ETV Bharat / bharat

উত্তরকাশীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতিগ্রস্ত 9টি বাড়ি - FIRE IN UTTARKASHI VILLAGE

উত্তরকাশীর সাভানি গ্রামে 9টি বাড়িতে আগুন লেগে যায় । তিনদিন ধরে জল না আসায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি গ্রামবাসীরা । দমকল এসে আগুন নেভায় ৷

fire in UTTARKASHI village
উত্তরকাশীতে একের পর এক বাড়িতে অগুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 2:17 PM IST

উত্তরকাশী, 27 জানুয়ারি: উত্তরকাশীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে 9টি বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মরি সীমান্ত উন্নয়ন ব্লকের সাভানি গ্রামে ৷ গ্রামের কাঠের ঘরে আগুন লেগে যায় ৷ যা দ্রুত ছড়িয়ে পড়ে । আগুনের হাত থেকে বাঁচাতে 2টি বাড়ি ভেঙে ফেলতে হয়েছে এবং 3টি বাড়ি আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে । আগুনে প্রায় 25টি পরিবার গৃহহীন হয়েছে ।

গ্রামবাসীরা জানান, তিনদিন ধরে গ্রামে জল না আসায় আগুন নেভাতে অনেক সমস্যায় পড়তে হয়েছে তাদেরকে । ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উত্তরকাশীর সাভানি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি জেলা প্রশাসনকে অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করার ও জেলা ম্যাজিস্ট্রেটকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন ।

fire in UTTARKASHI village
আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশাল মিডিয়ায় লিখেছেন, "এই বিষয়ে জেলাশাসকের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি । ঘটনাস্থলে এসডিআরএফ, পুলিশ, দমকল, বন দফতরের দল এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত রয়েছেন । এই দুঃসময়ে আমরা গ্রামবাসীর পাশে আছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে ।"

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাভানি গ্রামের একটি বাড়িতে গভীর রাতে আগুন লেগে যায় । কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অনেকগুলি বাড়িকে নিজের গ্রাসে নিয়ে নেয় । জেলাশাসক মেহরবান সিং বিষ্ট তহসিলদার মোরির কাছ থেকে ঘটনার তথ্য নেন । ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজে অতিরিক্ত দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি । এর পরে তহসিলদাররা মরি রাজস্ব কর্মীদের অতিরিক্ত দল এবং ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ।

fire in UTTARKASHI village
রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা (ইটিভি ভারত)

জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক দেবানন্দ শর্মা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে । রাজস্ব দফতরের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ, এসডিআরএফ, দমকল, পশুপালন দফতর ও বন দফতর । গ্রামের মোট 9টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ যাতে প্রায় 15-16টি পরিবার বাস করত । এছাড়া আগুনের হাত থেকে বাঁচাতে 2টি ঘর সম্পূর্ণ ও 3টি ঘর আংশিক ভেঙে ফেলা হয়েছে । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । দমকলের অনুমান, পুজোর প্রদীপ থেকে আগুন লেগে থাকতে পারে ।

উল্লেখ্য, গত বছরও সাভানি গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছিল । সেই ঘটনায় বেশ কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছিল । ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তরকাশীর সাভানি গ্রামে ৷

উত্তরকাশী, 27 জানুয়ারি: উত্তরকাশীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে 9টি বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মরি সীমান্ত উন্নয়ন ব্লকের সাভানি গ্রামে ৷ গ্রামের কাঠের ঘরে আগুন লেগে যায় ৷ যা দ্রুত ছড়িয়ে পড়ে । আগুনের হাত থেকে বাঁচাতে 2টি বাড়ি ভেঙে ফেলতে হয়েছে এবং 3টি বাড়ি আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে । আগুনে প্রায় 25টি পরিবার গৃহহীন হয়েছে ।

গ্রামবাসীরা জানান, তিনদিন ধরে গ্রামে জল না আসায় আগুন নেভাতে অনেক সমস্যায় পড়তে হয়েছে তাদেরকে । ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উত্তরকাশীর সাভানি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি জেলা প্রশাসনকে অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করার ও জেলা ম্যাজিস্ট্রেটকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন ।

fire in UTTARKASHI village
আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশাল মিডিয়ায় লিখেছেন, "এই বিষয়ে জেলাশাসকের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি । ঘটনাস্থলে এসডিআরএফ, পুলিশ, দমকল, বন দফতরের দল এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত রয়েছেন । এই দুঃসময়ে আমরা গ্রামবাসীর পাশে আছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে ।"

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাভানি গ্রামের একটি বাড়িতে গভীর রাতে আগুন লেগে যায় । কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অনেকগুলি বাড়িকে নিজের গ্রাসে নিয়ে নেয় । জেলাশাসক মেহরবান সিং বিষ্ট তহসিলদার মোরির কাছ থেকে ঘটনার তথ্য নেন । ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজে অতিরিক্ত দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি । এর পরে তহসিলদাররা মরি রাজস্ব কর্মীদের অতিরিক্ত দল এবং ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ।

fire in UTTARKASHI village
রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা (ইটিভি ভারত)

জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক দেবানন্দ শর্মা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে । রাজস্ব দফতরের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ, এসডিআরএফ, দমকল, পশুপালন দফতর ও বন দফতর । গ্রামের মোট 9টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ যাতে প্রায় 15-16টি পরিবার বাস করত । এছাড়া আগুনের হাত থেকে বাঁচাতে 2টি ঘর সম্পূর্ণ ও 3টি ঘর আংশিক ভেঙে ফেলা হয়েছে । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । দমকলের অনুমান, পুজোর প্রদীপ থেকে আগুন লেগে থাকতে পারে ।

উল্লেখ্য, গত বছরও সাভানি গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছিল । সেই ঘটনায় বেশ কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছিল । ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তরকাশীর সাভানি গ্রামে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.