ETV Bharat / state

মাঘী পূর্ণিমায় 'দক্ষিণ প্রয়াগে' সঙ্গম স্নান, ত্রিবেণী যেন মিনি কুম্ভ - TRIBENI KUMBH MELA 2025

প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার ইচ্ছে পূরণ না হলে চিন্তা নেই ৷ নিজের রাজ্যের ত্রিবেণীতে স্নান করে তৃপ্ত হতে পারেন ৷

Tribeni Kumbh Mela 2025
মাঘী পূর্ণিমায় ভিড়ে ভরা ত্রিবেণী কুম্ভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 5:30 PM IST

বাঁশবেড়িয়া, 12 ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের ভিড় ৷ প্রয়াগরাজে যারা যেতে পারেননি হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান সেরে তাঁরা আপ্লুত ৷ বুধবার সাধু-সন্ত থেকে শুরু করে বহু মানুষ ত্রিবেণী শ্মশান ও সপ্তর্ষি ঘাটে পুণ্যস্নান করতে ভিড় জমান ৷

প্রথমে নাগা সাধু-সন্তরা স্নান করেন ৷ তারপর সাধারণ মানুষের জন্য ঘাট খুলে দেওয়া হয় । প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনি ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম রয়েছে । গঙ্গার এক শাখানদী ভাগীরথী, সরস্বতী যমুনার সঙ্গম স্থল ত্রিবেণী ৷ প্রয়াগরাজে যেমন সরস্বতী তেমনি ত্রিবেণীতে যমুনা নদী অন্তঃসলিলা বলে সাধুদের মত ৷ ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয় ৷

ত্রিবেণীতে মাঘী পূর্ণিমায় কুম্ভ স্নানে ভিড়, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

অন্যদিকে, প্রয়াগ হল যুক্তবেণী কিন্তু ত্রিবেণী পরিচিত মুক্তবেণী হিসেবে । নেপথ্য কারণে বলা হয়, এলাহাবাদ বা প্রয়াগে গঙ্গা, যমুনা ও সরস্বতী একধারায় মিলিত হয়েছে আর ত্রিবেণীতে এসে আবার পৃথক ধারায় প্রবাহিত বলেই এই স্থানকে মুক্তবেণী বলা হয় । সেই সঙ্গমস্থলে 700 বছর আগে কুম্ভ হত বলে ইতিহাস । মকরস্নান করে গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু-সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন ।

মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ । নাগা সাধু-সন্ন্যাসীদের উপস্থিতি সেই কুম্ভকে আরও আকর্ষণীয় করে তুলেছে । বুধবার সাধুরা নগর পরিক্রমা করে তারপর গঙ্গার ঘাটে পুণ্যস্নান করেন । আর হাজার হাজার মানুষের ভিড় সামলাতে পুলিশ স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয় ।

স্পিড বোটে গঙ্গা বক্ষে নজরদারি চালায় বিপর্যয় মোকাবিলা দফতর । স্নান করতে নেমে যাতে কেউ ভেসে না যায় তার জন্য গঙ্গার ঘাট জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । টিউব ও লাইফ জ্যাকেট নিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা টহল দিচ্ছেন । গঙ্গার ঘাটে একসঙ্গে যাতে ভিড় না জমে তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে ৷

বাঁশবেড়িয়া, 12 ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের ভিড় ৷ প্রয়াগরাজে যারা যেতে পারেননি হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান সেরে তাঁরা আপ্লুত ৷ বুধবার সাধু-সন্ত থেকে শুরু করে বহু মানুষ ত্রিবেণী শ্মশান ও সপ্তর্ষি ঘাটে পুণ্যস্নান করতে ভিড় জমান ৷

প্রথমে নাগা সাধু-সন্তরা স্নান করেন ৷ তারপর সাধারণ মানুষের জন্য ঘাট খুলে দেওয়া হয় । প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনি ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম রয়েছে । গঙ্গার এক শাখানদী ভাগীরথী, সরস্বতী যমুনার সঙ্গম স্থল ত্রিবেণী ৷ প্রয়াগরাজে যেমন সরস্বতী তেমনি ত্রিবেণীতে যমুনা নদী অন্তঃসলিলা বলে সাধুদের মত ৷ ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয় ৷

ত্রিবেণীতে মাঘী পূর্ণিমায় কুম্ভ স্নানে ভিড়, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

অন্যদিকে, প্রয়াগ হল যুক্তবেণী কিন্তু ত্রিবেণী পরিচিত মুক্তবেণী হিসেবে । নেপথ্য কারণে বলা হয়, এলাহাবাদ বা প্রয়াগে গঙ্গা, যমুনা ও সরস্বতী একধারায় মিলিত হয়েছে আর ত্রিবেণীতে এসে আবার পৃথক ধারায় প্রবাহিত বলেই এই স্থানকে মুক্তবেণী বলা হয় । সেই সঙ্গমস্থলে 700 বছর আগে কুম্ভ হত বলে ইতিহাস । মকরস্নান করে গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু-সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন ।

মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ । নাগা সাধু-সন্ন্যাসীদের উপস্থিতি সেই কুম্ভকে আরও আকর্ষণীয় করে তুলেছে । বুধবার সাধুরা নগর পরিক্রমা করে তারপর গঙ্গার ঘাটে পুণ্যস্নান করেন । আর হাজার হাজার মানুষের ভিড় সামলাতে পুলিশ স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয় ।

স্পিড বোটে গঙ্গা বক্ষে নজরদারি চালায় বিপর্যয় মোকাবিলা দফতর । স্নান করতে নেমে যাতে কেউ ভেসে না যায় তার জন্য গঙ্গার ঘাট জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । টিউব ও লাইফ জ্যাকেট নিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা টহল দিচ্ছেন । গঙ্গার ঘাটে একসঙ্গে যাতে ভিড় না জমে তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.