ETV Bharat / technology

নতুন বছরের শুরুতেই সর্বনাশ! বন্ধ হয়ে যেতে পারে WhatsApp - WHATSAPP TO STOP WORKING

নতুন বছর শুরু হতে-না হতেই বিপর্যয় ৷ একাধিক ডিভাইসে বন্ধ হতে চলেছে WhatsApp ৷ দেখা নিন কোনও কোনও ডিভাইস রয়েছে সেই তালিকায় ৷

whatsapp to stop working
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 23, 2024, 4:28 PM IST

হায়দরাবাদ: ইনসট্যান্ট মেসেজিং সার্ভিস পরিষেবা হিসেবে প্রথম ভরসা হোয়াটসঅ্যাপ ৷ বিনোদন থেকে শুরু করে অফিসিয়াল-আনফিসিয়াল যেকোনও কাজে এই অ্যাপটি সব থেকে বেশি ব্যবহৃত হয় । হোয়াটঅ্যাপ ছাড়া এক মুহূর্ত চলা কঠিন ৷ নতুন বছরের শুরুতেই অশনি সংকেত ৷ 2025-এর প্রথম দিন থেকে বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপ আর কাজ করবে না । জানা গিয়েছে 1 জানুয়ারি, 2025 থেকে, অ্যাপটি আর প্রায় 20টি স্মার্টফোনে চলবে না। যার মধ্যে রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সোনির জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন।

নিয়ম না মানলে মুছে যাবে YouTube-এর ভিডিয়ো, টেরও পাবেন না

কেন 20টি স্মার্টফোনে WhatsApp সমর্থন নেই?

হোয়াটসঅ্যাপ ক্রমাগত প্ল্যাটফর্মে নতুন আপডেট আনছে । বর্তমানে হোয়াটসঅ্যাপে AI সুবিধা রয়েছে ৷ যাতে ব্যবহারকারীরা আরও ভালো পরিষেবা পেতে পারেন এবং ব্যক্তিগত ডেটা সুরক্ষিত থাকে। পুরানো স্মার্টফোনগুলি পুরোনো অপারেটিং সিস্টেমে চলছে । এইচডিব্লগের একটি প্রতিবেদন অনুসারে, অ্যান্ড্রয়েড কিটক্যাট বা তার আগের সংস্করণে স্মার্টফোনগুলি 1 জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস হারাতে পারে । স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সোনির মতো ব্র্যান্ডের প্রায় 20টি মডেলের রয়েছে এই তালিকায় । নতুন আপডেট পুরনো মডেলগুলি নাও সাপোর্ট করতে পারে ৷ তাই সংশ্লিষ্ট মডেলগুলিতে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ ৷

Samsung

  • Galaxy S3
  • Galaxy Note2
  • Galaxy Ace 3
  • Galaxy S4 Mini

Motorola

  • Moto G (Gen-1),
  • Razr HD,
  • Moto E 2014
  • RazrHD
  • HTC
  • ONE X
  • ONE X প্লাস
  • HTC Desire 500
  • HTC Desire 601

LG

  • Optimus G,
  • Nexus 4,
  • G2 Mini,
  • L90

Sony

  • Xperia Z,
  • Xperia SP,
  • Xperia T
  • Xperia V

আপনার ফোন তালিকায় থাকলে কী করবেন ?

যদি কোনও ব্যবহারকারী এখনও এই ডিভাইসগুলির মধ্যে কোনওটি ব্যবহার করেন তবে ব্যবহারকারীদের নতুন ডিভাইসে তাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ করতে হবে । কারণ 1 জানুয়ারি, 2025 থেকে WhatsApp এই ডিভাইসগুলিতে চলবে না হোয়াটসঅ্যাপ ৷ এই মেসজিং অ্যাপের মিডিয়া এবং চ্যাট হিস্ট্রিও ডিলিট হয়ে যাতে পারে ৷ আপনার ফোন উপরের তালিকায় থাকলে, এখনই আপগ্রেড করতে হবে । তাছাড়া কোনওভাবেই এই সমস্ত ডিভাইসে WhatsApp চালানো যাবে না ৷ সেগুলি গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ নিতে পারেন ৷

প্রসঙ্গত, এই প্রথমবার নয় যে WhatsApp পুরানো ডিভাইসগুলিতে সাপোর্ট এর আগেও বন্ধ করেছে। এর আগে 2020 সালে, কোম্পানি Android 2.3.7 বা তার বেশি এবং iOS 8 বা তার বেশি পুরনো ফোনের জন্য সাপোর্ট বন্ধ করে দিয়েছিল।

