ETV Bharat / state

সরকারের সঙ্গে বৈঠকে হল না সমাধান, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় আলু ব্যবসায়ীরা - POTATO PRICE HIKE

দাম বাড়ার আশঙ্কা রয়েই গেল ৷ সোমে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেও মিলল না সমাধান ৷ ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ীরা ৷

Potato Price Hike
বাজার বিশেষে আলুর দাম কম-বেশি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 10:50 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: আলু ব্যবসায়ীদের সঙ্গে সরকারি তরফে বৈঠকে সোমবার কোনও সমাধান সূত্র মেলেনি । মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট বহাল থাকছে । ফলে আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েই গেল । এমনিতেই বাজারে জ্যোতি আলু 32 ও চন্দ্রমুখী আলু 38 টাকায় বিক্রি হচ্ছে । কোনও কোনও বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে ।

সোমবার খাদ্য দফতরে আলু ব্যবসায়ীদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও সরকারি আধিকারিকদের বৈঠক হয় । কিন্তু ভিন রাজ্যে আলু রফতানিতে অনুমতি না দেওয়ায় ধর্মঘটের পথেই হাঁটছেন ব্যবসায়ীরা । যদিও মন্ত্রীর দাবি, আলু ব্যবসায়ীরা ফের বৈঠক করে সদর্থক ভূমিকা নেবেন ।নতুবা সরকার যথাযথ ব্যবস্থা নেবে ৷

আলুর দাম বৃদ্ধির আশঙ্কায় মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য (ইটিভি ভারত)
যদিও আলু ব্যবসায়ী সমিতির পক্ষে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সভাপতি শুভজিৎ সাহা বলেন, "খাদ্যভবনে সোমবার বৈঠক হয় আলু ব্যবসায়ী সমিতির । সেখানে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আমারও উপস্থিত ছিলাম । ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে সরকার কোনও ছাড় দেয়নি । তাই ব্যবসায়ীরাও ধর্মঘট বহাল রেখেছে । আজও কোন সমাধান সূত্র বের হয়নি ।"

তিনি আরও জানান, রাজ্যে এখনও প্রায় 6 লক্ষ 20 হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে । ডিসেম্বর মাসে প্রায় 4 লক্ষ মেট্রিক টন আলু খরচ হবে ।জানুয়ারি মাসে ভিন রাজ্য থেকে নতুন আলু বাজারে উঠবে । তাই আলু ব্যবসায়ীদের তরফে দেড় লক্ষ মেট্রিক টন আলু রফতানিতে ছাড় দেওয়ার আবেদন করা হয়েছিল । কিন্তু সরকারি তরফে সে প্রস্তাবও মানা হয়নি । মঙ্গলবার ফের আলু ব্যবসায়ীদের মধ্যে বর্ধমানে আলোচনা হবে । সরকারিভাবে সুষ্ঠ সমাধানের ব্যবস্থা করা প্রয়োজন । মাঝপথে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আগামিদিনে ব্যবসায়ীরাও আলু ব্যবসায় আগ্রহী হবে না । হিমঘর ব্যবসায় প্রভাব পড়বে । ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য সরকার সুস্পষ্ট নিয়ম তৈরি করুক ।

Potato Price Hike
আলুর দাম বাড়ার আশঙ্কা (ইটিভি ভারত)

বৈঠক শেষে কৃষি বিপণন মন্ত্রী বেচরাম মান্না বলেন, "আলু ব্যবসায়ীরা ইতিমধ্যেই বস্তা পিছু 300 টাকা করে লাভ করেছে । এবার বেশি দামের আশায় হিমঘর থেকে বাছাই করে অতিরিক্ত মূল্যে বাজারে আলু পাঠাচ্ছে । তাই খুচরো মার্কেটে আলুর দাম বাড়ছে । সরকার সুফল বাংলার মাধ্যমে 594টি কাউন্টার থেকে কম দামে আলু বিক্রি করছে । গ্রামীণ ক্ষেত্রে 25 টাকা এবং শহরাঞ্চলে 26 টাকা দামে আলু বিক্রি হচ্ছে । মঙ্গলবার ব্যবসায়ীরা জরুরি বৈঠক করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিক । আলুর ধর্মঘট হলেও সরকার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে মানুষের কল্যাণ ও চাহিদা পূরণের জন্য যে কোনও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত ।"

মন্ত্রী আরও বলেন, "এই মুহূর্তে রাজ্যের কোনও কৃষক ও খুচরো আড়তদারের কাছে আলু নেই । আমরা তদন্ত করে দেখেছি 40 জন হিমঘর মালিক ও ব্যবসায়ীর কাছে সম্পূর্ণ আলু চলে গিয়েছে । তাদের তালিকাও আমরা পেয়েছি । আজ থেকে আরও বেশি তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের চাহিদা মিটিয়ে পরবর্তী পর্যায় যদি আলু উদ্বৃত্ত থাকে তখন বাইরে যাবে ৷ না হলে সরকার কিনে নেবে ৷"

