ETV Bharat / sports

IPL 2025 নিলামে উপেক্ষিত ! ফের বিশ্বরেকর্ড গড়লেন ঋষভের নজির ভাঙা ব্যাটার

শেষ কবে কোনও জাতীয় স্তরের টুর্নামেন্টে কোনও ভারতীয় ব্যাটার এরকম বিধ্বংসী ব্যাটিং করেছেন, তা মনে করতে হলে মস্তিষ্কে চাপ পড়বে ৷

Urvil Patel
ফের বিশ্বরেকর্ড গড়লেন ঋষভের নজির ভাঙা ব্যাটার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 16 hours ago

Updated : 16 hours ago

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: আইপিএল 2025 মেগা নিলামে দল পাননি ৷ গত বছর গুজরাত টাইটান্সে খেলা ব্যাটারকে নিতে আগ্রহ দেখাননি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ একদিন পরেই যাবতীয় উপেক্ষার জবাব দিয়েছেন তারকা ব্যাটার ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করতে নিয়েছিলেন মাত্র 28টি বল ৷ ভেঙে দিয়েছেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ঋষভ পন্থের রেকর্ড ৷

এবার ফের নজির গড়লেন গুজরাতের 26 বছর বয়সি স্টাম্পার-ব্যাটার উরভিল প্যাটেল ৷ এক সপ্তাহের মধ্যে সৈয়দ মুস্তাক আলি টি-20 ট্রফিতে দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি । ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুততম টি-20 সেঞ্চুরির তালিকায় তাঁর এই শতরান থাকবে চতুর্থ স্থানে । উত্তরাখণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতে উরভিল নিয়েছেন মাত্র 36টি বল । 41 বলে 115 রানের ইনিংস খেলেছেন তিনি ৷

Urvil Patel
ফের বিশ্বরেকর্ড গড়লেন ঋষভের নজির ভাঙা ব্যাটার (ইটিভি ভারত)

গত বছর গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন উরভিল প্যাটেল ৷ স্টাম্পার-ব্যাটারকে মাঠেই নামায়নি দল ৷ এবছর নিলামে উঠেছিলেন ৷ বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা ৷ যদিও 26 বছরের ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ এবার তাঁরাই হয়তো উরভিলের ব্যাটিং দেখার পর হাত কামড়াচ্ছেন ৷

গত বছর গুজরাত টাইটান্স তাঁকে ছেড়ে দেওয়ার পর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে গুজরাতের হয়ে 41 বলে 100 রান করেছিলেন উরভিল । তাঁর ওই সেঞ্চুরিটি ছিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ।

গুজরাতের কিপার-ব্যাটার উরভিল একাধিক রেকর্ডও গড়েছেন ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান ও ভারতীয় ব্যাটারদের হয়ে দ্রুততম শতরান তাঁর দখলে ছিল । এবার চতুর্থ দ্রুততম শতরানের রেকর্ডও তাঁর দখলে ৷ শুধু তাই নয়, 40 বলের মধ্যে দু’টি শতরান করা একমাত্র ব্যাটার তিনি ৷ দ্রুততম সেঞ্চুরিতে তাঁর আগে রয়েছেন একমাত্র এস্তোনিয়ার সাহিল চৌহান ৷ সাইপ্রাসের বিপক্ষে 27 বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল ।

আরও পড়ুন

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: আইপিএল 2025 মেগা নিলামে দল পাননি ৷ গত বছর গুজরাত টাইটান্সে খেলা ব্যাটারকে নিতে আগ্রহ দেখাননি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ একদিন পরেই যাবতীয় উপেক্ষার জবাব দিয়েছেন তারকা ব্যাটার ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করতে নিয়েছিলেন মাত্র 28টি বল ৷ ভেঙে দিয়েছেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ঋষভ পন্থের রেকর্ড ৷

এবার ফের নজির গড়লেন গুজরাতের 26 বছর বয়সি স্টাম্পার-ব্যাটার উরভিল প্যাটেল ৷ এক সপ্তাহের মধ্যে সৈয়দ মুস্তাক আলি টি-20 ট্রফিতে দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি । ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুততম টি-20 সেঞ্চুরির তালিকায় তাঁর এই শতরান থাকবে চতুর্থ স্থানে । উত্তরাখণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতে উরভিল নিয়েছেন মাত্র 36টি বল । 41 বলে 115 রানের ইনিংস খেলেছেন তিনি ৷

Urvil Patel
ফের বিশ্বরেকর্ড গড়লেন ঋষভের নজির ভাঙা ব্যাটার (ইটিভি ভারত)

গত বছর গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন উরভিল প্যাটেল ৷ স্টাম্পার-ব্যাটারকে মাঠেই নামায়নি দল ৷ এবছর নিলামে উঠেছিলেন ৷ বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা ৷ যদিও 26 বছরের ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ এবার তাঁরাই হয়তো উরভিলের ব্যাটিং দেখার পর হাত কামড়াচ্ছেন ৷

গত বছর গুজরাত টাইটান্স তাঁকে ছেড়ে দেওয়ার পর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে গুজরাতের হয়ে 41 বলে 100 রান করেছিলেন উরভিল । তাঁর ওই সেঞ্চুরিটি ছিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ।

গুজরাতের কিপার-ব্যাটার উরভিল একাধিক রেকর্ডও গড়েছেন ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান ও ভারতীয় ব্যাটারদের হয়ে দ্রুততম শতরান তাঁর দখলে ছিল । এবার চতুর্থ দ্রুততম শতরানের রেকর্ডও তাঁর দখলে ৷ শুধু তাই নয়, 40 বলের মধ্যে দু’টি শতরান করা একমাত্র ব্যাটার তিনি ৷ দ্রুততম সেঞ্চুরিতে তাঁর আগে রয়েছেন একমাত্র এস্তোনিয়ার সাহিল চৌহান ৷ সাইপ্রাসের বিপক্ষে 27 বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল ।

আরও পড়ুন

Last Updated : 16 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.