ETV Bharat / state

বঙ্গীয় শীতে বাধা বঙ্গোপসাগরের দুর্যোগ, তাপমাত্রার পারদ নামছে কবে ?

শীতের অপেক্ষায় বঙ্গবাসী ৷ অপেক্ষা ফুরবে কবে ? জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

WEST BENGAL WEATHER FORECAST
বঙ্গে শীতের প্রবেশ কবে ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 19 hours ago

কলকাতা, 3 ডিসেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বাংলার বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে গিয়েছে ৷ সেই কারণে, গত দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বঙ্গের একাধিক জেলায় ৷ তবে চলতি সপ্তাহে তেমন কোনও পূর্বাভাস নেই ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও উত্তর উভয় বঙ্গেই চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যদিও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই ৷ আগামী 4-5 দিন তাপমাত্রায় 2-1 ডিগ্রি হেরফের হতে পারে ৷ তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গের বাতাসে জলীয় বাষ্প প্রবেশের বিষয়টি সাময়িক ৷ ইতিমধ্যেই আকাশ মেঘমুক্ত হয়ে গিয়েছে ৷ ফলে আপাতত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে বঙ্গে শীতের প্রবেশ ঘটবে না বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবীদরা ৷ সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কম হলে তবেই শীতের দেখা মিলবে ৷ এই মুহূর্তে বঙ্গে সেই পরিস্থিতি নেই ৷ বরং, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে ৷

কুয়াশার সতর্কতা

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকবে পরিবেশ ৷ বেলার দিকে আকাশে আংশিক মেঘের দেখাও পাওয়া যেতে পারে ৷ সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 55 শতাংশ ৷

পড়ুন: নিম্নচাপ-ঘূর্ণিঝড়ে থমকে ঠান্ডা বাতাস, বঙ্গে শীতের অপেক্ষা কবে ফুরচ্ছে ?

কলকাতা, 3 ডিসেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বাংলার বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে গিয়েছে ৷ সেই কারণে, গত দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বঙ্গের একাধিক জেলায় ৷ তবে চলতি সপ্তাহে তেমন কোনও পূর্বাভাস নেই ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও উত্তর উভয় বঙ্গেই চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যদিও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই ৷ আগামী 4-5 দিন তাপমাত্রায় 2-1 ডিগ্রি হেরফের হতে পারে ৷ তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গের বাতাসে জলীয় বাষ্প প্রবেশের বিষয়টি সাময়িক ৷ ইতিমধ্যেই আকাশ মেঘমুক্ত হয়ে গিয়েছে ৷ ফলে আপাতত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে বঙ্গে শীতের প্রবেশ ঘটবে না বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবীদরা ৷ সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কম হলে তবেই শীতের দেখা মিলবে ৷ এই মুহূর্তে বঙ্গে সেই পরিস্থিতি নেই ৷ বরং, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে ৷

কুয়াশার সতর্কতা

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকবে পরিবেশ ৷ বেলার দিকে আকাশে আংশিক মেঘের দেখাও পাওয়া যেতে পারে ৷ সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 55 শতাংশ ৷

পড়ুন: নিম্নচাপ-ঘূর্ণিঝড়ে থমকে ঠান্ডা বাতাস, বঙ্গে শীতের অপেক্ষা কবে ফুরচ্ছে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.