কলকাতা, 12 ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেস সরকার বুধবার 2025-2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তাদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে ৷ এই বাজেটে সমাজকল্যাণ এবং নারীর ক্ষমতায়নের উপর জোর দেওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বুধবার বিকেলে বিধানসভায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2025-2026 সালের অর্থববর্ষের জন্য বাজেট পেশ করবেন।
বিধানসভা ভোটের মাত্র এক বছর বাকি থাকায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে জনসমর্থন জোরদার করার লক্ষ্যে বেশ কিছু জনদরদি পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। শাসক দলের একাধিক সূত্রের ইঙ্গিত, 'লক্ষ্মীর ভাণ্ডার', মহিলাদের জন্য সরাসরি নগদ অর্থ স্থানান্তরের কর্মসূচি এবং আবাসন উদ্যোগে 'বাংলার বাড়ি'র মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।
লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক বৃদ্ধি:
রাজ্যের এক তৃণমূল নেতা পিটিআইকে জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডারের ভাতা টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়ার কথা বিবেচনা করছে অর্থ দফতর। গত বছর, এই প্রকল্পে অতিরিক্ত 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার ফলে সাধারণ মহিলাদের জন্য মাসিক ভাতা 1,000 টাকা এবং তফশিলি জাতি-উপজাতির মহিলাদের জন্য মাসিক 1,200 টাকা ভাতা দেওয়া হয়েছে। রাজ্যের নির্বাচনী গতিশীলতায় মহিলা ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ৷ তাই এ বারের বাজেটে রাজ্য সরকারের এই প্রকল্পটিকে আরও সম্প্রসারিত করার সম্ভাবনা রয়েছে।
মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা:
প্রত্যক্ষ আর্থিক সহায়তার পাশাপাশি, এ বারের বাজেটে পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এই বাজেটে। 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নথিভুক্ত মহিলা ভোটারের সংখ্যা ছিল 3.73 কোটি। রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ, নারী-কেন্দ্রিক কল্যাণ কর্মসূচির উপর তৃণমূল কংগ্রেসের অব্যাহত মনোযোগ এই গুরুত্বপূর্ণ ভোটার ভিত্তি ধরে রাখার জন্য একটি কৌশলগত পদক্ষেপ, বিশেষ করে আরজি কর হাসপাতাল ধর্ষণ-খুন মামলার মতো সাম্প্রতিক বিতর্কের মধ্যে।
আগের বাজেটে, রাজ্য 3.67 লক্ষ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল, যা 2023-'24 আর্থিক বছরের তুলনায় 8 শতাংশ বেশি। 2023-'24 অর্থবর্ষে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GSDP) 7.6 শতাংশ বৃদ্ধির আনুমানিক লক্ষ্যমাত্রা নিয়ে, সরকার এই বাজেটকে সমাজকল্যাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতি পালনের লক্ষ্য নির্ধারণ করেছে। বুধবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সকলের নজর চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতার দিকে থাকবে, যা 2026 সালের আগে তৃণমূলের নির্বাচনী প্রচারের পটভূমিকা তৈরি করতে পারে।
আংশিক তথ্য পিটিআই থেকে সংগৃহিত ৷