ETV Bharat / sports

সচিন-ধোনির সঙ্গে এলিট ক্লাবে হরমনপ্রীত, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিরাট জয় ভারতের - IND W VS WI W

মন্ধানার 91 রানের ইনিংসে ভর করে প্রথম ওডিআই ম্যাচে ক্য়ারিবিয়ানদের 211 রানে হারাল ভারত ৷ তিনম্য়াচের সিরিজে এগোল 1-0 ব্যবধানে ৷

SMRITI MANDHANA
মারমুখী স্মৃতি মন্ধনা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 22, 2024, 11:07 PM IST

ভদোদরা, 22 ডিসেম্বর: যেখানে টি-20 সিরিজ শেষ করেছিল, সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ শুরু করল ভারত ৷ বিশাল ব্যবধানে জিতে তিনম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ৷ জয়ে ব্য়াট হাতে অবশ্য নেতৃত্ব দিলেন স্মৃতি মন্ধনা ৷ শতরান মাঠে রেখে এলেন বটে, কিন্তু তাঁর 91 রানের ইনিংসে ভর করেই সিরিজের প্রথম ম্যাচে ক্য়ারিবিয়ানদের 211 রানে হারাল ভারত ৷

91 রান করে দলকে ম্য়াচ জেতালেন তিনি ৷ তবে বরোদায় এদিন অনন্য রেকর্ডে নিজের নাম তুলে ফেললেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৷ যে নজির গড়ে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলিদের মত কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসে পড়লেন ডানহাতি ব্যাটার ৷ মিতালি রাজের পর ভারতীয় মহিলা দলের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে 1,000 রানের নজির গড়লেন তিনি ৷ অধিনায়ক হিসেবে ওয়ান-ডে'তে হাজার রান পূর্ণ করার তালিকায় রয়েছে সচিন, ধোনি, কোহলিদের নামও ৷ সামগ্রিকভাবে দশম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ডে নিজের নাম জুড়লেন হরমনপ্রীত ৷

ওপেনে নেমে মন্ধানার 102 বলে 91 রানে ছিল 13টি চার ৷ এছাড়া অভিষেকে 40 রান করেন প্রতীকা রাওয়াল ৷ 44 রান আসে হার্লিন দেওলের ব্য়াটে ৷ 23 বলে 34 করেন অধিনায়ক হরমনপ্রীত ৷ বাংলার রিচা ঘোষের ব্যাটে আসে 13 বলে 26 রানের ক্য়ামিও ৷ সবমিলিয়ে 50 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 314 রান তোলে ভারত ৷

জবাবে রেণুকা সিংয়ের ওয়ান-ডে'তে প্রথমবার পাঁচ উইকেট ভারতের জয়ের পথ সহজ করে দেয় ৷ দু'টি উইকেট নেন প্রিয়া মিশ্র ৷ ওয়েস্ট ইন্ডিজের কেবল তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সমর্থ হন এদিন ৷ শেষমেশ 26.2 ওভারে মাত্র 103 রানেই গুটিয়ে যায় ক্য়ারিবিয়ানরা ৷ 211 রানে জিতে সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত ৷

আরও পড়ুন:

ভদোদরা, 22 ডিসেম্বর: যেখানে টি-20 সিরিজ শেষ করেছিল, সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ শুরু করল ভারত ৷ বিশাল ব্যবধানে জিতে তিনম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ৷ জয়ে ব্য়াট হাতে অবশ্য নেতৃত্ব দিলেন স্মৃতি মন্ধনা ৷ শতরান মাঠে রেখে এলেন বটে, কিন্তু তাঁর 91 রানের ইনিংসে ভর করেই সিরিজের প্রথম ম্যাচে ক্য়ারিবিয়ানদের 211 রানে হারাল ভারত ৷

91 রান করে দলকে ম্য়াচ জেতালেন তিনি ৷ তবে বরোদায় এদিন অনন্য রেকর্ডে নিজের নাম তুলে ফেললেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৷ যে নজির গড়ে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলিদের মত কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসে পড়লেন ডানহাতি ব্যাটার ৷ মিতালি রাজের পর ভারতীয় মহিলা দলের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে 1,000 রানের নজির গড়লেন তিনি ৷ অধিনায়ক হিসেবে ওয়ান-ডে'তে হাজার রান পূর্ণ করার তালিকায় রয়েছে সচিন, ধোনি, কোহলিদের নামও ৷ সামগ্রিকভাবে দশম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ডে নিজের নাম জুড়লেন হরমনপ্রীত ৷

ওপেনে নেমে মন্ধানার 102 বলে 91 রানে ছিল 13টি চার ৷ এছাড়া অভিষেকে 40 রান করেন প্রতীকা রাওয়াল ৷ 44 রান আসে হার্লিন দেওলের ব্য়াটে ৷ 23 বলে 34 করেন অধিনায়ক হরমনপ্রীত ৷ বাংলার রিচা ঘোষের ব্যাটে আসে 13 বলে 26 রানের ক্য়ামিও ৷ সবমিলিয়ে 50 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 314 রান তোলে ভারত ৷

জবাবে রেণুকা সিংয়ের ওয়ান-ডে'তে প্রথমবার পাঁচ উইকেট ভারতের জয়ের পথ সহজ করে দেয় ৷ দু'টি উইকেট নেন প্রিয়া মিশ্র ৷ ওয়েস্ট ইন্ডিজের কেবল তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সমর্থ হন এদিন ৷ শেষমেশ 26.2 ওভারে মাত্র 103 রানেই গুটিয়ে যায় ক্য়ারিবিয়ানরা ৷ 211 রানে জিতে সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.