কলকাতা, 16 জানুয়ারি: স্যালাইনকাণ্ডে জের ৷ বৃহস্পতিবার আগের উপাধ্যক্ষ সাসপেন্ড হওয়ার দিনই নতুন উপাধ্যক্ষ পেল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । উপাধ্যক্ষ পদে দায়িত্ব নিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের চিকিৎসক ইন্দ্রনীল সেন ৷
এছাড়াও আরজি কর হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দেবদত্ত ঘোষ হলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্ত্রী-রোগ বিভাগের অধ্যাপক। স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে নিয়ে আসা হল চিকিৎসক দেবদূত বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক সন্ন্যাসী চরণ বর্মন এবং চিকিৎসক তপন গঙ্গোপাধ্যায়কে ।
অন্যদিকে, সাসপেনশনের বিরোধিতা করে পথে নামে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট । তাঁরা আরজি কর থেকে শ্যামবাজার পর্যন্ত একটি মিছিল করেন । আগামিদিনে এ নিয়ে আরও কর্মসূচির পালনের পরিকল্পনা করছেন তাঁরা। আন্দোলনের রুপরেখা নিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সিনিয়র চিকিৎসক এবং অভয়া মঞ্চের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, প্রসূতিদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ঘটনায় 9 জানুয়ারি বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। মাতৃমা বিভাগে ভর্তি হওয়া পাঁচ প্রসূতিকে স্যালাইন দেওয়ার পরেই তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীর পরিবার অভিযোগ করে এক্সপায়ার হয়ে যাওয়া স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের । এরপর থেকেই একাধিক সমস্যা দেখা দেয় পাঁচ প্রসূতির । তড়িঘড়ি দু'জনকে সিসিইউ একজনকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হলেও একজনের মৃত্যু হয় শুক্রবার ৷ এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বাকি চার প্রসূতি ৷