ETV Bharat / state

প্রয়াত হাওড়ার প্রাক্তন সাংসদ-মেয়র স্বদেশ চক্রবর্তী

জীবনাবসান হল হাওড়ার প্রাক্তন সাংসদ এবং হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র স্বদেশ চক্রবর্তীর ৷

Swadesh Chakraborty Demise
স্বদেশ চক্রবর্তীর জীবনাবসান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 21 hours ago

কলকাতা, 2 ডিসেম্বর: প্রয়াত হাওড়ার প্রাক্তন সাংসদ ও হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র স্বদেশ চক্রবর্তী ৷ সোমবার সন্ধ্যা 7টা 10মিনিটে প্রয়াত হয়েছেন তিনি ৷ বয়স হয়েছিল 81 বছর ৷ 1943 সালের 22 ডিসেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন স্বদেশ চক্রবর্তী ৷

1961 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে দলীয় রাজনীতিতে পা রাখেন ৷ 1963 সালে পার্টি সদস্যপদ লাভ করেন ৷ তাঁর পারিবারের সদস্যরা সিপিএম পার্টির সাথে যুক্ত। তাঁর স্ত্রী পুষ্প চক্রবর্তী 1971 সালে সিপিএম পার্টির সদস্য অর্জন করেন ৷ তাঁর কন্যা 2003 থেকে 2013 সাল পর্যন্ত হাওড়া পুরসভার কাউন্সিলার হিসাবে কাজ করেছেন ৷

স্বদেশ চক্রবর্তীকে সরাসরি ছাত্র আন্দোলনে যাঁরা নিয়ে এসেছিলেন, তাঁরা প্রয়াত নন্দগোপাল ভট্টাচার্য ও রণজিৎ গুহ ৷ ছাত্র আন্দোলনে হাওড়া জেলারই আদ্যনাথ ভট্টাচার্য, সুখরঞ্জন ভট্টাচার্য আর স্বদেশ চক্রবর্তী, বনানী বিশ্বাসরাও ছিলেন ৷ 1971 সালে তিনি সিপিএমের হাওড়া জেলা কমিটির সদস্য এবং 1979 সালে তিনি পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন ৷ দীর্ঘ ছ'বছর স্বদেশ চক্রবর্তী পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন ৷

একদিকে সংশোধনবাদী রাজনীতির আক্রমণ, অপরদিকে চিনের দালাল বলে প্রতিক্রিয়াশীলদের শারীরিক আক্রমণ মোকাবিলা করেই তাঁর এগিয়ে যাওয়া ৷ কলেজ গেটে গুন্ডাদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ পুলিশের হাতে গ্রেফতার হয়ে লালবাজার সেন্ট্রাল লকআপে কয়েকদিন কাটিয়েছেন তিনি ৷ আবার বিনা বিচারে গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে রাজবন্দীর জীবন কাটিয়েছেন ৷

জেল থেকে বেরিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাঙ্ক অব বরোদায় চাকরি পান স্বদেশ চক্রবর্তী ৷ অল বেঙ্গল ব্যাঙ্ক অফ বরোদা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক, সহ-সভাপতি, তারপর দীর্ঘ 7 বছর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি ৷

স্বদেশ চক্রবর্তী 1977 সালে ইন্ডিয়ান রেডক্রশ সোসাইটির হাওড়া জেলার সম্পাদক হন ৷ 1984 থেকে 1989 সাল পর্যন্ত হাওড়া পুরসভার অল্ডারম্যান হিসাবে কাজ করেন ৷ 1989 থেকে 1998 সাল পর্যন্ত তিনি হাওড়া পুরসভার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন ৷

এছাড়াও হাওড়া ইনপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে 1980 থেকে 2009 পর্যন্ত দায়িত্ব পালন করেন ৷ এছাড়াও 2000 থেকে 2009 সাল পর্যন্ত তিনি এইচআরবিসি-র চেয়ারম্যান ছিলেন ৷ 1999 সালে থেকে 2009 সাল পর্যন্ত তিনি হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন ৷ সাংসদ থাকাকালীন লোকসভার বিভিন্ন গুরত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন স্বদেশ চক্রবর্তী ৷

