ETV Bharat / state

রাজ্যে দ্বিতীয় মুসলিম লিগ সরকার চলছে, অভিযোগ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

বিজেপি কর্মী সুরিন্দর পাল সিং এবং তাঁর ছেলে পারমিত পাল সিংকে আগামী 48 ঘন্টার মধ্যে জামিন দিতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর।

SUVENDU ADHIKARI
শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 2:34 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্যে দ্বিতীয় মুসলিম লিগ সরকার চলছে বলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। কালীপুজোয় ভাঙচুর করার প্রতিবাদে বিজেপি কর্মী ও তাঁর পুত্রকে মাসের পর মাস জেলবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। আগামী 48 ঘণ্টায় মধ্যে এই দু'জনকে জামিন দিতে হবে বলেও দাবি করেন তিনি। এই প্রেক্ষিতে শুভেন্দু বলেন, "শুধুমাত্র সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতনী হিন্দু থেকে শিখ সম্প্রদায়-সহ আরও অন্যান্য সম্প্রদায়কে আক্রমণ করছে এই সরকার। আসলে রাজ্যে মুসলিম লিগ-2 সরকার চলছে ৷"

শুভেন্দু অধিকারীর কথায়, "এই ঘটনা নিয়ে আমরা আইনি পথে যাব। 18 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি নই। শিখ সমাজ হিসেবে নিজেদের ভাইয়ের জন্য কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা ভবানীপুর থেকে জিতেছেন, সেখানে প্রচুর শিখ সম্প্রদায়ের মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন। তাঁদেরও বলব আপনারা সরব হন।"

রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর (ইটিভি ভারত)

পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, "দ্রুত পিতা-পুত্রকে যেন জামিন দেওয়া হয়, নাহলে আগামী সোমবার বিধানসভার পর বিজেপি লালবাজার যাবে। তাই আগামী 48 ঘণ্টার মধ্যে তাঁদের জামিন দিতে হবে।" নারকেলডাঙার বিজেপি কর্মী সুরিন্দর পাল সিং এবং তাঁর ছেলে পারমিত পাল সিংকে আগামী 48 ঘন্টার মধ্যে জামিন দিতে হবে বলে দাবি করেন শুভেন্দু। এরপরই শাসক দলকে হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, গতবছর 1 নভেম্বর কালীপুজোর সময় রাজাবাজার অঞ্চলে বাধা দেওয়ার চেষ্টা করে কিছু দুষ্কৃতী এমনই অভিযোগ। তাতে বাধা দিয়েছিলেন বিজেপি কর্মী সুরিন্দর পাল সিং। এই বিষয় শুভেন্দু অধিকারী জানান, গত 1 নভেম্বর ঘটনাটি ঘটে। নারকেলডাঙা থানায় জানানো হয়েছিল, সুরিন্দর সিং নাকি প্রথম আক্রমণ করেছিলেন ৷ পুলিশের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ লোপাট করারও অভিযোগ এনেছে সুরিন্দর পাল সিংয়ের পরিবার। পরিবারের পক্ষ থেকে এদিন অভিযোগ করা হয়, সুরিন্দর সিং এবং তাঁর পুত্রের নামে একাধিক মামলা করেছে নারকেলডাঙা থানা।

শুভেন্দু আরও বলেন, "যারা কালীপুজো বানচাল করার চেষ্টা করল, সেই সব জিহাদিদের 10 -12 দিনের মধ্যেই জামিন দিয়ে দেওয়া হল ৷ আর সুরিন্দর সিং ও তাঁর ছেলের জেল হল। এখনও তাঁরা জেলে রয়েছেন ৷ একজন ছাত্র সে পরীক্ষায় বসতে পারল না। পারমিত সিংয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।"

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্যে দ্বিতীয় মুসলিম লিগ সরকার চলছে বলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। কালীপুজোয় ভাঙচুর করার প্রতিবাদে বিজেপি কর্মী ও তাঁর পুত্রকে মাসের পর মাস জেলবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। আগামী 48 ঘণ্টায় মধ্যে এই দু'জনকে জামিন দিতে হবে বলেও দাবি করেন তিনি। এই প্রেক্ষিতে শুভেন্দু বলেন, "শুধুমাত্র সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতনী হিন্দু থেকে শিখ সম্প্রদায়-সহ আরও অন্যান্য সম্প্রদায়কে আক্রমণ করছে এই সরকার। আসলে রাজ্যে মুসলিম লিগ-2 সরকার চলছে ৷"

শুভেন্দু অধিকারীর কথায়, "এই ঘটনা নিয়ে আমরা আইনি পথে যাব। 18 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি নই। শিখ সমাজ হিসেবে নিজেদের ভাইয়ের জন্য কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা ভবানীপুর থেকে জিতেছেন, সেখানে প্রচুর শিখ সম্প্রদায়ের মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন। তাঁদেরও বলব আপনারা সরব হন।"

রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর (ইটিভি ভারত)

পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, "দ্রুত পিতা-পুত্রকে যেন জামিন দেওয়া হয়, নাহলে আগামী সোমবার বিধানসভার পর বিজেপি লালবাজার যাবে। তাই আগামী 48 ঘণ্টার মধ্যে তাঁদের জামিন দিতে হবে।" নারকেলডাঙার বিজেপি কর্মী সুরিন্দর পাল সিং এবং তাঁর ছেলে পারমিত পাল সিংকে আগামী 48 ঘন্টার মধ্যে জামিন দিতে হবে বলে দাবি করেন শুভেন্দু। এরপরই শাসক দলকে হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, গতবছর 1 নভেম্বর কালীপুজোর সময় রাজাবাজার অঞ্চলে বাধা দেওয়ার চেষ্টা করে কিছু দুষ্কৃতী এমনই অভিযোগ। তাতে বাধা দিয়েছিলেন বিজেপি কর্মী সুরিন্দর পাল সিং। এই বিষয় শুভেন্দু অধিকারী জানান, গত 1 নভেম্বর ঘটনাটি ঘটে। নারকেলডাঙা থানায় জানানো হয়েছিল, সুরিন্দর সিং নাকি প্রথম আক্রমণ করেছিলেন ৷ পুলিশের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ লোপাট করারও অভিযোগ এনেছে সুরিন্দর পাল সিংয়ের পরিবার। পরিবারের পক্ষ থেকে এদিন অভিযোগ করা হয়, সুরিন্দর সিং এবং তাঁর পুত্রের নামে একাধিক মামলা করেছে নারকেলডাঙা থানা।

শুভেন্দু আরও বলেন, "যারা কালীপুজো বানচাল করার চেষ্টা করল, সেই সব জিহাদিদের 10 -12 দিনের মধ্যেই জামিন দিয়ে দেওয়া হল ৷ আর সুরিন্দর সিং ও তাঁর ছেলের জেল হল। এখনও তাঁরা জেলে রয়েছেন ৷ একজন ছাত্র সে পরীক্ষায় বসতে পারল না। পারমিত সিংয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.