কলকাতা, 22 ডিসেম্বর: ইস্টবেঙ্গলের পর চোটের কালো মেঘ মোহনবাগান সুপার জায়ান্টে। চোটের কারণে গ্রেগ স্টুয়ার্টকে কয়েক ম্য়াচ ধরে পাচ্ছেন না কোচ হোসে মোলিনা ৷ পরিবর্ত হিসেবে একাদশে শুরু করে যিনি সামলাচ্ছিলেন সেই দিমিত্রি পেত্রাতোস এবার চোটের কবলে ৷ গোয়া ম্যাচে গোলের পরই হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ৷ তখনই সংশয়ের কালো মেঘ জমাট বেঁধেছিল। সেই চোটে এবার আসন্ন পঞ্জাব ম্যাচে নেই অজি ফুটবলার ৷
রবিবার মোহনবাগান সুপার জায়ান্ট আগামী ম্য়াচের অনুশীলন শুরু করল। বক্সিং-ডে'তে পঞ্জাব এফসি'র বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে খেলবে সবুজ-মেরুন। কিন্তু সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নেই পেত্রাতোস। যা বড় ধাক্কা লিগ-টপারদের জন্য ৷ তাঁর চোটের পরীক্ষা করা হচ্ছে ৷ ঠিক কতদিন পেত্রাতোস মাঠের বাইরে, তা পরিষ্কার নয় এখনও। স্কটিশ প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্টকে ঘিরেও অনিশ্চয়তার মেঘ কাটেনি। টিম সূত্রে খবর, পুরো ফিট না-হলেও রেঞ্জার্সের প্রাক্তনী খেলার মত জায়গায় রয়েছেন। কোচ হোসে মোলিনা আগামী দু'দিন দেখার পর মঙ্গলবার স্টুয়ার্টের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রবিবার অনুশীলনে ফিজিয়োর কাছেই ব্যস্ত ছিলেন এই ফুটবলার।
Never in doubt from the spot 🫡
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 21, 2024
Watch #ISL 2024-25 live on @JioCinema, @Sports18-3 & #StarSports3 👉 https://t.co/s6ihnnu494#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/kv68w5dCv8
যদিও 'শের'দের বিরুদ্ধে নামার আগে কার্ড সমস্যা নেই বাগানে। এফসি গোয়ার বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন তাঁরা হালকা প্র্যাকটিস করেন এদিন। বাকিরা পুরো অনুশীলনই সারেন। মাঝমাঠে স্টুয়ার্টের অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছে । তাঁর বিকল্প হিসেবে পেত্রাতোস মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুই বিদেশির চোটে মোলিনার হাতে বিকল্প ভারতীয় ফুটবলাররাই।
বাগানের স্প্যানিশ কোচ বারবার বলেন, তাঁর দলের পঁচিশ জন ফুটবলারই ভালো। নিজেদের দিনে যে কোনও দলকে তাঁরা হারাতে পারেন। সাজঘরের এই স্বাস্থ্যকর প্রতিযোগিতায় খুশি তিনি। সেক্ষেত্রে স্টুয়ার্ট নিতান্ত না-পারলে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদরাই পঞ্জাব এফসি'র বিরুদ্ধে আক্রমণ গড়ার দায়িত্বে থাকবেন। এখন দেখার মাণ্ডবীর তীরে হারের ধাক্কা সরিয়ে পঞ্জাব এফসি'র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট ঘুরে দাঁড়াতে পারে কি না। কারণ পয়েন্ট টেবিলের মগডালে থাকতে পঞ্জাব ম্যাচে জয় জরুরি মোলিনার দলের।