ETV Bharat / state

পিকনিকে এসে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ - DROWNING DEATH IN KULPI

পিকনিকের আনন্দ পরিণত হল বিষাদে ৷ পরিবার ও বন্ধুদের সামনেই জলে ডুবে মৃত্যু হল এক তরুণের ৷

Drown to Death in Hooghly River
হুগলি নদীতে তলিয়ে মৃত্যু তরুণের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 11:08 PM IST

কুলপি, 30 ডিসেম্বর: পিকনিক করতে এসে অঘটন । হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ । নিখোঁজ যুবকের নাম সত্যজিৎ মণ্ডল (18) ৷ বাড়ি কুলপির নিশ্চিন্তপুর এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে সোমবার কুলপি ব্লকের বেলপুকুর এলাকায় পয়লা নম্বর নদীর চরে পিকনিক করতে এসেছিল সত্যজিৎ । দুপুরের সময় বন্ধুদের সঙ্গে হুগলি নদীতে স্নান করতে নেমেছিল । সেই সময় হুগলি নদী থেকে একটি জাহাজ যাওয়ার ফলে ঢেউয়ের কারণে নদীতে তলিয়ে যায় সত্যজিৎ ।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, পিকনিক করার সময় হুগলি নদীতে স্নান করতে নেমেছিল সত্যজিৎ এবং তার দুই বন্ধু । বল নিয়ে নদীতে খেলা করছিল । সেই সময় একটি জাহাজ যাওয়ার কারণে ঢেউ দিতে শুরু করলে বেশ কয়েকজন সত্যজিৎ এবং তাদের বন্ধুদের নদীর পাড়ে চলে আসার জন্য চিৎকার করে ।

স্থানীয়দের চিৎকার শুনে বন্ধুরা নদীর পারে চলে এলেও সত্যজিৎ এক গলা জলে দাঁড়িয়ে ঢেউ উপভোগ করছিল । সেই সময় হঠাৎ করে মুহূর্তের মধ্যে একটি বড় ঢেউ এসে সত্যজিৎকে ডুবিয়ে নিয়ে যায় । স্থানীয় মৎস্যজীবী এবং এলাকাবাসীরা নিখোঁজ যুবককে উদ্ধার করার চেষ্টা করলে সেই চেষ্টা বিফলে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ । নিখোঁজ যুবকের খোঁজে হুগলি নদীতে তল্লাশি চালানো হয় । তবে সন্ধেয় অন্ধকার নেমে যাওয়ার কারণে তল্লাশি অভিযান ব্যর্থ হয় । মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে লাগবে । পিকনিকের আনন্দ করতে এসে কান্নায় ভেঙে পড়ে সত্যজিতের পরিবার এবং বন্ধুবান্ধবরা ।

কুলপি, 30 ডিসেম্বর: পিকনিক করতে এসে অঘটন । হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ । নিখোঁজ যুবকের নাম সত্যজিৎ মণ্ডল (18) ৷ বাড়ি কুলপির নিশ্চিন্তপুর এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে সোমবার কুলপি ব্লকের বেলপুকুর এলাকায় পয়লা নম্বর নদীর চরে পিকনিক করতে এসেছিল সত্যজিৎ । দুপুরের সময় বন্ধুদের সঙ্গে হুগলি নদীতে স্নান করতে নেমেছিল । সেই সময় হুগলি নদী থেকে একটি জাহাজ যাওয়ার ফলে ঢেউয়ের কারণে নদীতে তলিয়ে যায় সত্যজিৎ ।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, পিকনিক করার সময় হুগলি নদীতে স্নান করতে নেমেছিল সত্যজিৎ এবং তার দুই বন্ধু । বল নিয়ে নদীতে খেলা করছিল । সেই সময় একটি জাহাজ যাওয়ার কারণে ঢেউ দিতে শুরু করলে বেশ কয়েকজন সত্যজিৎ এবং তাদের বন্ধুদের নদীর পাড়ে চলে আসার জন্য চিৎকার করে ।

স্থানীয়দের চিৎকার শুনে বন্ধুরা নদীর পারে চলে এলেও সত্যজিৎ এক গলা জলে দাঁড়িয়ে ঢেউ উপভোগ করছিল । সেই সময় হঠাৎ করে মুহূর্তের মধ্যে একটি বড় ঢেউ এসে সত্যজিৎকে ডুবিয়ে নিয়ে যায় । স্থানীয় মৎস্যজীবী এবং এলাকাবাসীরা নিখোঁজ যুবককে উদ্ধার করার চেষ্টা করলে সেই চেষ্টা বিফলে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ । নিখোঁজ যুবকের খোঁজে হুগলি নদীতে তল্লাশি চালানো হয় । তবে সন্ধেয় অন্ধকার নেমে যাওয়ার কারণে তল্লাশি অভিযান ব্যর্থ হয় । মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে লাগবে । পিকনিকের আনন্দ করতে এসে কান্নায় ভেঙে পড়ে সত্যজিতের পরিবার এবং বন্ধুবান্ধবরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.