ETV Bharat / sports

গম্ভীর মন্ত্রেই সাফল্য! অভিষেকের আগে ময়াঙ্ককে কী বলেছিলেন কোচ? - MAYANK YADAV

MAYANK ON GAMBHIR: গোয়লিয়রে রবিবার স্বপ্নের অভিষেক হয়েছে ময়াঙ্ক যাদবের ৷ কিন্তু অভিষেকের আগে কোচ গৌতম গম্ভীর তাঁকে কী বলেছিলেন? জানালেন স্পিডস্টার নিজেই ৷

MAYANK YADAV
ময়াঙ্ক যাদব (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 7, 2024, 5:48 PM IST

গোয়ালিয়র, 7 অক্টোবর: দেশের নয়া বোলিং সেনসেশন ময়াঙ্ক যাদবের আন্তর্জাতিক অভিষেক হয়ে গেল রবিবাসরীয় গোয়ালিয়রে ৷ আর নবনির্মিত মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামে অভিষেকে দিল্লি পেসার জানান দিলেন লম্বা রেসের ঘোড়া তিনি ৷ আন্তর্জাতিক অভিষেকের প্রথম ওভার মেডেন নেওয়ার পর দ্বিতীয় ওভারে প্রথম আন্তর্জাতিক উইকেট ৷ সবমিলিয়ে রবিবার গোয়ালিয়রে স্বপ্নের মত গিয়েছে ময়াঙ্কের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ৷ আর অভিষেকের আগের মুহূর্তে কোচ গৌতম গম্ভীর কী বলেছিলেন তাঁকে? তা ম্য়াচ শেষে জানালেন দেশের নয়া স্পিডস্টার ৷

ময়াঙ্ক জানান চোট সারিয়ে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট না-খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সহজ ছিল না ৷ লখনউ সুপার জায়ান্ট ক্রিকেটার জিও সিনেমাকে বলেন, "আমি উৎসাহী ছিলাম বটে তবে সেইসঙ্গে স্নায়ুর চাপও কাজ করছিল ৷ কারণ চোটের পর এটাই প্রথম মাঠে ফেরা ছিল আমার ৷ চোট থেকে সুস্থ হয়ে কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট না-খেলে সরাসরি আন্তর্জাতিক অভিষেক ৷ সেই কারণেই স্নায়ুর চাপ কাজ করছিল ৷"

একইসঙ্গে গতির কথা না-ভেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে কেবল লেংথে তিনি মনোনিবেশ করেছিলেন বলেও জানান 22 বছরের ময়াঙ্ক ৷ দলের তরুণ ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেকের আগে দলের কোচের বিশেষ ভূমিকা থাকে ৷ পেপটক দিয়ে থাকেন কোচেরা ৷ গৌতম গম্ভীর কি তেমন কোনও মন্ত্র ম্য়াচের আগে দিয়েছিলেন ময়াঙ্ককে ৷ উত্তরে অভিষেককারী বোলার বলেন, "উনি (গৌতম গম্ভীর) বেশি কিছুই বলেননি ৷ শুধু বলেন বেসিক বিষয়গুলো অনুসরণ করতে এবং অতীতে যে পথে সাফল্য এসেছিল সেগুলো পুনরায় করতে ৷ একইসঙ্গে আমি যে আন্তর্জাতিক ম্যাচ খেলছি সেটাও ভুলে শুধু বোলিংয়ে মনোনিবেশের কথা বলেন কোচ ৷"

চার ওভারে 21 রান দিয়ে আন্তর্জাতিক অভিষেকে রবিবার একটি উইকেট নেন ময়াঙ্ক ৷ দলের হয়ে সর্বাধিক 3টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৷ প্রথমে ব্য়াট করা বাংলাদেশকে 127 রানে অলআউট করে দেয় ভারত ৷ এরপর 49 বল বাকি থাকতে তিন উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.