পাক বধের প্রার্থনা ! রোহিত-কোহলির মঙ্গল কামনায় বিশেষ পুজো-যজ্ঞ - INDIA VS PAKISTAN

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 4:05 PM IST

ভারত-পাকিস্তান ম্যাচের আগে দক্ষিণ হাওড়ার কোলাদিপুর এলাকার হনুমান মন্দিরে চলল বিশেষ পুজো । মন্দির চত্বরে ক্রিকেটারদের ছবি ৷ টাঙানো হয়েছে জাতীয় পতাকা ৷ মহারণের আগে ‘মেন ইন ব্লু’র মঙ্গল কামনায় হল বিশেষ পুজো এবং যজ্ঞ ৷ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের সাফল্যের জন্য প্রার্থনা করলেন ভক্তরা । 

পুণ্যার্থীরা গঙ্গাজল, ফুল, বেলপাতা, লাড্ডু ও নানা উপাচার্যের মাধ্যমে দেবতার আশীর্বাদ কামনা করেন ৷ তাঁদের প্রার্থনা, ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে । পুরোহিতদের নেতৃত্বে অনুষ্ঠিত হল হনুমান চালিশা পাঠ এবং মহাযজ্ঞ । রবিবারের এই যজ্ঞানুষ্ঠানের আয়োজক প্রমোদ সিং বলেন, ‘‘আমরা আজকে দক্ষিণ হাওড়াতে যজ্ঞের অনুষ্ঠান করছি ৷ যাতে প্রতিবারের মতো ভারতীয় দল পাকিস্তানকে পরাস্ত করে । আমরা আজকে যজ্ঞ ও প্রার্থনা করছি । আবির, মিষ্টি আনিয়ে রেখেছি । পাকিস্তানকে হারিয়ে উৎসব শুরু করব ।’’ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.