ETV Bharat / bharat

অপেক্ষার অবসান, সফলভাবে SpaDeX উৎক্ষেপন করল ইসরো - SPADEX SPACECRAFT SRIHARIKOTA

2035 সালের মধ্যে ISRO-এর নিজস্ব স্পেস স্টেশন স্থাপনের লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে ৷ সেদিক থেকে এই মিশন খুবই গুরুত্বপূর্ণ।

SPADEX SPACECRAFT SRIHARIKOTA
SpaDeX উৎক্ষেপন করল ইসরো (সৌ: টুইটার)
author img

By PTI

Published : Dec 30, 2024, 11:04 PM IST

Updated : Dec 30, 2024, 11:10 PM IST

শ্রীহরিকোটা, 30 ডিসেম্বর: নতুন বছর শুরুর আগেই নজির গড়ল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ বছরের শেষেই আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সংস্থা।

আরও উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে ৷ সোমবার রাত 10টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হল ISRO-এর PSLV-C60 রকেট দুটি ৷ ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির পথও খুলবে বলে আশা করা হচ্ছে ৷ 2035 সালের মধ্যে ISRO-এর নিজস্ব স্পেস স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ তার জন্য এই মিশনের গুরুত্ব অপরিসীম।

এই 44.5 মিটার লম্বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) মহাকাশযান A এবং B বহন করেছে ৷ প্রতিটির ওজন 220 কেজি যা মহাকাশ ডকিং, স্যাটেলাইট সার্ভিসিং এবং আন্তঃগ্রহ মিশনে সাহায্য করবে। 25-ঘণ্টার কাউন্টডাউন শেষ হওয়ার পরে উৎক্ষেপণ হয়।

প্রথমে সোমবার রাত 9.58 টায় উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু ISRO কর্তৃপক্ষ পরে জানায় 10 টায় সময় উৎক্ষেপণ হবে। তবে সময় পুনঃনির্ধারণের কারণের পিছনে কোনও আনুষ্ঠানিক তথ্য এখনও মেলেনি। স্পেস ডকিং প্রযুক্তি আয়ত্ত করে, ISRO তার মিশনের দিগন্ত প্রসারিত করার পাশাপাশি তার অপারেশনাল নমনীয়তা বাড়াতেও প্রস্তুত।

SpaDeX মিশন ছাড়াও, ISRO বিজ্ঞানীরা রকেটের চতুর্থ পর্যায় (PS-4)-কে PSLV অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল-4 (POEM-4) হিসেবে কনফিগার করেছেন যাতে 24টি ছোট পেলোড রয়েছে যার মধ্যে 14টি ISRO থেকে এবং 10টি একাডেমিয়া থেকে, বিভিন্ন কক্ষপথে লিফ্ট-অফের পরে 90 মিনিটেরও বেশি সময়ে স্থাপন করা হবে।

শ্রীহরিকোটা, 30 ডিসেম্বর: নতুন বছর শুরুর আগেই নজির গড়ল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ বছরের শেষেই আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সংস্থা।

আরও উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে ৷ সোমবার রাত 10টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হল ISRO-এর PSLV-C60 রকেট দুটি ৷ ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির পথও খুলবে বলে আশা করা হচ্ছে ৷ 2035 সালের মধ্যে ISRO-এর নিজস্ব স্পেস স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ তার জন্য এই মিশনের গুরুত্ব অপরিসীম।

এই 44.5 মিটার লম্বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) মহাকাশযান A এবং B বহন করেছে ৷ প্রতিটির ওজন 220 কেজি যা মহাকাশ ডকিং, স্যাটেলাইট সার্ভিসিং এবং আন্তঃগ্রহ মিশনে সাহায্য করবে। 25-ঘণ্টার কাউন্টডাউন শেষ হওয়ার পরে উৎক্ষেপণ হয়।

প্রথমে সোমবার রাত 9.58 টায় উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু ISRO কর্তৃপক্ষ পরে জানায় 10 টায় সময় উৎক্ষেপণ হবে। তবে সময় পুনঃনির্ধারণের কারণের পিছনে কোনও আনুষ্ঠানিক তথ্য এখনও মেলেনি। স্পেস ডকিং প্রযুক্তি আয়ত্ত করে, ISRO তার মিশনের দিগন্ত প্রসারিত করার পাশাপাশি তার অপারেশনাল নমনীয়তা বাড়াতেও প্রস্তুত।

SpaDeX মিশন ছাড়াও, ISRO বিজ্ঞানীরা রকেটের চতুর্থ পর্যায় (PS-4)-কে PSLV অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল-4 (POEM-4) হিসেবে কনফিগার করেছেন যাতে 24টি ছোট পেলোড রয়েছে যার মধ্যে 14টি ISRO থেকে এবং 10টি একাডেমিয়া থেকে, বিভিন্ন কক্ষপথে লিফ্ট-অফের পরে 90 মিনিটেরও বেশি সময়ে স্থাপন করা হবে।

Last Updated : Dec 30, 2024, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.