নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার বিরোধী দলনেতার আসনে ৷ রবিবার আপ বিধায়ক অতিশীকে বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করল আম আদমি পার্টি ৷ এদিন দলীয় সূত্রে জানা গিয়েছে, আপ বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বৈঠকে আপ প্রধান কেজরিওয়াল উপস্থিত ছিলেন ৷ দিল্লিতে বিরোধী দলনেতার পদে এই প্রথম কোনও মহিলা আসীন হলেন ৷
আগামিকাল 24 ফেব্রুয়ারি থেকে দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ৷ 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন হয় ৷ 8 ফেব্রুয়ারি ভোটের ফলাফলে 70টি আসনের মধ্যে 48টিতে জয়ী হয় বিজেপি ৷ গেরুয়া ঝড়ে ধরাশায়ী আপ মাত্র 22টি আসন দখল রাখতে সক্ষম হয় ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনের মতো প্রথম সারির নেতারা বিধানসভা ভোটে পরাজিত হলেও কেজরিওয়ালের মান রাখেন অতিশী ৷ কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি ৷
I congratulate Atishi ji for being elected as Leader of AAP in the House. AAP will play the role of constructive opposition in the interest of people of Delhi
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 23, 2025
এদিন অতিশীকে বিরোধী দলনেতা হিসাবে শুভেচ্ছা জানান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "দিল্লির মানুষের স্বার্থে আপ হাউজে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা নেবে ৷" তাঁকে বিরোধী দলনেতা হিসাবে বাছাই করার জন্য আপ-এর জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন অতিশীও ৷ তিনি লেখেন, "দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির বিধায়ক দলের নেতার দায়িত্ব আমায় দেওয়া হয়েছে ৷ এর জন্য আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও বিধায়কদের কৃতজ্ঞতা জানাই ৷"
दिल्ली विधानसभा में आम आदमी पार्टी के विधायक दल की नेता की जिम्मेदारी सौंपने के लिए 'आप' के राष्ट्रीय संयोजक @ArvindKejriwal जी और विधायक दल का आभार।
— Atishi (@AtishiAAP) February 23, 2025
दिल्ली की जनता ने हमें विपक्ष की भूमिका सौंपी है, और हम एक मजबूत विपक्ष के रूप में यह सुनिश्चित करेंगे कि भाजपा सरकार दिल्लीवालों…
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে অতিশী লেখেন, "দিল্লির জনতা আমাদের বিরোধীর দায়িত্ব দিয়েছে ৷ বিজেপি সরকার যাতে দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে, আমরা একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে তা নিশ্চিত করব ৷ নির্বাচন চলাকালীন মোদিজি দিল্লির মহিলাদের মাসে 2 হাজার 500 টাকা করে দেওয়ার গ্যারান্টি দিয়েছিলেন ৷ বিজেপি সরকার সেই কথা যাতে রাখে, তা নিশ্চিত করব আমরা ৷"
20 ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রেখা গুপ্তা ৷ সোমবার থেকে তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু হবে ৷ এদিনই পূর্বতন আপ সরকারের পারফরম্যান্সের উপর ক্যাগ রিপোর্ট টেবল করবে বিজেপি সরকার ৷