ETV Bharat / state

'আলোক অন্তরালে' সেজে উঠেছে সরস্বতী পুজো মণ্ডপ, শ্রদ্ধাজ্ঞাপন কিংবদন্তি শিল্পীদের - SARASWATI PUJA 2025

এবার প্রায় দু'দিন ধরে সরস্বতী পুজো, রবি ও সোমবার ৷ বাগদেবীর বন্দনায় চেনা ছন্দে উৎসবের আনন্দ। দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া।

SARASWATI PUJA 2025
আলোক অন্তরালে সেজেছে সরস্বতী পুজো মণ্ডপ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2025, 10:57 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: এবছর সরস্বতী পুজোর তিথির দিকে সকলেরই নজর সকলেরই ৷ বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে উৎসবের আনন্দ। এবার আজ ও আগামিকাল দু'দিনই পুজো হবে বিদ্যার দেবীর ৷ তাই যে যার মতো বেছে নিয়েছে আরাধনার দিনক্ষণ। তাই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সবাই। বেহালার কিশোর সংঘে এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ ৷ পুজোর থিম থেকে আলোকসজ্জা দেখুন ইটিভি ভারতে ৷

সরস্বতী পুজো ঘিরে উন্মাদনা বাঙালির বরাবরের। সকাল থেকেই রঙিন হয়ে ওঠে চারদিক। যুগ যুগ ধরে এদিন টিন-টুইনের পরনে নানা রঙের শাড়ি এবং পাঞ্জাবি মাস্ট। তবে, আগে যা ছিল না তাও এসে গিয়েছে বছর কয়েক হল।

পুজোর থিম থেকে আলোকসজ্জা দেখুন ভিডিয়োয় (ইটিভি ভারত)

দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া এবং তা দিনদিন বাড়ছে। বেহালার কিশোর সংঘ প্রতি বছরই নিত্যনতুন থিমের জোয়ারে ভাসে। এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। তাই জাকজমক আরেকটু বেশিই। এবার তাদের থিম 'আলোক অন্তরালে'। থিম শিল্পী বিপ্লব রক্ষিত। প্রতিমা শিল্পী অর্ণব পাল।

SARASWATI PUJA 2025
বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সবাই (নিজস্ব ছবি)

মণ্ডপজুড়ে আলো আঁধারির খেলা। আর সেই আলো আঁধারিতে জায়গা করে নিয়েছে নানা ধরনের বাদ্যযন্ত্র। কোথাও হারমোনিয়াম তো কোথাও তবলা কিংবা তানপুরা। কোথাও বা সেতার, গিটার। সবই আলোর খেলায় অনন্য হয়ে উঠেছে। সানবোর্ডের উপরে পুরো বিষয়টি নির্মাণ করেছেন বিশিষ্ট থিম শিল্পী বিপ্লব রক্ষিত।

SARASWATI PUJA 2025
বেহালার কিশোর সংঘে এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ (নিজস্ব ছবি)

শিল্পী ইটিভি ভারতকে বলেন, "মূলত সানবোর্ড আর আলোর উপরে কাজ করা হয়েছে। আলোর উপরে যে কত ধরনের খেলা করা যায় সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। সানবোর্ড কাটিং, পেপার আর প্লাস্টিক ব্যবহার করে প্রত্যেকটা বাদ্যযন্ত্র তৈরি করে হয়েছে। আর তাতে ফেলা হয়েছে আলোর এফেক্ট। প্যান্ডেলজুড়ে আলো আঁধারির খেলায় ভরা ৷"

SARASWATI PUJA 2025
শ্রদ্ধাজ্ঞাপন কিংবদন্তি শিল্পীদের (নিজস্ব ছবি)

উদ্যোক্তা সমীরণ দাস বলেন, "এবার আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধা জানানোর একট প্রয়াস আমরা নিয়েছি। তাই পুরো মণ্ডপে বাদ্যযন্ত্রের চিত্র দেখতে পাবেন। তার সঙ্গে আলোর খেলা তো আছেই। সব আলোই রয়েছে আড়ালে ৷ কোনও আলোই উন্মোচিত নয় এখানে। আমাদের পুজো আগামিকাল সকালে। তার আগে ও পরে রয়েছে নানা ধরনের অনুষ্ঠান রয়েছে।"

