ETV Bharat / bharat

দ্বারকার উদ্দেশে যেতে গিয়ে 35 ফুট গভীর খাদে পড়ল বাস! মৃত 5 পুণ্যার্থী, আহত 35 - GUJARAT BUS ACCIDENT

48 জন পুণ্যার্থী নিয়ে 35 ফুট গভীর খাদে পড়ল বাস ৷ এর জেরে মৃত্যু হয়েছে অন্তত 5 জন ও আহত প্রায় 35 ৷

GUJARAT BUS ACCIDENT
দ্বারকার উদ্দেশে যেতে গিয়ে 35 ফুট গভীর খাদে পড়ল বাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2025, 1:42 PM IST

সাপুতারা (গুজরাত), 2 ফেব্রুয়ারি: ভোর তখন 4টে বেজেছে সবে ৷ চারিদিকে ঘুটঘুটি অন্ধকার ৷ তখনই বিকট এক আওয়াজ ৷ 35 ফুট গভীর খাদে পড়ে যায় একটি বাস ৷ 48 জন পুণ্যার্থী নিয়ে ওই বাসটি নাসিক থেকে রওনা দিয়েছিলেন গুজরাতের দ্বারকার উদ্দেশ্যে ৷ গুজরাতের সাপুতারার কাছে মালেগাম ফরেস্ট গেস্টহাউসের বিপরীতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যার জেরে মৃত্যু হয় 5 পুণ্যার্থীর ৷ আহত হয়েছেন অন্তত 35 জন পর্যটক। দ্রুত তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে ৷

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ অতি দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য শুরু করা হয় ৷ জানা গিয়েছে, ওই বাসটি মহারাষ্ট্রের নাসিক থেকে ত্রিম্বকেশ্বর হয়ে গুজরাতের দ্বারকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসে মধ্যপ্রদেশের 48 জন পর্যটক ছিলেন। পাঁচজন ঘটনাস্থলেই মারা যান ৷ আহত 35 জন যাত্রীকে স্থানীয় সিএইচসি শামগাহান সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে ৷ বাসটি খাদে পড়ে যাওয়ার সঙ্গে একেবারে দুমড়ে-মুচড়ে যায় ৷ দুর্ঘটনার সঠিক কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন ৷ মৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও দু'জন মহিলা। 35 জন আহতদের মধ্যে 17 জনকে জেলার আহওয়াতে সিভিল হাসপাতালে রেফার করা হয়েছে ৷ প্রশাসনের এক আধিকারিক মহেশ প্যাটেল বলেন, "তীর্থযাত্রীদের বহনকারী চারটি বাসের মধ্যে একটি খাদে পড়ে যায়। সম্ভবত ব্রেক ফেল করায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরেই বাসটি খাদে পড়ে যায় ৷ দুর্ঘটনার পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"

সাপুতারা (গুজরাত), 2 ফেব্রুয়ারি: ভোর তখন 4টে বেজেছে সবে ৷ চারিদিকে ঘুটঘুটি অন্ধকার ৷ তখনই বিকট এক আওয়াজ ৷ 35 ফুট গভীর খাদে পড়ে যায় একটি বাস ৷ 48 জন পুণ্যার্থী নিয়ে ওই বাসটি নাসিক থেকে রওনা দিয়েছিলেন গুজরাতের দ্বারকার উদ্দেশ্যে ৷ গুজরাতের সাপুতারার কাছে মালেগাম ফরেস্ট গেস্টহাউসের বিপরীতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যার জেরে মৃত্যু হয় 5 পুণ্যার্থীর ৷ আহত হয়েছেন অন্তত 35 জন পর্যটক। দ্রুত তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে ৷

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ অতি দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য শুরু করা হয় ৷ জানা গিয়েছে, ওই বাসটি মহারাষ্ট্রের নাসিক থেকে ত্রিম্বকেশ্বর হয়ে গুজরাতের দ্বারকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসে মধ্যপ্রদেশের 48 জন পর্যটক ছিলেন। পাঁচজন ঘটনাস্থলেই মারা যান ৷ আহত 35 জন যাত্রীকে স্থানীয় সিএইচসি শামগাহান সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে ৷ বাসটি খাদে পড়ে যাওয়ার সঙ্গে একেবারে দুমড়ে-মুচড়ে যায় ৷ দুর্ঘটনার সঠিক কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন ৷ মৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও দু'জন মহিলা। 35 জন আহতদের মধ্যে 17 জনকে জেলার আহওয়াতে সিভিল হাসপাতালে রেফার করা হয়েছে ৷ প্রশাসনের এক আধিকারিক মহেশ প্যাটেল বলেন, "তীর্থযাত্রীদের বহনকারী চারটি বাসের মধ্যে একটি খাদে পড়ে যায়। সম্ভবত ব্রেক ফেল করায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরেই বাসটি খাদে পড়ে যায় ৷ দুর্ঘটনার পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.