জলে পড়লেও চিন্তা নেই! অক্ষত থাকবে Realme 14x

হায়দরাবাদ: ইনসট্যান্ট মেসেজিং সার্ভিস পরিষেবা হিসেবে প্রথম ভরসা হোয়াটসঅ্যাপ ৷ বিনোদন থেকে শুরু করে অফিসিয়াল-আনফিসিয়াল যেকোনও কাজে এই অ্যাপটি সব থেকে বেশি ব্যবহৃত হয় । হোয়াটঅ্যাপ ছাড়া এক মুহূর্ত চলা কঠিন ৷ নতুন বছরের শুরুতেই অশনি সংকেত ৷ 2025-এর প্রথম দিন থেকে বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপ আর কাজ করবে না । জানা গিয়েছে 1 জানুয়ারি, 2025 থেকে, অ্যাপটি আর প্রায় 20টি স্মার্টফোনে চলবে না। যার মধ্যে রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সোনির জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন।

নিয়ম না মানলে মুছে যাবে YouTube-এর ভিডিয়ো, টেরও পাবেন না

কেন 20টি স্মার্টফোনে WhatsApp সমর্থন নেই?

হোয়াটসঅ্যাপ ক্রমাগত প্ল্যাটফর্মে নতুন আপডেট আনছে । বর্তমানে হোয়াটসঅ্যাপে AI সুবিধা রয়েছে ৷ যাতে ব্যবহারকারীরা আরও ভালো পরিষেবা পেতে পারেন এবং ব্যক্তিগত ডেটা সুরক্ষিত থাকে। পুরানো স্মার্টফোনগুলি পুরোনো অপারেটিং সিস্টেমে চলছে । এইচডিব্লগের একটি প্রতিবেদন অনুসারে, অ্যান্ড্রয়েড কিটক্যাট বা তার আগের সংস্করণে স্মার্টফোনগুলি 1 জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস হারাতে পারে । স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সোনির মতো ব্র্যান্ডের প্রায় 20টি মডেলের রয়েছে এই তালিকায় । নতুন আপডেট পুরনো মডেলগুলি নাও সাপোর্ট করতে পারে ৷ তাই সংশ্লিষ্ট মডেলগুলিতে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ ৷

Samsung

  • Galaxy S3
  • Galaxy Note2
  • Galaxy Ace 3
  • Galaxy S4 Mini

Motorola

  • Moto G (Gen-1),
  • Razr HD,
  • Moto E 2014
  • RazrHD
  • HTC
  • ONE X
  • ONE X প্লাস
  • HTC Desire 500
  • HTC Desire 601

LG

  • Optimus G,
  • Nexus 4,
  • G2 Mini,
  • L90

Sony

  • Xperia Z,
  • Xperia SP,
  • Xperia T
  • Xperia V

আপনার ফোন তালিকায় থাকলে কী করবেন ?

যদি কোনও ব্যবহারকারী এখনও এই ডিভাইসগুলির মধ্যে কোনওটি ব্যবহার করেন তবে ব্যবহারকারীদের নতুন ডিভাইসে তাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ করতে হবে । কারণ 1 জানুয়ারি, 2025 থেকে WhatsApp এই ডিভাইসগুলিতে চলবে না হোয়াটসঅ্যাপ ৷ এই মেসজিং অ্যাপের মিডিয়া এবং চ্যাট হিস্ট্রিও ডিলিট হয়ে যাতে পারে ৷ আপনার ফোন উপরের তালিকায় থাকলে, এখনই আপগ্রেড করতে হবে । তাছাড়া কোনওভাবেই এই সমস্ত ডিভাইসে WhatsApp চালানো যাবে না ৷ সেগুলি গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ নিতে পারেন ৷

প্রসঙ্গত, এই প্রথমবার নয় যে WhatsApp পুরানো ডিভাইসগুলিতে সাপোর্ট এর আগেও বন্ধ করেছে। এর আগে 2020 সালে, কোম্পানি Android 2.3.7 বা তার বেশি এবং iOS 8 বা তার বেশি পুরনো ফোনের জন্য সাপোর্ট বন্ধ করে দিয়েছিল।

জলে পড়লেও চিন্তা নেই! অক্ষত থাকবে Realme 14x

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.