‘‘আমার রাম বাপু, তোমার রাম নাথু’’, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের
🎬 Watch Now: Feature Video
তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের তরফে আয়োজিত মহাত্মা গান্ধির প্রয়াণ দিবস উপলক্ষে সর্ব ধর্ম সমন্বয় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল । মূল স্লোগান ছিল ‘‘আমার রাম বাপু, তোমার রাম নাথু ।’’ এই স্লোগানকে ঘিরে রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে। শিলিগুড়ির অনুষ্ঠানে হাজির ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তিনি বলেন, " মহাত্মা গান্ধির মতো অহিংসার পূজারিকে নাথুরাম গডসের মতো মানুষ গুলি করে হত্যা করেছিল ৷ তাকেই এখন শাসক দল পুজো করছে । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ ’’