লাহোর, 23 ডিসেম্বর: কূটনৈতিক সম্পর্কের জেরে পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে যাওয়ার বিষয়ে অনীহা ৷ আর সেই কারণে চ্য়াম্পিয়ন্স ট্রফি আগেই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল আইসিসি'র তরফে ৷ ভারতের পাশাপাশি নিজেদের ম্যাচগুলি কোন নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে, তা নিশ্চিত করার দায়ভার বর্তেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাঁধেই ৷ শেষমেশ সংযুক্ত আরব আমিরশাহীকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নিল পিসিবি ৷ অর্থাৎ, আমিরশাহীতেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো খেলবে ভারত-পাকিস্তান দু'দলই ৷
সংবাদসংস্থা আইএএনএস'কে দেওয়া বিবৃতিতে ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেদেশের ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর ৷ তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব আমিরশাহীকে বেছে নিয়েছে ৷"
তিনি আরও জানান, নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে পিসিবি ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে জানিয়েছে ৷ অর্থাৎ, ভারত এবং পাকিস্তানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আমিরশাহীতে ৷ ভেন্যু স্থির করার দায়িত্ব ছিল পাকিস্তানেরই কাঁধে ৷ সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি ৷ এই মুহূর্তে পাকিস্তানেই রয়েছেন আমিরশাহী ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ আল নাহয়ান ৷ পিসিবি চেয়ারম্য়ান মহসিন নকভির সঙ্গে সম্প্রতি আলোচনায় বসেছিলেন তিনি ৷ সেই আলোচনাতেই সবকিছু নিশ্চিত হয় ৷
Changes confirmed for next year's Champions Trophy tournament and future ICC events this cycle.https://t.co/UJ4S9XxUeF
— ICC (@ICC) December 20, 2024
এখন আইসিসি'র তরফে সিলমোহর পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা কেবল সময়ের অপেক্ষা ৷ উল্লেখ্য, কেবল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেই নয়, ভারত অথবা পাকিস্তান কোনও আইসিসি ইভেন্টের আয়োজক হলে সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের সব ম্য়াচ 2027 সাল পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ৷ পাকিস্তানের দাবি মেনে সেটাও স্পষ্ট করেছে আইসিসি ৷ সেক্ষেত্রে আগামী বছর মহিলাদের বিশ্বকাপ এবং 2026 শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে ভারত ৷ সেখানে ভারত বনাম পাকিস্তান-সহ পাকিস্তানের অন্য়ান্য ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে ৷ 2028 মহিলাদের টি-20 বিশ্বকাপেও মানা হবে এই নিয়ম ৷ সেই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ৷