কলকাতা, 28 ডিসেম্বর: অসুস্থ 'বাঘাযতীন' ছবির পরিচালক অরুণ রায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। ফুসফুসের সংক্রমণ নিয়ে অরুণ রায় শনিবার ভর্তি হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আইসিইউ'তে ভর্তি রয়েছেন তিনি। আজ দুপুরেই পরিচালককে দেখতে আরজি কর হাসপাতালে ছুটে যান দেব।
আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে, এখনও সংকট মুক্ত নন নন তিনি।
উল্লেখ্য, দেব অভিনীত 'বাঘাযতীন' ছবির শুটিং সফরেই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। অসুস্থ অবস্থাতেই চালিয়ে গিয়েছিলেন শুটিং। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে অরুণ রায়ের। শুধুই 'বাঘাযতীন' নয়, শেষ করেন 'অরণ্যের দিনরাত্রি' ছবির কাজও। আজ পরিচালকের এই চরম অসুস্থতার সময়ে তাঁকে দেখতে যেতে ভোলেননি দেব।
এদিকে, দিকে দিকে বইছে 'খাদান' ঝড়। দেবের ব্যস্ততা তুঙ্গে। তার উপরে উইকেন্ড। আগামিকাল রবিবার। যখন তখন সিনেমা হলে ঢুঁ মারছেন দেব। তাঁকে আরজি কর হাসপাতালে দেখতে পেয়ে স্বভাবতই মানুষের আগ্রহ বাড়ে। প্রিয় অভিনেতাকে ক্যামেরাবন্দি করতেও ছুটে যান অনেকে। আজ দেবের পরনে ছিল কালো হুডি। মুখে মাস্ক। মাথায় কালো টুপি। একরাশ উদ্বেগ নিয়ে শনিবার হাসপাতালে ঢোকেন তিনি। আরজি কর হাসপাতালের মেডিসিন বিভাগের এইচডিইউ-য়ে ভর্তি রয়েছেন অরুণ রায়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি ৷
দেবকে নিয়ে 'বাঘা যতীন' ছবিটি তৈরি করেছিলেন অরুণ রায়। যথেষ্ট প্রশংসিত সেই ছবি। সমালোচনাও হয়েছে বিস্তর। অরুণ রায় তাঁর প্রথম ছবি 'হীরালাল'-এও প্রশংসিত হন। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ। 'বিনয় বাদল দীনেশ' ছবিতেও ছিলেন অরুণ। ঘটনাচক্রে, কিঞ্জল আরজি কর হাসপাতালেরই ডাক্তার। পরিচালকের পাশে আছেন তিনিও।