ETV Bharat / technology

ভারতের ডিজিটাল রূপান্তরে সামিল গুগল, প্যারিসে মোদির সঙ্গে সাক্ষাৎ পিচাইয়ের - PM MODI MEETS SUNDAR PICHAI

এআই অ্যাকশন সামিটের ফাঁকে গুগল-এর সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁরা ভারতে এআই-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন ৷

PM Modi Meets Indian Origin Google CEO Sundar Pichai in Paris
প্যারিসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ গুগল সিইও সুন্দর পিচাইয়ের (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Feb 12, 2025, 2:14 PM IST

প্যারিস, 12 ফেব্রুয়ারি: ভারতে এআই ক্ষেত্রে বিনিয়োগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের তরুণ প্রজন্মকে পরখ করে দেখার আর্জি জানালেন বিশ্বের দরবারে ৷ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে এআই অ্যাকশন সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷

তারপর সুন্দর পিচাই সোশাল মিডিয়ায় লেখেন, কৃত্রিম মেধা ভারতে অবিশ্বাস্য কিছু সুযোগ তৈরি করবে ৷ তিনি এবং প্রধানমন্ত্রী মোদি দু'জনে ভারতে এআই-এর নয়া দিশা নিয়ে আলোচনা করেছেন ৷ অন্যদিকে প্রধানমন্ত্রী প্রায় 140 কোটি জনসংখ্যার ভারতের তরুণ প্রজন্মকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন বিশ্বের কাছে ৷

অ্যালফাবেট আইএনসি.-র ভারতীয় বংশোদ্ভূত সিইও ও প্রধানমন্ত্রী মোদি ভারতের 'ডিজিটাল রূপান্তর', ভারত ও গুগল কীভাবে একসঙ্গে কাজ করবে সেই বিষয়গুলি নিয়েও কথা বলেছেন ৷ মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি প্যারিসে প্রধানমন্ত্রী মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সামিটের সভাপতিত্ব করেন ৷ এরপর সুন্দর পিচাই-এর সঙ্গে বৈঠক হয় হয় তাঁর ৷

এই সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন গুগলের শীর্ষকর্তা সুন্দর ৷ তিনি লেখেন, "আজ প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হল ৷ এআই ভারতে কীভাবে দুর্দান্ত সব সুযোগ করে দিতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি ৷ ভারতের ডিজিটাল রূপান্তরে গুগল ও ভারত একসঙ্গে কাজ করবে, এ বিষয়েও কথা হয় ৷"

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন টেক জায়ান্ট সংস্থার সিইও পিচাইয়ের সঙ্গে দেখা হওয়ার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি লেখেন, "সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করে ভালো লাগল ৷ ভারত এআই নিয়ে অবিস্মরণীয় কাজ করছে ৷ জনকল্যাণমূলক কাজে এআইকে ব্যবহার করা হচ্ছে ৷ আমরা বিশ্বের কাছে আর্জি জানাচ্ছি, তারা ভারতে আসুক এবং আমাদের দেশে বিনিয়োগ করুক ৷ আমাদের যুব শক্তিকে পরখ করে দেখুক ৷"

প্রধানমন্ত্রী মোদি এবং পিচাইয়ের মধ্যে এর আগে দেখা হয়েছিল 2024 সালের সেপ্টেম্বরে আমেরিকার নিউইয়র্কে ৷ প্রধানমন্ত্রী আমেরিকা গিয়েছিলেন কোয়ার গোষ্ঠীর সম্মেলনে অংশ নিতে ৷ উইলমিংটনের ডেলাওয়ারকে এই সম্মেলনের আয়োজন করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মঙ্গলবার এআই সামিটে প্রধানমন্ত্রী বলেন, "এআই রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং সমাজে পরিবর্তন এনেছে ৷ এই শতকে মানবতার সঙ্কেত লিখবে এআই ৷ আমরা এআই যুগের ভোরে রয়েছি, যা মানবতাকে নয়া আকৃতি দেবে ৷"

প্যারিস, 12 ফেব্রুয়ারি: ভারতে এআই ক্ষেত্রে বিনিয়োগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের তরুণ প্রজন্মকে পরখ করে দেখার আর্জি জানালেন বিশ্বের দরবারে ৷ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে এআই অ্যাকশন সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷

তারপর সুন্দর পিচাই সোশাল মিডিয়ায় লেখেন, কৃত্রিম মেধা ভারতে অবিশ্বাস্য কিছু সুযোগ তৈরি করবে ৷ তিনি এবং প্রধানমন্ত্রী মোদি দু'জনে ভারতে এআই-এর নয়া দিশা নিয়ে আলোচনা করেছেন ৷ অন্যদিকে প্রধানমন্ত্রী প্রায় 140 কোটি জনসংখ্যার ভারতের তরুণ প্রজন্মকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন বিশ্বের কাছে ৷

অ্যালফাবেট আইএনসি.-র ভারতীয় বংশোদ্ভূত সিইও ও প্রধানমন্ত্রী মোদি ভারতের 'ডিজিটাল রূপান্তর', ভারত ও গুগল কীভাবে একসঙ্গে কাজ করবে সেই বিষয়গুলি নিয়েও কথা বলেছেন ৷ মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি প্যারিসে প্রধানমন্ত্রী মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সামিটের সভাপতিত্ব করেন ৷ এরপর সুন্দর পিচাই-এর সঙ্গে বৈঠক হয় হয় তাঁর ৷

এই সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন গুগলের শীর্ষকর্তা সুন্দর ৷ তিনি লেখেন, "আজ প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হল ৷ এআই ভারতে কীভাবে দুর্দান্ত সব সুযোগ করে দিতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি ৷ ভারতের ডিজিটাল রূপান্তরে গুগল ও ভারত একসঙ্গে কাজ করবে, এ বিষয়েও কথা হয় ৷"

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন টেক জায়ান্ট সংস্থার সিইও পিচাইয়ের সঙ্গে দেখা হওয়ার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি লেখেন, "সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করে ভালো লাগল ৷ ভারত এআই নিয়ে অবিস্মরণীয় কাজ করছে ৷ জনকল্যাণমূলক কাজে এআইকে ব্যবহার করা হচ্ছে ৷ আমরা বিশ্বের কাছে আর্জি জানাচ্ছি, তারা ভারতে আসুক এবং আমাদের দেশে বিনিয়োগ করুক ৷ আমাদের যুব শক্তিকে পরখ করে দেখুক ৷"

প্রধানমন্ত্রী মোদি এবং পিচাইয়ের মধ্যে এর আগে দেখা হয়েছিল 2024 সালের সেপ্টেম্বরে আমেরিকার নিউইয়র্কে ৷ প্রধানমন্ত্রী আমেরিকা গিয়েছিলেন কোয়ার গোষ্ঠীর সম্মেলনে অংশ নিতে ৷ উইলমিংটনের ডেলাওয়ারকে এই সম্মেলনের আয়োজন করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মঙ্গলবার এআই সামিটে প্রধানমন্ত্রী বলেন, "এআই রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং সমাজে পরিবর্তন এনেছে ৷ এই শতকে মানবতার সঙ্কেত লিখবে এআই ৷ আমরা এআই যুগের ভোরে রয়েছি, যা মানবতাকে নয়া আকৃতি দেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.