Prosenjit at Hazra Park: রাজনৈতিক সমীকরণ খুঁজলে মুশকিল, হাজরা পার্কের পুজোয় এসে জানালেন প্রসেনজিৎ - রাজনৈতিক সমীকরণ খুঁজলে মুশকিল জানালেন প্রসেনজিৎ
🎬 Watch Now: Feature Video
নেহাত অন্তরের টানেই শোভনদেব এবং সায়নদেব চট্টোপাধ্যায়ের ডাকে প্রতি বছর হাজরা পার্কের পুজোয় হাজিরা দেন ইন্ডাস্ট্রির বুম্বা দা(Prosenjit Chatterjee at hazra park durga puja )। এবারও অন্যথা হল না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলেন, প্রতিমা দেখলেন এবং অঞ্জলিও দিলেন(Prosenjit at Hazra Park)। সায়নদেব চট্টোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের 'কাছের মানুষ' তিনি । তাই তাঁদের ডাকে প্রতি বছর হাজরা পার্কে আসতেই হয় অভিনেতাকে । তবে এ ব্যাপারে রাজনৈতিক সমীকরণ খুঁজলে ভুল করা হবে, সর্বসমক্ষে একথাই জানালেন ইন্ডাস্ট্রির বুম্বা দা।
Last Updated : Oct 3, 2022, 8:19 PM IST