কলকাতা, 2 ফেব্রুয়ারি: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি বিপন্মুক্ত নন । এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। তাঁরা আরও জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রীর কিডনিতে সংক্রমণ রয়েছে ৷ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷
গত 20 জানুয়ারি সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন পার্থ ৷ পরে এসএসকেএম হাসপাতালের চিকিৎসার প্রতি অনাস্থা প্রকাশ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । তাঁর অভিযোগ ছিল, হাসপাতালে তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছে না ৷ এরপর 22 জানুয়ারি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চেয়ে সিবিআই আদালতে আবেদন জানান তাঁর আইনজীবী ৷
আদালতের তরফে এসএসকেএম হাসাপাতালের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করা হয় ৷ সেই রিপোর্ট পেয়ে 28 জানুয়ারি বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হওয়ার অনুমতি দেন ৷ সেইমতো সেদিনই সিবিআই হেফাজতে থাকা প্রাক্তন মন্ত্রীকে বাইপাসে অবস্থিত মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, এই বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয়ভার পার্থ চট্টোপাধ্যায়কেই বহন করতে হবে ৷ সেই থেকে নিজের পছন্দের বেসরকারি হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল মহাসচিব ৷
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল হলেও তাঁকে সম্পূর্ণভাবে সংকট মুক্ত বলার মতো পরিস্থিতি হয়নি ৷ এই মুহূর্তে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও কিছুটা বেশি রয়েছে ৷ তা আরও কিছুটা কমানোর চেষ্টা চলছে বলে খবর ৷
এদিন হাসপাতালের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে কিছুক্ষণ তাঁকে অক্সিজেন সাপোর্টে রেখে আবার কিছুক্ষণ তাঁকে অক্সিজেন সাপোর্টের বাইরে রেখে দেখা হচ্ছে যে তাঁর শরীরে কোনও ধরনের অসুবিধা হচ্ছে কি না ৷ এক্ষেত্রে অক্সিজেন সাপোর্ট থেকে বের করার পর কোনও সমস্যা হলে পুনরায় তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে ৷
এই মুহূর্তে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের আইটিইউ'র 6 নম্বর বেডের রোগীকে নিয়ে যথেষ্ট চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি থাকায় মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসক প্রতীক দাস তাঁকে পরীক্ষা করছেন ৷ গতকাল মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক সৌরিন পাঁজাও তাঁকে দেখেছেন ৷ তিনি জানিয়েছেন, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল ৷ তবে এখনই তাঁকে বিপন্মুক্ত বলার মতো সময় আসেনি ৷ এখনও বেশ কয়েকটা দিন তাঁকে নজরে রাখতে চান চিকিৎসকরা ৷
গত 20 জানুয়ারি থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ ৷ 27 জানুয়ারি অধিক রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল ৷ কিন্তু এরপরেও বিশেষ উন্নতি না হওয়ায় আদালতের অনুমতি ক্রমে বাইপাসের ধারে মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৷
ভর্তির সময়ে থেকেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কিডনি ও ফুসফুসের সমস্যা রয়েছে ৷ একইসঙ্গে চিন্তার কারণ তাঁর শরীরে ক্রমবর্ধমান ক্রিয়েটিনিনের মাত্রা ৷ পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতেও গোলমাল দেখা যাচ্ছিল ৷ এরপরই তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয় ৷ তাঁদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী ৷ মেডিক্যাল বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণেই তাঁর এ ধরনের পরিণতি হয়েছে ৷