কলকাতা, 2 ডিসেম্বর: আলু ব্যবসায়ীদের সঙ্গে সরকারি তরফে বৈঠকে সোমবার কোনও সমাধান সূত্র মেলেনি । মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট বহাল থাকছে । ফলে আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েই গেল । এমনিতেই বাজারে জ্যোতি আলু 32 ও চন্দ্রমুখী আলু 38 টাকায় বিক্রি হচ্ছে । কোনও কোনও বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে ।

সোমবার খাদ্য দফতরে আলু ব্যবসায়ীদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও সরকারি আধিকারিকদের বৈঠক হয় । কিন্তু ভিন রাজ্যে আলু রফতানিতে অনুমতি না দেওয়ায় ধর্মঘটের পথেই হাঁটছেন ব্যবসায়ীরা । যদিও মন্ত্রীর দাবি, আলু ব্যবসায়ীরা ফের বৈঠক করে সদর্থক ভূমিকা নেবেন ।নতুবা সরকার যথাযথ ব্যবস্থা নেবে ৷

আলুর দাম বৃদ্ধির আশঙ্কায় মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য (ইটিভি ভারত)
যদিও আলু ব্যবসায়ী সমিতির পক্ষে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সভাপতি শুভজিৎ সাহা বলেন, "খাদ্যভবনে সোমবার বৈঠক হয় আলু ব্যবসায়ী সমিতির । সেখানে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আমারও উপস্থিত ছিলাম । ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে সরকার কোনও ছাড় দেয়নি । তাই ব্যবসায়ীরাও ধর্মঘট বহাল রেখেছে । আজও কোন সমাধান সূত্র বের হয়নি ।"

তিনি আরও জানান, রাজ্যে এখনও প্রায় 6 লক্ষ 20 হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে । ডিসেম্বর মাসে প্রায় 4 লক্ষ মেট্রিক টন আলু খরচ হবে ।জানুয়ারি মাসে ভিন রাজ্য থেকে নতুন আলু বাজারে উঠবে । তাই আলু ব্যবসায়ীদের তরফে দেড় লক্ষ মেট্রিক টন আলু রফতানিতে ছাড় দেওয়ার আবেদন করা হয়েছিল । কিন্তু সরকারি তরফে সে প্রস্তাবও মানা হয়নি । মঙ্গলবার ফের আলু ব্যবসায়ীদের মধ্যে বর্ধমানে আলোচনা হবে । সরকারিভাবে সুষ্ঠ সমাধানের ব্যবস্থা করা প্রয়োজন । মাঝপথে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আগামিদিনে ব্যবসায়ীরাও আলু ব্যবসায় আগ্রহী হবে না । হিমঘর ব্যবসায় প্রভাব পড়বে । ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য সরকার সুস্পষ্ট নিয়ম তৈরি করুক ।

Potato Price Hike
আলুর দাম বাড়ার আশঙ্কা (ইটিভি ভারত)

বৈঠক শেষে কৃষি বিপণন মন্ত্রী বেচরাম মান্না বলেন, "আলু ব্যবসায়ীরা ইতিমধ্যেই বস্তা পিছু 300 টাকা করে লাভ করেছে । এবার বেশি দামের আশায় হিমঘর থেকে বাছাই করে অতিরিক্ত মূল্যে বাজারে আলু পাঠাচ্ছে । তাই খুচরো মার্কেটে আলুর দাম বাড়ছে । সরকার সুফল বাংলার মাধ্যমে 594টি কাউন্টার থেকে কম দামে আলু বিক্রি করছে । গ্রামীণ ক্ষেত্রে 25 টাকা এবং শহরাঞ্চলে 26 টাকা দামে আলু বিক্রি হচ্ছে । মঙ্গলবার ব্যবসায়ীরা জরুরি বৈঠক করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিক । আলুর ধর্মঘট হলেও সরকার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে মানুষের কল্যাণ ও চাহিদা পূরণের জন্য যে কোনও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত ।"

মন্ত্রী আরও বলেন, "এই মুহূর্তে রাজ্যের কোনও কৃষক ও খুচরো আড়তদারের কাছে আলু নেই । আমরা তদন্ত করে দেখেছি 40 জন হিমঘর মালিক ও ব্যবসায়ীর কাছে সম্পূর্ণ আলু চলে গিয়েছে । তাদের তালিকাও আমরা পেয়েছি । আজ থেকে আরও বেশি তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের চাহিদা মিটিয়ে পরবর্তী পর্যায় যদি আলু উদ্বৃত্ত থাকে তখন বাইরে যাবে ৷ না হলে সরকার কিনে নেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.