কলকাতা, 2 ডিসেম্বর: প্রয়াত হাওড়ার প্রাক্তন সাংসদ ও হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র স্বদেশ চক্রবর্তী ৷ সোমবার সন্ধ্যা 7টা 10মিনিটে প্রয়াত হয়েছেন তিনি ৷ বয়স হয়েছিল 81 বছর ৷ 1943 সালের 22 ডিসেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন স্বদেশ চক্রবর্তী ৷

1961 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে দলীয় রাজনীতিতে পা রাখেন ৷ 1963 সালে পার্টি সদস্যপদ লাভ করেন ৷ তাঁর পারিবারের সদস্যরা সিপিএম পার্টির সাথে যুক্ত। তাঁর স্ত্রী পুষ্প চক্রবর্তী 1971 সালে সিপিএম পার্টির সদস্য অর্জন করেন ৷ তাঁর কন্যা 2003 থেকে 2013 সাল পর্যন্ত হাওড়া পুরসভার কাউন্সিলার হিসাবে কাজ করেছেন ৷

স্বদেশ চক্রবর্তীকে সরাসরি ছাত্র আন্দোলনে যাঁরা নিয়ে এসেছিলেন, তাঁরা প্রয়াত নন্দগোপাল ভট্টাচার্য ও রণজিৎ গুহ ৷ ছাত্র আন্দোলনে হাওড়া জেলারই আদ্যনাথ ভট্টাচার্য, সুখরঞ্জন ভট্টাচার্য আর স্বদেশ চক্রবর্তী, বনানী বিশ্বাসরাও ছিলেন ৷ 1971 সালে তিনি সিপিএমের হাওড়া জেলা কমিটির সদস্য এবং 1979 সালে তিনি পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন ৷ দীর্ঘ ছ'বছর স্বদেশ চক্রবর্তী পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন ৷

একদিকে সংশোধনবাদী রাজনীতির আক্রমণ, অপরদিকে চিনের দালাল বলে প্রতিক্রিয়াশীলদের শারীরিক আক্রমণ মোকাবিলা করেই তাঁর এগিয়ে যাওয়া ৷ কলেজ গেটে গুন্ডাদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ পুলিশের হাতে গ্রেফতার হয়ে লালবাজার সেন্ট্রাল লকআপে কয়েকদিন কাটিয়েছেন তিনি ৷ আবার বিনা বিচারে গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে রাজবন্দীর জীবন কাটিয়েছেন ৷

জেল থেকে বেরিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাঙ্ক অব বরোদায় চাকরি পান স্বদেশ চক্রবর্তী ৷ অল বেঙ্গল ব্যাঙ্ক অফ বরোদা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক, সহ-সভাপতি, তারপর দীর্ঘ 7 বছর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি ৷

স্বদেশ চক্রবর্তী 1977 সালে ইন্ডিয়ান রেডক্রশ সোসাইটির হাওড়া জেলার সম্পাদক হন ৷ 1984 থেকে 1989 সাল পর্যন্ত হাওড়া পুরসভার অল্ডারম্যান হিসাবে কাজ করেন ৷ 1989 থেকে 1998 সাল পর্যন্ত তিনি হাওড়া পুরসভার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন ৷

এছাড়াও হাওড়া ইনপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে 1980 থেকে 2009 পর্যন্ত দায়িত্ব পালন করেন ৷ এছাড়াও 2000 থেকে 2009 সাল পর্যন্ত তিনি এইচআরবিসি-র চেয়ারম্যান ছিলেন ৷ 1999 সালে থেকে 2009 সাল পর্যন্ত তিনি হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন ৷ সাংসদ থাকাকালীন লোকসভার বিভিন্ন গুরত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন স্বদেশ চক্রবর্তী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.