ETV Bharat / sports

বদলার ম্যাচে বেঙ্গালুরুর সামনে বাগান ! বিনামূল্যে দেখুন সবুজ-মেরুনের খেলা - ISL LIVE STREAMING

লিগ শীর্ষের লড়াইয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া ৷ এমতাবস্থায় বেঙ্গালুরু বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷ কোথায় দেখবেন ম্য়াচ?

mohun-bagan-super-giant-vs-bengaluru-fc
বদলার ম্যাচে বেঙ্গালুরুর সামনে বাগান ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 27, 2025, 3:13 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের শক্তপোক্ত করতে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট । কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া ৷ পদস্খলন হলেই হাতছাড়া হতে পারে লিগ টেবিলের মগডাল ৷ কঠিন হয়ে যেতে পারে লিগ-শিল্ড ঘরে তোলার রাস্তাও ৷ ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে এক ঢিলে দু’টো পাখি মারতে পারবেন হোসে মোলিনা । প্রথম সাক্ষাতে বেঙ্গালুরের বিরুদ্ধে পর্যুদস্তু হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড । এবার ফিরতি সাক্ষাতে বদলা নেওয়ার সুযোগ । যা বাস্তবায়ন করতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেমন মজবুত হবে, তেমনি প্রতিশোধটাও নেওয়া যাবে।

শেষ দু’টো ম্যাচে পুরো পয়েন্ট না-পাওয়ার ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ৷ দু’টো ম্যাচেই মোহনবাগান রক্ষণকে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে । এই অবস্থায় সুনীল ছেত্রী সমৃদ্ধ বেঙ্গালুরু আক্রমণভাগ চিন্তার কারণ হতে পারে । কার্ড সমস্যায় আশিস রাই নেই । বদলে দীপেন্দু বিশ্বাসের খেলার কথা । যেহেতু ডাগ-আউটে একাধিক যোগ্য বিকল্প, তাই কার্ড বা চোট সমস্যা নিয়ে চিন্তিত নন মোলিনা । অনিরুদ্ধ থাপা প্র্যাকটিস করলেও সোমবারের ম্যাচে তাঁর নামার সম্ভাবনা কম । তবে বিশাল কাইথকে যেকোনও মূল্যে নামাতে চাইছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । শনিবার মাঠের ধারে ফিজিও কাছে থাকলেও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পুরোদমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাগানের শেষ প্রহরীকে ।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মনবীর সিং, লিস্টন কোলাসোকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন মোলিনা । পেত্রাতোস, স্টুয়ার্টকে রেখেছিলেন প্রথম একাদশে । পরে বদল করে লিস্টন, মনবীর, কামিংস, ম্যাকলারেনকে নামালেও জয়ের কড়ি তুলতে ব্যর্থ হয়েছিল মোহনবাগান । এই ম্যাচে সেই ভুল করতে চাইবে না গঙ্গাপাড়ের ক্লাব ৷ আজ কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের সময়:

সোমবার, অর্থাৎ আজ সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ৷ খেলা হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

আরও পড়ুন

কলকাতা, 27 জানুয়ারি: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের শক্তপোক্ত করতে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট । কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া ৷ পদস্খলন হলেই হাতছাড়া হতে পারে লিগ টেবিলের মগডাল ৷ কঠিন হয়ে যেতে পারে লিগ-শিল্ড ঘরে তোলার রাস্তাও ৷ ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে এক ঢিলে দু’টো পাখি মারতে পারবেন হোসে মোলিনা । প্রথম সাক্ষাতে বেঙ্গালুরের বিরুদ্ধে পর্যুদস্তু হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড । এবার ফিরতি সাক্ষাতে বদলা নেওয়ার সুযোগ । যা বাস্তবায়ন করতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেমন মজবুত হবে, তেমনি প্রতিশোধটাও নেওয়া যাবে।

শেষ দু’টো ম্যাচে পুরো পয়েন্ট না-পাওয়ার ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ৷ দু’টো ম্যাচেই মোহনবাগান রক্ষণকে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে । এই অবস্থায় সুনীল ছেত্রী সমৃদ্ধ বেঙ্গালুরু আক্রমণভাগ চিন্তার কারণ হতে পারে । কার্ড সমস্যায় আশিস রাই নেই । বদলে দীপেন্দু বিশ্বাসের খেলার কথা । যেহেতু ডাগ-আউটে একাধিক যোগ্য বিকল্প, তাই কার্ড বা চোট সমস্যা নিয়ে চিন্তিত নন মোলিনা । অনিরুদ্ধ থাপা প্র্যাকটিস করলেও সোমবারের ম্যাচে তাঁর নামার সম্ভাবনা কম । তবে বিশাল কাইথকে যেকোনও মূল্যে নামাতে চাইছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । শনিবার মাঠের ধারে ফিজিও কাছে থাকলেও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পুরোদমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাগানের শেষ প্রহরীকে ।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মনবীর সিং, লিস্টন কোলাসোকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন মোলিনা । পেত্রাতোস, স্টুয়ার্টকে রেখেছিলেন প্রথম একাদশে । পরে বদল করে লিস্টন, মনবীর, কামিংস, ম্যাকলারেনকে নামালেও জয়ের কড়ি তুলতে ব্যর্থ হয়েছিল মোহনবাগান । এই ম্যাচে সেই ভুল করতে চাইবে না গঙ্গাপাড়ের ক্লাব ৷ আজ কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের সময়:

সোমবার, অর্থাৎ আজ সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ৷ খেলা হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.