.co/iXyaihBjgq pic.twitter.com/ykekfByvke
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, "বাংলাদেশ দখল এবং শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক যিনি, সেই শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ধ্বংস হয়েছে 5 ফেব্রুয়ারি, 2025 তারিখে ৷ এটা দুর্ভাগ্যজনক ৷" যাঁরা বাংলাদেশের পরিচয়ের জন্য স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, যাঁরা বাংলাদেশ পরিচয়ের জন্য গর্ব বোধ করেন, তাঁরা জানেন, বাংলাদেশের জাতীয় আবেগে এই বাড়ির গুরুত্ব কতটা, জানিয়েছে ভারত ৷ বিদেশ মন্ত্রক মনে করে, এই ভাঙচুর, তাণ্ডবলীলার কড়া নিন্দাই হওয়া উচিত ৷
বুধবার রাতে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের বাড়িতে তাণ্ডব চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা ৷ এদিনই ছিল মুজিব-কন্যা শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ ৷ সেই খবর প্রকাশ্যে আসতেই ছাত্র আন্দোলনের সদস্যরা এই ঐতিহাসিক বাড়িতে চড়াও হয় ৷ রাতভর সেখানে ধ্বংসলীলা চলে ৷ সকালে বুলডোজার এনে ভেঙে দেওয়া মুজিবুরের বাড়ি ৷ 5 ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতার তীব্র প্রতিবাদ করে বাংলাদেশের ইউনুস প্রশাসন ৷ এদিনই ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিকে তলব করে অন্তর্বর্তী সরকার ৷