কলকাতা, 7 ফেব্রুয়ারি: 14 ফেব্রুয়ারি বড় পর্দায় আসছে 'ছাওয়া'। ছত্রপতি শিবাজির জীবন কাহিনি নির্ভর এই ছবিতে শিবাজির পুত্রের ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে । ছবি মুক্তির আগে শুক্রবার তিনি প্রচারে এলেন মহানগরীতে ৷
লক্ষ্মণ উতেকার পরিচালিত ফিল্মের প্রচারে কলকাতায় এসে ভিকি স্পষ্ট বাংলায় বলেন, "এ বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, এ বছর 'ছাওয়া ডে'। বাড়ির বাচ্চাদের নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে এই সিনেমা দেখতে যাবেন ।"
তিনি আরও বলেন, "মহারাজের আশীর্বাদে সবটা সম্ভব হয়েছে । যে পরিস্থিতিতে আমরা কাজ করেছি সেটা ওঁর আশীর্বাদ না থাকলে সম্ভব হত না ।"
এই ছবিতে ভিকির বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা । ভিকির কাছে জানতে চাওয়া হয়, ভালো থাকতে তিনি কী করেন এবং এই চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে কীভাবে মানসিকভাবে প্রস্তুত করলেন ?
ভিকির জবাব, "আমি মানসিকভাবে ভালো থাকি সবসময় । আমি পরিবারের সঙ্গে সময় কাটাই, ভালো ভালো খাবার খাই, আর জীবন থেকে নেগেটিভ জিনিস বাদ দিই ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/chhava_07022025183721_0702f_1738933641_654.jpg)
ভিকি এদিন বলেন, "শিবাজিকে আমরা ইতিহাসের পাতায় পড়েছি । তাই কম বেশি সকলেই আমরা তাঁকে চিনি । আর পরিচালক ছিলেন । আমাদের গাইড করেছেন । আমি এমনিতেও বই খুব কম পড়ি । আরেকটা কথাও বলব, অভিনয়কে আমি থিওরি বানাতে চাই না । কনসেপ্ট বানাতে চাই ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23496195_viki_aspera.jpg)
বায়োপিকে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ? এই প্রশ্নের উত্তরে ভিকি বলেন, "যে কোনও বায়োপিকে অভিনয় করা মানেই খুব দায়িত্ব । যাঁরা সেই ব্যক্তিকে ভালোবাসেন, তাঁকে পর্দায় দেখে কারও যেন আঘাত না লাগে । এমনভাবে যাঁরা তাঁকে ভালোবাসেন, তাঁকে নিয়ে তাঁদের ইমোশন আছে ৷ তাঁদের যেন খারাপ না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হয় ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23496195_viki4_aspera.jpg)
এদিন দক্ষিণ কলকাতার ব্যস্ত প্রিয়া সিনেমাহলে ছবির প্রচারে আসেন ভিকি কৌশল । তিনি মঞ্চে ওঠার আগে ছবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা । প্রেক্ষাগৃহের ছাদ থেকে উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত নাড়েন অভিনেতা । জানান, এই শহরকে তাঁর ভালোবাসার কথা ।