ETV Bharat / state

হেলদোল নেই প্রশাসনের, শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি-বিপজ্জনক পেট্রল পাম্প - ILLEGAL PETROL PUMP IN SANTINIKETAN

বারবার জানানোর পরও হেলদোল নেই প্রশাসনের ৷ শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রল পাম্প ৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত প্রধানের ৷

ETV BHARAT
শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রল পাম্প (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 4:07 PM IST

বোলপুর, 23 ডিসেম্বর: শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রল পাম্প । শুধু বেআইনি নয়, বিপজ্জনকভাবে প্লাস্টিকের ট্যাঙ্কে পেট্রল মজুত করে চলছে পাম্প । এর আগেই পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন অভিযোগ তুলেছিল যে, বীরভূম জেলাজুড়ে চলছে 40টি বেআইনি পেট্রল পাম্প । এই মর্মে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও করেছিল তারা ৷ তার পরেও দেখা গেল, দিব্যি চলছে বেআইনি পাম্পগুলি ৷ সাংবাদিকরা প্রশ্ন করতেই পাম্প বন্ধ করে পালিয়ে যান কর্মরত ব্যক্তি । খবর পেয়ে পুলিশ একজনকে আটক করে ও বন্ধ করে দেয় পাম্প ।

সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুনকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমরা কিছুই জানতাম না ৷ পঞ্চায়েত থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ বেআইনি হলে প্রশাসন ব্যবস্থা নেবে ।"

নেই কোনও সরকারি অনুমোদন, নেই কোনও কোম্পানির নাম । অর্থাৎ, কোন সংস্থার পেট্রল কিনছেন, তা জানেনই না মানুষজন ৷ শুধুমাত্র পেট্রল দেওয়ার একটি মেশিন বসিয়ে দেওয়া হয়েছে । সেখান থেকেই পেট্রল বিক্রি করা হচ্ছে । মেশিনের পিছনে প্লাই বোর্ড দিয়ে ঘেরা ৷ তার পিছনে আছে প্লাস্টিকের বড় ট্যাঙ্ক ৷ এই ট্যাঙ্কে বিপজ্জনক ভাবে অতি দাহ্য পদার্থ পেট্রল মজুত করা রয়েছে । এর থেকে যে কোনও সময় ঘটতে পারে ভয়ানক বিপদ ৷ কোনও সুরক্ষার ব্যবস্থা নেই ৷ এভাবেই শান্তিনিকেতন থানার রূপপুর এলাকায় চলছে বেআইনি পেট্রল পাম্প ৷ নজর নেই প্রশাসনের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচমাস ধরে চলছে এই বেআইনি পাম্পটি ।

শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি-বিপজ্জনক পেট্রল পাম্প (ইটিভি ভারত)

গত বছর আট ডিসেম্বর সিউড়িতে একটি বৈঠক করেছিল পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন ৷ তাদের অভিযোগ ছিল, বীরভূম জেলাজুড়ে এই রকম বেআইনি 40টি পেট্রল পাম্প চলছে ৷ পাম্পগুলি অবিলম্বে বন্ধ করার জন্য বীরভূমের জেলাশাসক বিধান রায়ের কাছে লিখিত অভিযোগও করা হয়েছিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৷ এমনকি, পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সেন হুঁশিয়ারি দিয়ে বলেওছিলেন, "যদি দ্রুত বেআইনি পেট্রল পাম্পগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বীরভূমে সব পেট্রল পাম্প ধর্মঘট ডাকবে ।"

তারপরেও দেখা গেল এ ব্যাপারে কোনও হেলদোল নেই প্রশাসনের । শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি বিপজ্জনক পেট্রল পাম্প ৷ সাংবাদিকরা প্রশ্ন করতেই তড়িঘড়ি পাম্পের শাটার গেট বন্ধ করে দিয়ে পালিয়ে যান কর্মী ৷ পরে খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে পাম্পটি বন্ধ করে দেয় ও পাম্পকর্মীকে আটক করা হয় ৷

ETV BHARAT
শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রল পাম্প (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, জানা গিয়েছে, এই পাম্পের মেশিনগুলি মুম্বইতে তৈরি হয় ৷ যা অবিকল পেট্রল-ডিজেল পাম্পের মেশিনের মতোই ৷ মাটির তলা থেকে সহজেই পেট্রল তুলে গাড়ি-বাইকের ট্যাঙ্কে ভরা যায় ৷

