ETV Bharat / sports

লিগ শিল্ড নয় ! মোহনবাগানের লক্ষ্য ওড়িশা ম্যাচে 3 পয়েন্ট - MOHUN BAGAN IN ISL

কঠিন ম্যাচ খেলতে নামার আগে ফিলগুড পরিবেশ সুপার জায়ান্ট সংসারে । দলের এই হালকা মেজাজটাই মোলিনার দলের ইউএসপি ।

Mohun Bagan Super Giant
মোহনবাগানের লক্ষ্য ওড়িশা ম্যাচে 3 পয়েন্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 23, 2025, 4:24 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: আক্রমণ, রক্ষণের ভারসাম্যেই দল পয়েন্ট টেবিলের মগডালে । তাই কোনও একটি বিশেষ বিভাগের কৃতিত্বকে সামনে মেলে ধরতে রাজি নন হোসে মোলিনা । আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট । 49 পয়েন্টে দাঁড়িয়ে মেরিনার্সরা । রবিবার সন্ধ্যায় তিন পয়েন্ট কাঙ্খিত লিগ শিল্ড ঘরে নিয়ে আসবে । ট্রফির খুব কাছে দাঁড়িয়েও সবুজ-মেরুন চাণক্য নির্বিকার ।

ভাবলেশহীন মুখে ওড়িশা এফসি ম্যাচের আগেও তাঁর উত্তর, “আমাদের লক্ষ্য শুধুই ওড়িশা ম্যাচ । ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াকে গুরুত্ব দিচ্ছি, বাড়তি কিছু নয় ৷” শনিবার সন্ধ্যায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এফসি গোয়া পয়েন্ট নষ্ট করলে মোহনবাগানের হাতে ওড়িশার বিরুদ্ধে মাঠে নামার আগেই লিগ শিল্ড জয়ের ট্রফি উঠত । যদিও তা হয়নি, গৌররা কেরালা বধ করায় অপেক্ষা বেড়েছে বাগানের ৷ ফলে রবিবাসরীয় সন্ধ্যা সবুজ-মেরুনের কাছে বিশেষ তো বটেই । মোলিনা বলছেন, “কোনও বাড়তি আবেগের জায়গা নেই । সবাই ম্যাচটির গুরুত্ব জানে । ম্যাচটি যদি জিততে পারি, তাহলে শিল্ড জিতব । সেরা মুহূর্ত হবে সেটা । আমি দল নিয়ে আত্মবিশ্বাসী । নব্বই মিনিট আমাদের সেরা লড়াইটা লড়তে হবে । দলের ওপর আমার বিশ্বাস রয়েছে ৷ প্রতিপক্ষ ওড়িশাকে আমি চিনি । নব্বই মিনিট লড়াইটা কঠিন হবে আমি জানি ।”

Mohun Bagan Super Giant
কঠিন ম্যাচ খেলতে নামার আগে ফিলগুড পরিবেশ সুপার জায়ান্ট সংসারে (ইটিভি ভারত)

কঠিন ম্যাচ খেলতে নামার আগে ফিলগুড পরিবেশ সুপার জায়ান্ট সংসারে । দলের এই হালকা মেজাজটাই মোলিনার দলের ইউএসপি । ব্যক্তি নির্ভরতা নয়, দলগত সংহতিতে মোলিনা জোর দিয়েছেন প্রথম থেকে । স্ট্রাইকারদের গোল করার দৌড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ডিফেন্ডারদের স্কোরিং নৈপূণ্যের সামনে । সবুজ মেরুন ডিফেন্ডাররা এখনও 14টি গোল করেছেন । তাঁদের গোল করার প্রশংসা জেমি ম্যাকলারেনের মুখেও ৷

শক্তিশালী দল গঠনেই মোহনবাগানের সাফল্য লুকিয়ে ? মোলিনা সম্পূর্ণ একমত নন । স্প্যানিশ মায়েস্ত্রো বলছেন, “কঠিন পরিশ্রমেই সাফল্যের রহস্য লুকিয়ে । সারাবছর ধরে প্রতিটি ফুটবলার প্রচুর পরিশ্রম করেছে । গুণগতমান শুধু গুরুত্বপূর্ণ নয়, কঠোর পরিশ্রমটাও একইরকম জরুরি ।” ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে সাহাল আব্দুল সামাদ ছাড়া সকলেই ফিট । সকলেই খেতাবি লড়াইয়ের শেষ ধাপে এসে নিজেকে নিংড়ে দিতে মরিয়া । দলের এই সম্মিলিত ছাপিয়ে যাওয়ার মনোভাবই হোসে মোলিনাকে নিশ্চিন্ত করছে ট্রফি জয়ের ব্যাপারে । বাকি সবকিছু তাই তাঁর কাছে অপ্রয়োজনীয় ।

