ETV Bharat / bharat

প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়া ভূমিকায়, দিল্লির বিরোধী দলনেতা অতিশীই - ATISHI LOP DELHI ASSEMBLY

আগামিকাল দিল্লি বিধানসভার অধিবেশন শুরু ৷ তার আগে বিরোধী দলনেতা হিসাবে অতিশীকেই নির্বাচিত করল আপ ৷ তিনিই দিল্লিতে প্রথম মহিলা বিরোধী দলনেতা ৷

Atishi Leader of Opposition in Delhi Assembly
দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা অতিশীই (ছবি সৌজন্য: অতিশীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 3:37 PM IST

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার বিরোধী দলনেতার আসনে ৷ রবিবার আপ বিধায়ক অতিশীকে বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করল আম আদমি পার্টি ৷ এদিন দলীয় সূত্রে জানা গিয়েছে, আপ বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বৈঠকে আপ প্রধান কেজরিওয়াল উপস্থিত ছিলেন ৷ দিল্লিতে বিরোধী দলনেতার পদে এই প্রথম কোনও মহিলা আসীন হলেন ৷

আগামিকাল 24 ফেব্রুয়ারি থেকে দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ৷ 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন হয় ৷ 8 ফেব্রুয়ারি ভোটের ফলাফলে 70টি আসনের মধ্যে 48টিতে জয়ী হয় বিজেপি ৷ গেরুয়া ঝড়ে ধরাশায়ী আপ মাত্র 22টি আসন দখল রাখতে সক্ষম হয় ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনের মতো প্রথম সারির নেতারা বিধানসভা ভোটে পরাজিত হলেও কেজরিওয়ালের মান রাখেন অতিশী ৷ কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি ৷

এদিন অতিশীকে বিরোধী দলনেতা হিসাবে শুভেচ্ছা জানান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "দিল্লির মানুষের স্বার্থে আপ হাউজে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা নেবে ৷" তাঁকে বিরোধী দলনেতা হিসাবে বাছাই করার জন্য আপ-এর জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন অতিশীও ৷ তিনি লেখেন, "দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির বিধায়ক দলের নেতার দায়িত্ব আমায় দেওয়া হয়েছে ৷ এর জন্য আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও বিধায়কদের কৃতজ্ঞতা জানাই ৷"

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে অতিশী লেখেন, "দিল্লির জনতা আমাদের বিরোধীর দায়িত্ব দিয়েছে ৷ বিজেপি সরকার যাতে দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে, আমরা একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে তা নিশ্চিত করব ৷ নির্বাচন চলাকালীন মোদিজি দিল্লির মহিলাদের মাসে 2 হাজার 500 টাকা করে দেওয়ার গ্যারান্টি দিয়েছিলেন ৷ বিজেপি সরকার সেই কথা যাতে রাখে, তা নিশ্চিত করব আমরা ৷"

20 ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রেখা গুপ্তা ৷ সোমবার থেকে তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু হবে ৷ এদিনই পূর্বতন আপ সরকারের পারফরম্যান্সের উপর ক্যাগ রিপোর্ট টেবল করবে বিজেপি সরকার ৷

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার বিরোধী দলনেতার আসনে ৷ রবিবার আপ বিধায়ক অতিশীকে বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করল আম আদমি পার্টি ৷ এদিন দলীয় সূত্রে জানা গিয়েছে, আপ বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বৈঠকে আপ প্রধান কেজরিওয়াল উপস্থিত ছিলেন ৷ দিল্লিতে বিরোধী দলনেতার পদে এই প্রথম কোনও মহিলা আসীন হলেন ৷

আগামিকাল 24 ফেব্রুয়ারি থেকে দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ৷ 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন হয় ৷ 8 ফেব্রুয়ারি ভোটের ফলাফলে 70টি আসনের মধ্যে 48টিতে জয়ী হয় বিজেপি ৷ গেরুয়া ঝড়ে ধরাশায়ী আপ মাত্র 22টি আসন দখল রাখতে সক্ষম হয় ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনের মতো প্রথম সারির নেতারা বিধানসভা ভোটে পরাজিত হলেও কেজরিওয়ালের মান রাখেন অতিশী ৷ কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি ৷

এদিন অতিশীকে বিরোধী দলনেতা হিসাবে শুভেচ্ছা জানান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "দিল্লির মানুষের স্বার্থে আপ হাউজে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা নেবে ৷" তাঁকে বিরোধী দলনেতা হিসাবে বাছাই করার জন্য আপ-এর জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন অতিশীও ৷ তিনি লেখেন, "দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির বিধায়ক দলের নেতার দায়িত্ব আমায় দেওয়া হয়েছে ৷ এর জন্য আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও বিধায়কদের কৃতজ্ঞতা জানাই ৷"

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে অতিশী লেখেন, "দিল্লির জনতা আমাদের বিরোধীর দায়িত্ব দিয়েছে ৷ বিজেপি সরকার যাতে দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে, আমরা একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে তা নিশ্চিত করব ৷ নির্বাচন চলাকালীন মোদিজি দিল্লির মহিলাদের মাসে 2 হাজার 500 টাকা করে দেওয়ার গ্যারান্টি দিয়েছিলেন ৷ বিজেপি সরকার সেই কথা যাতে রাখে, তা নিশ্চিত করব আমরা ৷"

20 ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রেখা গুপ্তা ৷ সোমবার থেকে তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু হবে ৷ এদিনই পূর্বতন আপ সরকারের পারফরম্যান্সের উপর ক্যাগ রিপোর্ট টেবল করবে বিজেপি সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.