কলকাতা, 29 ডিসেম্বর: বছর শেষ হতে আর মাত্র 3 দিন বাকি ৷ কিন্তু, দেখা নেই শীতের ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না ৷ যদিও শীত বিলাসীদের হতাশ হওয়ার কারণ নেই ৷ কয়েক দিনের বিরতির পর নতুন ইনিংস শুরু করবে শীত ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ও একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে শীতের প্রবেশ বাধা পেয়েছে ৷ তবে নতুন বছর শুরু হতেই তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যেই, সর্বনিম্ন তাপমাত্রায় খানিক পরিবর্তন দেখা দিয়েছে ৷ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তুষারপাত ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ৷ তবে সোমবার থেকে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ৷ সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ পতন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আগামী 48 ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে । সেই সঙ্গে, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ৷