ETV Bharat / entertainment

প্রেক্ষাগৃহে হাসির ফোয়ারা ছোটাচ্ছে 'মেরে হাজব্যান্ড কি বিবি' - MERE HUSBAND KI BIWI

প্রেক্ষাগৃহে হাসির ফোয়ারা ছোটাচ্ছে মুদাসসার আজিজ পরিচালিত হিন্দি ছবি 'মেরে হাজব্যান্ড কি বিবি'৷

ETV BHARAT
প্রেক্ষাগৃহে হাসির ফোয়ারা ছোটাচ্ছে 'মেরে হাজব্যান্ড কি বিবি' (পোস্টারের চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 23, 2025, 10:37 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: গুরুগম্ভীর বিষয়, হেভিওয়েট কনটেন্টের ভিড়ে যখন দর্শকের চোখ অভ্যস্ত হয়ে পড়েছে, তখন তাঁদের হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দিতে হাজির মুদাসসার আজিজ পরিচালিত হিন্দি ছবি 'মেরে হাজব্যান্ড কি বিবি'। অ্যাকশন থ্রিলারের বেড়াজাল ভেঙে অর্জুন কাপুর, ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিংয়ের এই ছবি নিপাট পারিবারিক । যে পরিবারে হাসি কান্নার দোদুল্যমান অনুভূতি প্রতিনিয়ত বিরাজমান ।

বাস্তব জীবনে হরেক রকমের জটিলতায় মানুষ আজ প্রাণ খুলে হাসতেই ভুলে গিয়েছে । এই ছবি টানা তিন ঘণ্টার জন্য দর্শককে হাসির রাজ্যে নিয়ে যাবে সেই প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন পরিচালক । 'মেরে হাজব্যান্ড কি বিবি' ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে । একেবারে সতেজ পারিবারিক বিনোদনমূলক ছবিটি বক্স অফিসে হিট করেছে এবং প্রথম দিনেই যথেষ্ট ভালো কালেকশন হয়েছে ছবিটির ।

ETV BHARAT
মেরে হাজব্যান্ড কি বিবি (পোস্টারের চিত্র)

দেশের বক্স অফিসে 1.7 কোটি টাকা আয় করেছে 'মেরে হাজব্যান্ড কি বিবি'। সপ্তাহান্তে সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করছেন নির্মাতারা । রবিবার প্রেক্ষাগৃহে মানুষের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে । যখন রক্তাক্ত অ্যাকশন এবং থ্রিলার বড় পর্দা দখল করে রেখেছে বিগত বেশ কিছু বছর ধরে, সেখানে 'মেরে হাজব্যান্ড কি বিবি' প্রেক্ষাগৃহে একেবারে ভিন্ন এবং আলাদা ঘরানার একটি অভিজ্ঞতা তৈরি করে ।

ETV BHARAT
মুদাসসার আজিজ পরিচালিত ফিল্ম (পোস্টারের চিত্র)

অর্জুন কাপুর এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছেন । এ ছাড়াও ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিং অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন । তাঁরা ছাড়াও রয়েছেন শক্তি কাপুর, হর্ষ গুজরাল এবং দিনো মোরিয়া । বাসু ভাগনানি ও পূজা ফিল্মসের নিবেদনে এবং বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা দেশমুখের প্রযোজনায় ছবিটিতে রয়েছে স্বচ্ছ কমেডি, ফ্যামিলি ড্রামা এবং প্রেম, যা দর্শককে অন্তহীন হাসির রোলারকোস্টারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ।

ETV BHARAT
স্বচ্ছ কমেডি, ফ্যামিলি ড্রামা এবং প্রেমের গল্প (পোস্টারের চিত্র)
ETV BHARAT
রয়েছেন অর্জুন কাপুর, ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিং (পোস্টারের চিত্র)

কলকাতা, 23 ফেব্রুয়ারি: গুরুগম্ভীর বিষয়, হেভিওয়েট কনটেন্টের ভিড়ে যখন দর্শকের চোখ অভ্যস্ত হয়ে পড়েছে, তখন তাঁদের হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দিতে হাজির মুদাসসার আজিজ পরিচালিত হিন্দি ছবি 'মেরে হাজব্যান্ড কি বিবি'। অ্যাকশন থ্রিলারের বেড়াজাল ভেঙে অর্জুন কাপুর, ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিংয়ের এই ছবি নিপাট পারিবারিক । যে পরিবারে হাসি কান্নার দোদুল্যমান অনুভূতি প্রতিনিয়ত বিরাজমান ।

বাস্তব জীবনে হরেক রকমের জটিলতায় মানুষ আজ প্রাণ খুলে হাসতেই ভুলে গিয়েছে । এই ছবি টানা তিন ঘণ্টার জন্য দর্শককে হাসির রাজ্যে নিয়ে যাবে সেই প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন পরিচালক । 'মেরে হাজব্যান্ড কি বিবি' ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে । একেবারে সতেজ পারিবারিক বিনোদনমূলক ছবিটি বক্স অফিসে হিট করেছে এবং প্রথম দিনেই যথেষ্ট ভালো কালেকশন হয়েছে ছবিটির ।

ETV BHARAT
মেরে হাজব্যান্ড কি বিবি (পোস্টারের চিত্র)

দেশের বক্স অফিসে 1.7 কোটি টাকা আয় করেছে 'মেরে হাজব্যান্ড কি বিবি'। সপ্তাহান্তে সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করছেন নির্মাতারা । রবিবার প্রেক্ষাগৃহে মানুষের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে । যখন রক্তাক্ত অ্যাকশন এবং থ্রিলার বড় পর্দা দখল করে রেখেছে বিগত বেশ কিছু বছর ধরে, সেখানে 'মেরে হাজব্যান্ড কি বিবি' প্রেক্ষাগৃহে একেবারে ভিন্ন এবং আলাদা ঘরানার একটি অভিজ্ঞতা তৈরি করে ।

ETV BHARAT
মুদাসসার আজিজ পরিচালিত ফিল্ম (পোস্টারের চিত্র)

অর্জুন কাপুর এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছেন । এ ছাড়াও ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিং অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন । তাঁরা ছাড়াও রয়েছেন শক্তি কাপুর, হর্ষ গুজরাল এবং দিনো মোরিয়া । বাসু ভাগনানি ও পূজা ফিল্মসের নিবেদনে এবং বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা দেশমুখের প্রযোজনায় ছবিটিতে রয়েছে স্বচ্ছ কমেডি, ফ্যামিলি ড্রামা এবং প্রেম, যা দর্শককে অন্তহীন হাসির রোলারকোস্টারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ।

ETV BHARAT
স্বচ্ছ কমেডি, ফ্যামিলি ড্রামা এবং প্রেমের গল্প (পোস্টারের চিত্র)
ETV BHARAT
রয়েছেন অর্জুন কাপুর, ভূমি পেদনেকার এবং রাকুলপ্রীত সিং (পোস্টারের চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.