উত্তরকাশী, 27 জানুয়ারি: উত্তরকাশীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে 9টি বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মরি সীমান্ত উন্নয়ন ব্লকের সাভানি গ্রামে ৷ গ্রামের কাঠের ঘরে আগুন লেগে যায় ৷ যা দ্রুত ছড়িয়ে পড়ে । আগুনের হাত থেকে বাঁচাতে 2টি বাড়ি ভেঙে ফেলতে হয়েছে এবং 3টি বাড়ি আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে । আগুনে প্রায় 25টি পরিবার গৃহহীন হয়েছে ।
গ্রামবাসীরা জানান, তিনদিন ধরে গ্রামে জল না আসায় আগুন নেভাতে অনেক সমস্যায় পড়তে হয়েছে তাদেরকে । ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উত্তরকাশীর সাভানি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি জেলা প্রশাসনকে অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করার ও জেলা ম্যাজিস্ট্রেটকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন ।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশাল মিডিয়ায় লিখেছেন, "এই বিষয়ে জেলাশাসকের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি । ঘটনাস্থলে এসডিআরএফ, পুলিশ, দমকল, বন দফতরের দল এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত রয়েছেন । এই দুঃসময়ে আমরা গ্রামবাসীর পাশে আছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে ।"
जनपद उत्तरकाशी के सावणी गांव में आग लगने से कई घरों के इसकी चपेट में आने का समाचार अत्यंत दुःखद है। जिला प्रशासन को तुरंत राहत और पुनर्वास कार्य शुरू करने के निर्देश दिए हैं।
— Pushkar Singh Dhami (@pushkardhami) January 27, 2025
इस संबंध में निरंतर जिलाधिकारी से संपर्क में हूं। एसडीआरएफ, पुलिस, फायर सर्विस, वन विभाग की टीम सहित… pic.twitter.com/liYOgg6EiJ
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাভানি গ্রামের একটি বাড়িতে গভীর রাতে আগুন লেগে যায় । কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অনেকগুলি বাড়িকে নিজের গ্রাসে নিয়ে নেয় । জেলাশাসক মেহরবান সিং বিষ্ট তহসিলদার মোরির কাছ থেকে ঘটনার তথ্য নেন । ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজে অতিরিক্ত দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি । এর পরে তহসিলদাররা মরি রাজস্ব কর্মীদের অতিরিক্ত দল এবং ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ।
জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক দেবানন্দ শর্মা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে । রাজস্ব দফতরের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ, এসডিআরএফ, দমকল, পশুপালন দফতর ও বন দফতর । গ্রামের মোট 9টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ যাতে প্রায় 15-16টি পরিবার বাস করত । এছাড়া আগুনের হাত থেকে বাঁচাতে 2টি ঘর সম্পূর্ণ ও 3টি ঘর আংশিক ভেঙে ফেলা হয়েছে । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । দমকলের অনুমান, পুজোর প্রদীপ থেকে আগুন লেগে থাকতে পারে ।
উল্লেখ্য, গত বছরও সাভানি গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছিল । সেই ঘটনায় বেশ কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছিল । ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তরকাশীর সাভানি গ্রামে ৷