নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের 2025-26 বাজেট প্রস্তাব মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছে ৷ কারণ, এই ঘোষণা অনুযায়ী, বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীদের আর এক টাকাও আয়কর দিতে হবে না। তবে, এই ঘোষণার পর নতুন আয়কর স্ল্যাব নিয়ে দেশজুড়ে করদাতাদের মধ্যে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, বছরে 12 লাখ টাকা পর্যন্ত উপার্জনকারীদের কোনও কর দিতে হবে না ঠিকই, কিন্তু তার বেশি যাদের উপার্জন, তাদের আয়করের পরিমাণ এবং কর ছাড়ের অঙ্ক কত? চলুন হিসেবটা বুঝে নেওয়া যাক...
নতুন বাজেট প্রস্তাবে বার্ষিক কত টাকা উপার্জনে কতটা আয়কর বাঁচবে?
যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকা, তাদের কোনও আয়কর দিতে হবে না ৷ নতুন কর ব্যবস্থার অধীনে আগামী অর্থবর্ষ থেকে 80,000 টাকা আয়কর বাঁচবে৷ পাশাপাশি, বছরে 12 লক্ষ টাকার বেশি উপার্জনকারীদের জন্যও স্বস্তি রয়েছে। সংশোধিত আয়কর স্ল্যাব অনুযায়ী, যাদের বার্ষিক আয় 24 লক্ষ টাকা বা তার বেশি, তারা আয়করের ক্ষেত্রে 1.10 লক্ষ টাকা বাঁচানোর আশা করতে পারেন।
সরকারি হিসেব অনুযায়ী, বছরে 13 লক্ষ টাকা উপার্জনকারীরা 25,000 টাকা সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি, যাদের বার্ষিক আয় 14 লাখ টাকা, তারা 30,000 টাকা, 15 লাখ টাকা বার্ষিক আয়ে 35,000 টাকা, 16 লাখের বার্ষিক আয়ে 50,000 টাকা এবং 17 লাখ টাকার বার্ষিক আয়ে 60,000 টাকা সাশ্রয় করা যাবে। 18 লাখ টাকা উপার্জনে আয়করের ক্ষেত্রে সাশ্রয় হবে 70,000 টাকা, 19 লাখ টাকা বার্ষিক আয়ে ক্ষেত্রে 80,000 টাকা এবং 20 লাখ টাকা বার্ষিক উপার্জনে আয়করের ক্ষেত্রে 90,000 টাকা সাশ্রয় করা যাবে।
নতুন বাজেট প্রস্তাবের পর বার্ষিক কত টাকা উপার্জনে কতটা আয়কর দিতে হবে?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের 2025-26 বাজেট প্রস্তাব পেশের পর বেতনভোগীদের 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বিবেচনা করার পরে বার্ষিক 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত উপার্জনে এক টাকাও আয়কর দিতে হবে না ৷ তবে এর বেশি উপার্জনের ক্ষেত্রে কতটা আয়কর দিতে হবে, সেই হিসেবটা বুঝে নেওয়া প্রয়োজন ৷ প্রতিবেদনে দেওয়া নতুন প্রস্তাবিত আয়কর স্ল্যাব দেখুন এবং আয়কর দেওয়ার ক্ষেত্রে নতুন হিসেবটা বুঝে নিন...
নতুন প্রস্তাবিত আয়কর স্ল্যাবে 15 লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে প্রদেয় আয়কর হিসেবের পদ্ধতি ও পরিমাণ:
- শুরুতে, 0 থেকে 4 লক্ষ টাকা আয়ের সারিতে থাকা ব্যক্তিদের আয়করের পরিমাণ শূন্য (15 লক্ষ - 4 লক্ষ= 11 লক্ষ) ৷
- পর্যায় 1: বার্ষিক 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা আয়ের সারিতে থাকা ব্যক্তিদের আয়করের পরিমাণ (5% হিসেবে) 4 লক্ষ টাকার 5% আয়কর= 20,000 টাকা (11 লক্ষ - 4 লক্ষ= 7 লক্ষ)৷
- পর্যায় 2: বার্ষিক 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা আয়ের সারিতে থাকা ব্যক্তিদের আয়করের পরিমাণ (10% হিসেবে) 4 লক্ষ টাকার 10% আয়কর= 40,000 টাকা (7 লক্ষ - 4 লক্ষ= 3 লক্ষ)৷
- পর্যায় 3: বার্ষিক 12 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা আয়ের সারিতে থাকা ব্যক্তিদের আয়কর (15% হিসেবে) অবশিষ্ট 3 লক্ষ টাকা - 75 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বিবেচনা করার পরে 2 লক্ষ 25 হাজার টাকার 15% আয়কর= 33,750 টাকা (3 লক্ষ - 3 লক্ষ= 0)
- 15 লক্ষ টাকা বার্ষিক আয়ে মোট প্রদেয় আয়করের পরিমাণ = 20,000+40,000+33,750 (পর্যায় 1+পর্যায় 2+পর্যায় 3) = 93,750 টাকা৷
আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে বলে শনিবার বাজেট বক্তৃতায় জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ সেখানে এই করের নিয়ম অনেক সরল করা হবে বলে জানিয়ে দেন তিনি। তবে, নতুন আয়কর বিল না পাওয়া পর্যন্ত আয়কর ছাড়ের অঙ্কটি স্পষ্ট করে জানা সম্ভব নয় ৷