সিওল, 29 ডিসেম্বর: ফের বিমান দুর্ঘটনা ! কাজাখস্তানের বিমান দুর্ঘটনার রেশ কাটার আগেই চালক-ক্রু-সহ 181 জনকে নিয়ে রানওয়ের উপর ভেঙে পড়ল বিমান ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ স্থানীয় সংবাদমাধ্যম ও প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ বাকি 179 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
সে দেশের জরুরি বিভাগের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ানে ফিরছিল জেজু এয়ার সংস্থার বিমানটি ৷ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে রানওয়ের উপরই ভেঙে পড়ে বিমানটি ৷ মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় ৷ দাউদাউ করে জ্বলতে থাকে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ ৷ প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছয় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ৷
BREAKING: Video shows crash of Jeju Air Flight 2216 in South Korea. 181 people on board pic.twitter.com/9rQUC0Yxt8
— BNO News (@BNONews) December 29, 2024
মুয়ামের দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, বিমানের ধ্বংসাবশেষ থেকে অন্তত দু'জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ ইতিমধ্য়েই, ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ যদিও সেই সমস্ত ছবি ও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
জরুরি বিভাগের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে দমকলের 32টি ইঞ্জিন রয়েছে ৷ পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় রবিবার সকাল 9টা 30 মিনিটে ঘটনাটি ঘটেছে ৷ যাত্রীদের মধ্যে 2 জন থাইল্যান্ডের নাগরিক বলেও জানিয়েছেন তিনি ৷ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছে দক্ষিণ কোরিয়ার সরকার ৷
Yonhap News Agency is reporting a Jeju Air 737 went off the runway after landing in Muan. This appears to be #7C2216 from Bangkok operated by a 737-800. https://t.co/Nyf9IuyxmA https://t.co/QkNX4B8eNF pic.twitter.com/LCIUktDbHN
— Flightradar24 (@flightradar24) December 29, 2024
সম্প্রতি, দেশে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল ৷ এরপর দেশজুড়ে শুরু হয় রাজনৈতিক তরজা ৷ তাঁকে ক্ষমতাচ্যুত করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে বসানো হয় হান ডাক সু-কে ৷ কয়েকদিন আগে সে দেশের সংসদে তাঁর বিরুদ্ধেও সুর চড়াতে শুরু করেন আইন প্রণেতারা ৷ গত শুক্রবার অবশেষে তাঁকে ক্ষমতাচ্যুত করে সেই দায়িত্বে বসানো হয় উপপ্রধানমন্ত্রী চই সাং মককে ৷ ক্ষমতা বদলের পর পরই সে দেশে এত বড় বিপর্যয় ঘটে গেল ৷