আরও পড়ুন

কলকাতা, 23 ফেব্রুয়ারি: আক্রমণ, রক্ষণের ভারসাম্যেই দল পয়েন্ট টেবিলের মগডালে । তাই কোনও একটি বিশেষ বিভাগের কৃতিত্বকে সামনে মেলে ধরতে রাজি নন হোসে মোলিনা । আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট । 49 পয়েন্টে দাঁড়িয়ে মেরিনার্সরা । রবিবার সন্ধ্যায় তিন পয়েন্ট কাঙ্খিত লিগ শিল্ড ঘরে নিয়ে আসবে । ট্রফির খুব কাছে দাঁড়িয়েও সবুজ-মেরুন চাণক্য নির্বিকার ।

ভাবলেশহীন মুখে ওড়িশা এফসি ম্যাচের আগেও তাঁর উত্তর, “আমাদের লক্ষ্য শুধুই ওড়িশা ম্যাচ । ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াকে গুরুত্ব দিচ্ছি, বাড়তি কিছু নয় ৷” শনিবার সন্ধ্যায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এফসি গোয়া পয়েন্ট নষ্ট করলে মোহনবাগানের হাতে ওড়িশার বিরুদ্ধে মাঠে নামার আগেই লিগ শিল্ড জয়ের ট্রফি উঠত । যদিও তা হয়নি, গৌররা কেরালা বধ করায় অপেক্ষা বেড়েছে বাগানের ৷ ফলে রবিবাসরীয় সন্ধ্যা সবুজ-মেরুনের কাছে বিশেষ তো বটেই । মোলিনা বলছেন, “কোনও বাড়তি আবেগের জায়গা নেই । সবাই ম্যাচটির গুরুত্ব জানে । ম্যাচটি যদি জিততে পারি, তাহলে শিল্ড জিতব । সেরা মুহূর্ত হবে সেটা । আমি দল নিয়ে আত্মবিশ্বাসী । নব্বই মিনিট আমাদের সেরা লড়াইটা লড়তে হবে । দলের ওপর আমার বিশ্বাস রয়েছে ৷ প্রতিপক্ষ ওড়িশাকে আমি চিনি । নব্বই মিনিট লড়াইটা কঠিন হবে আমি জানি ।”

Mohun Bagan Super Giant
কঠিন ম্যাচ খেলতে নামার আগে ফিলগুড পরিবেশ সুপার জায়ান্ট সংসারে (ইটিভি ভারত)

কঠিন ম্যাচ খেলতে নামার আগে ফিলগুড পরিবেশ সুপার জায়ান্ট সংসারে । দলের এই হালকা মেজাজটাই মোলিনার দলের ইউএসপি । ব্যক্তি নির্ভরতা নয়, দলগত সংহতিতে মোলিনা জোর দিয়েছেন প্রথম থেকে । স্ট্রাইকারদের গোল করার দৌড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ডিফেন্ডারদের স্কোরিং নৈপূণ্যের সামনে । সবুজ মেরুন ডিফেন্ডাররা এখনও 14টি গোল করেছেন । তাঁদের গোল করার প্রশংসা জেমি ম্যাকলারেনের মুখেও ৷

শক্তিশালী দল গঠনেই মোহনবাগানের সাফল্য লুকিয়ে ? মোলিনা সম্পূর্ণ একমত নন । স্প্যানিশ মায়েস্ত্রো বলছেন, “কঠিন পরিশ্রমেই সাফল্যের রহস্য লুকিয়ে । সারাবছর ধরে প্রতিটি ফুটবলার প্রচুর পরিশ্রম করেছে । গুণগতমান শুধু গুরুত্বপূর্ণ নয়, কঠোর পরিশ্রমটাও একইরকম জরুরি ।” ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে সাহাল আব্দুল সামাদ ছাড়া সকলেই ফিট । সকলেই খেতাবি লড়াইয়ের শেষ ধাপে এসে নিজেকে নিংড়ে দিতে মরিয়া । দলের এই সম্মিলিত ছাপিয়ে যাওয়ার মনোভাবই হোসে মোলিনাকে নিশ্চিন্ত করছে ট্রফি জয়ের ব্যাপারে । বাকি সবকিছু তাই তাঁর কাছে অপ্রয়োজনীয় ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.