ETV Bharat / bharat

'মৃত্যুর পর বাবাকে যোগ্য সম্মান দেয়নি কংগ্রেস', আক্ষেপ প্রণব-কন্যা শর্মিষ্ঠার - SHARMISTHA MUKHERJEE

তিনি স্পষ্টতই জানান, তাঁর বাবার মৃত্যুর সময় আনুষ্ঠানিকভাবে শোক জানাতে কংগ্রেস কোনও ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেনি ৷

Sharmistha Mukherjee
অসন্তোষ প্রণব-কন্যা শর্মিষ্ঠার (ইটিভি ভারত)
author img

By ANI

Published : 14 hours ago

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যের দিনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা ৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পর কংগ্রেস তাঁকে যথাযথ সম্মান জানায়নি বলে দাবি করলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ শনিবার তিনি স্পষ্টতই জানান, তাঁর বাবার মৃত্যুর সময় আনুষ্ঠানিকভাবে শোক জানাতে কংগ্রেস কোনও ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেনি ৷ তখন তাঁর যথেষ্টই খারাপ লেগেছিল বলেও জানান শর্মিষ্ঠা।

এদিনই নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ৷ আর সেদিনই শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় বলেন, "বাবা যখন মারা গেলেন, আমি সক্রিয় রাজনীতিতে ছিলাম এবং কংগ্রেসের অংশ হিসেবে আমি হতবাক হয়েছিলাম, কোনও আনুষ্ঠানিক ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়নি ৷ আমার ধারণা, কোনও শোকপ্রস্তাব পাশ হয়নি কংগ্রেসের সম্মেলনে ৷ সোনিয়া গান্ধি ব্যক্তিগতভাবে আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতির আগে তিনি 45 বছর ধরে সিডব্লিউসি-র সঙ্গে যুক্ত ছিলেন ৷"

শর্মিষ্ঠা আরও বলেন, "কেউ একজন আমাকে বলেছিলেন যে, রাষ্ট্রপতি পার্টি লাইনের ঊর্ধ্বে ৷ তাই এটি অনুসরণ করা হয়নি ৷ কিন্তু বাবার মৃত্যুর পরে, আমি তাঁর ডায়েরি পড়ছিলাম ৷ সেখানে আমি জানতে পারি যে, প্রাক্তন রাষ্ট্রপতি কেআর নারায়ণের মৃত্যু হলে, তখন একজন সিডব্লিউসি শোকসভা ডাকা হয়েছিল ৷"

একই সঙ্গে, শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় কেন্দ্রীয় সরকারকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে একটি স্মৃতিসৌধ তৈরি করারও অনুরোধ করেছিলেন ৷ এদিন তিনি মনমোহন সিংয়ের সম্পর্কে বলেন, "আমার বাবা সবসময় বলতেন, তিনি একজন সত্যিকারের ভদ্রলোক। এটা জাতির জন্য বিরাট ক্ষতি; তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল ৷" তিনি আরও বলেন, "কোনও রাজনীতি করা উচিত নয়। কমবেশি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে বলে ঐতিহ্য রয়েছে। পিভি নরসিমা রাও ছিলেন ব্যতিক্রম। মনমোহন সিংয়ের অবদানের দিকে তাকালে, কোনও বিতর্ক থাকা উচিত নয়। তারও ভারতরত্ন পাওয়া উচিত ৷" এরসঙ্গেই তিনি যোগ করেছেন, "আমি সরকারকে অনুরোধ করতে চাই যে, একটি স্মারক তৈরি করা উচিত ৷"

একইভাবে, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নাতি তথা বিজেপি নেতা এনভি সুভাষও অভিযোগ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে অসম্মান করেছিল দল ৷ তাঁর কথায়, "কংগ্রেস নরসিমা রাওকে তাঁর মৃত্যুর পরে অসম্মান করেছিল ৷ কংগ্রেস আমাদের আশ্বাস দিয়েছিল, হায়দরাবাদে তাঁর জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে ৷ যদিও তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় দিল্লিতে কাটিয়েছেন ৷ আজ কংগ্রেস দলের ভণ্ডামি প্রকাশ পেয়েছে। তারা তাদের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে ৷" (এএনআই)

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যের দিনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা ৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পর কংগ্রেস তাঁকে যথাযথ সম্মান জানায়নি বলে দাবি করলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ শনিবার তিনি স্পষ্টতই জানান, তাঁর বাবার মৃত্যুর সময় আনুষ্ঠানিকভাবে শোক জানাতে কংগ্রেস কোনও ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেনি ৷ তখন তাঁর যথেষ্টই খারাপ লেগেছিল বলেও জানান শর্মিষ্ঠা।

এদিনই নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ৷ আর সেদিনই শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় বলেন, "বাবা যখন মারা গেলেন, আমি সক্রিয় রাজনীতিতে ছিলাম এবং কংগ্রেসের অংশ হিসেবে আমি হতবাক হয়েছিলাম, কোনও আনুষ্ঠানিক ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়নি ৷ আমার ধারণা, কোনও শোকপ্রস্তাব পাশ হয়নি কংগ্রেসের সম্মেলনে ৷ সোনিয়া গান্ধি ব্যক্তিগতভাবে আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতির আগে তিনি 45 বছর ধরে সিডব্লিউসি-র সঙ্গে যুক্ত ছিলেন ৷"

শর্মিষ্ঠা আরও বলেন, "কেউ একজন আমাকে বলেছিলেন যে, রাষ্ট্রপতি পার্টি লাইনের ঊর্ধ্বে ৷ তাই এটি অনুসরণ করা হয়নি ৷ কিন্তু বাবার মৃত্যুর পরে, আমি তাঁর ডায়েরি পড়ছিলাম ৷ সেখানে আমি জানতে পারি যে, প্রাক্তন রাষ্ট্রপতি কেআর নারায়ণের মৃত্যু হলে, তখন একজন সিডব্লিউসি শোকসভা ডাকা হয়েছিল ৷"

একই সঙ্গে, শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় কেন্দ্রীয় সরকারকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে একটি স্মৃতিসৌধ তৈরি করারও অনুরোধ করেছিলেন ৷ এদিন তিনি মনমোহন সিংয়ের সম্পর্কে বলেন, "আমার বাবা সবসময় বলতেন, তিনি একজন সত্যিকারের ভদ্রলোক। এটা জাতির জন্য বিরাট ক্ষতি; তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল ৷" তিনি আরও বলেন, "কোনও রাজনীতি করা উচিত নয়। কমবেশি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে বলে ঐতিহ্য রয়েছে। পিভি নরসিমা রাও ছিলেন ব্যতিক্রম। মনমোহন সিংয়ের অবদানের দিকে তাকালে, কোনও বিতর্ক থাকা উচিত নয়। তারও ভারতরত্ন পাওয়া উচিত ৷" এরসঙ্গেই তিনি যোগ করেছেন, "আমি সরকারকে অনুরোধ করতে চাই যে, একটি স্মারক তৈরি করা উচিত ৷"

একইভাবে, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নাতি তথা বিজেপি নেতা এনভি সুভাষও অভিযোগ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে অসম্মান করেছিল দল ৷ তাঁর কথায়, "কংগ্রেস নরসিমা রাওকে তাঁর মৃত্যুর পরে অসম্মান করেছিল ৷ কংগ্রেস আমাদের আশ্বাস দিয়েছিল, হায়দরাবাদে তাঁর জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে ৷ যদিও তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় দিল্লিতে কাটিয়েছেন ৷ আজ কংগ্রেস দলের ভণ্ডামি প্রকাশ পেয়েছে। তারা তাদের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে ৷" (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.