কলকাতা, 2 ফেব্রুয়ারি: এবছর সরস্বতী পুজোর তিথির দিকে সকলেরই নজর সকলেরই ৷ বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে উৎসবের আনন্দ। এবার আজ ও আগামিকাল দু'দিনই পুজো হবে বিদ্যার দেবীর ৷ তাই যে যার মতো বেছে নিয়েছে আরাধনার দিনক্ষণ। তাই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সবাই। বেহালার কিশোর সংঘে এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ ৷ পুজোর থিম থেকে আলোকসজ্জা দেখুন ইটিভি ভারতে ৷

সরস্বতী পুজো ঘিরে উন্মাদনা বাঙালির বরাবরের। সকাল থেকেই রঙিন হয়ে ওঠে চারদিক। যুগ যুগ ধরে এদিন টিন-টুইনের পরনে নানা রঙের শাড়ি এবং পাঞ্জাবি মাস্ট। তবে, আগে যা ছিল না তাও এসে গিয়েছে বছর কয়েক হল।

পুজোর থিম থেকে আলোকসজ্জা দেখুন ভিডিয়োয় (ইটিভি ভারত)

দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া এবং তা দিনদিন বাড়ছে। বেহালার কিশোর সংঘ প্রতি বছরই নিত্যনতুন থিমের জোয়ারে ভাসে। এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। তাই জাকজমক আরেকটু বেশিই। এবার তাদের থিম 'আলোক অন্তরালে'। থিম শিল্পী বিপ্লব রক্ষিত। প্রতিমা শিল্পী অর্ণব পাল।

SARASWATI PUJA 2025
বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সবাই (নিজস্ব ছবি)

মণ্ডপজুড়ে আলো আঁধারির খেলা। আর সেই আলো আঁধারিতে জায়গা করে নিয়েছে নানা ধরনের বাদ্যযন্ত্র। কোথাও হারমোনিয়াম তো কোথাও তবলা কিংবা তানপুরা। কোথাও বা সেতার, গিটার। সবই আলোর খেলায় অনন্য হয়ে উঠেছে। সানবোর্ডের উপরে পুরো বিষয়টি নির্মাণ করেছেন বিশিষ্ট থিম শিল্পী বিপ্লব রক্ষিত।

SARASWATI PUJA 2025
বেহালার কিশোর সংঘে এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ (নিজস্ব ছবি)

শিল্পী ইটিভি ভারতকে বলেন, "মূলত সানবোর্ড আর আলোর উপরে কাজ করা হয়েছে। আলোর উপরে যে কত ধরনের খেলা করা যায় সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। সানবোর্ড কাটিং, পেপার আর প্লাস্টিক ব্যবহার করে প্রত্যেকটা বাদ্যযন্ত্র তৈরি করে হয়েছে। আর তাতে ফেলা হয়েছে আলোর এফেক্ট। প্যান্ডেলজুড়ে আলো আঁধারির খেলায় ভরা ৷"

SARASWATI PUJA 2025
শ্রদ্ধাজ্ঞাপন কিংবদন্তি শিল্পীদের (নিজস্ব ছবি)

উদ্যোক্তা সমীরণ দাস বলেন, "এবার আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধা জানানোর একট প্রয়াস আমরা নিয়েছি। তাই পুরো মণ্ডপে বাদ্যযন্ত্রের চিত্র দেখতে পাবেন। তার সঙ্গে আলোর খেলা তো আছেই। সব আলোই রয়েছে আড়ালে ৷ কোনও আলোই উন্মোচিত নয় এখানে। আমাদের পুজো আগামিকাল সকালে। তার আগে ও পরে রয়েছে নানা ধরনের অনুষ্ঠান রয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.