স্থানীয় এক বাসিন্দা নূরউদ্দিন শাহ বলেন, "পাঁচ মাস থেকে চলছে এই পেট্রল পাম্প । আমিও তেল ভরেছি ৷ আজ দেখলাম পুলিশ এল, একজনকে ধরে নিয়ে গেল ও পাম্পটি বন্ধ করে দিল ।"

বোলপুর, 23 ডিসেম্বর: শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রল পাম্প । শুধু বেআইনি নয়, বিপজ্জনকভাবে প্লাস্টিকের ট্যাঙ্কে পেট্রল মজুত করে চলছে পাম্প । এর আগেই পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন অভিযোগ তুলেছিল যে, বীরভূম জেলাজুড়ে চলছে 40টি বেআইনি পেট্রল পাম্প । এই মর্মে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও করেছিল তারা ৷ তার পরেও দেখা গেল, দিব্যি চলছে বেআইনি পাম্পগুলি ৷ সাংবাদিকরা প্রশ্ন করতেই পাম্প বন্ধ করে পালিয়ে যান কর্মরত ব্যক্তি । খবর পেয়ে পুলিশ একজনকে আটক করে ও বন্ধ করে দেয় পাম্প ।

সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুনকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমরা কিছুই জানতাম না ৷ পঞ্চায়েত থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ বেআইনি হলে প্রশাসন ব্যবস্থা নেবে ।"

নেই কোনও সরকারি অনুমোদন, নেই কোনও কোম্পানির নাম । অর্থাৎ, কোন সংস্থার পেট্রল কিনছেন, তা জানেনই না মানুষজন ৷ শুধুমাত্র পেট্রল দেওয়ার একটি মেশিন বসিয়ে দেওয়া হয়েছে । সেখান থেকেই পেট্রল বিক্রি করা হচ্ছে । মেশিনের পিছনে প্লাই বোর্ড দিয়ে ঘেরা ৷ তার পিছনে আছে প্লাস্টিকের বড় ট্যাঙ্ক ৷ এই ট্যাঙ্কে বিপজ্জনক ভাবে অতি দাহ্য পদার্থ পেট্রল মজুত করা রয়েছে । এর থেকে যে কোনও সময় ঘটতে পারে ভয়ানক বিপদ ৷ কোনও সুরক্ষার ব্যবস্থা নেই ৷ এভাবেই শান্তিনিকেতন থানার রূপপুর এলাকায় চলছে বেআইনি পেট্রল পাম্প ৷ নজর নেই প্রশাসনের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচমাস ধরে চলছে এই বেআইনি পাম্পটি ।

শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি-বিপজ্জনক পেট্রল পাম্প (ইটিভি ভারত)

গত বছর আট ডিসেম্বর সিউড়িতে একটি বৈঠক করেছিল পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন ৷ তাদের অভিযোগ ছিল, বীরভূম জেলাজুড়ে এই রকম বেআইনি 40টি পেট্রল পাম্প চলছে ৷ পাম্পগুলি অবিলম্বে বন্ধ করার জন্য বীরভূমের জেলাশাসক বিধান রায়ের কাছে লিখিত অভিযোগও করা হয়েছিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৷ এমনকি, পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সেন হুঁশিয়ারি দিয়ে বলেওছিলেন, "যদি দ্রুত বেআইনি পেট্রল পাম্পগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বীরভূমে সব পেট্রল পাম্প ধর্মঘট ডাকবে ।"

তারপরেও দেখা গেল এ ব্যাপারে কোনও হেলদোল নেই প্রশাসনের । শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি বিপজ্জনক পেট্রল পাম্প ৷ সাংবাদিকরা প্রশ্ন করতেই তড়িঘড়ি পাম্পের শাটার গেট বন্ধ করে দিয়ে পালিয়ে যান কর্মী ৷ পরে খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে পাম্পটি বন্ধ করে দেয় ও পাম্পকর্মীকে আটক করা হয় ৷

ETV BHARAT
শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রল পাম্প (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, জানা গিয়েছে, এই পাম্পের মেশিনগুলি মুম্বইতে তৈরি হয় ৷ যা অবিকল পেট্রল-ডিজেল পাম্পের মেশিনের মতোই ৷ মাটির তলা থেকে সহজেই পেট্রল তুলে গাড়ি-বাইকের ট্যাঙ্কে ভরা যায় ৷

স্থানীয় এক বাসিন্দা নূরউদ্দিন শাহ বলেন, "পাঁচ মাস থেকে চলছে এই পেট্রল পাম্প । আমিও তেল ভরেছি ৷ আজ দেখলাম পুলিশ এল, একজনকে ধরে নিয়ে গেল ও পাম্পটি বন্ধ করে দিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.