মুম্বই, 16 জানুয়ারি: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকশ্যে এল। একটি সূত্রের দাবি, হামলাকারী 1 কোটি টাকা আদায় করতে চেয়েছিল। এই বিপুল পরিমাণ টাকার লোভেই চলে হামলা। সরকারিভাবে পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। বেশ কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে চলেছে। অভিনেতার শারীরিক পরিস্থিতি একটু ভালো হলেই এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারীরা।
এদিকে,পরিচারিকা ও পরিবারকে বাঁচাতে গিয়ে বাস্তবে নিজের প্রাণ বাজি রেখেছেন অভিনেতা সইফ আলি খান ৷ দিনের শেষে এই নিয়ে মুখ খুললেন স্ত্রী করিনা কাপুর ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, এই কঠিন সময়ে জল্পনা ছড়ানো বন্ধ করুক সংবাদমাধ্যমগুলি ৷ পাপারাৎজিরাও আমাদের পরিবারকে একা থাকতে দিন ৷
এদিন লীলাবতী হাসপাতালে 'দিল চাহতা হ্যায়'-র অভিনেতাকে দেখতে গিয়েছিলেন মা তথা বর্ষীয়ান অভিনেতা শর্মিলা ঠাকুর ৷ এছাড়া সকাল থেকেই হাসপাতালে দেখা গিয়েছে সইফের বোন সোহা আলি খান ও তাঁর স্বামী কুণাল খেমুকে ৷ স্বভাবত সইফ আলি খানের আত্মীয়-পরিবারের সদস্যদের ছবি তোলার কোনও সুযোগই হাতছাড়া করেনি মিডিয়া ৷ তাঁদের পিছু নিয়েছেন পাপারাৎজিরা ৷ দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেতা সইফ এখন লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ৷ সকালে তাঁর শরীরে কয়েকটি অস্ত্রোপচার হয়েছে ৷
এই পরিস্থিতিকে 'জাব উই মেট'- অভিনেত্রী তাঁর পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময় বলে উল্লেখ করেছেন ৷ সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে তিনি লেখেন, "আজকের দিনটা আমাদের পরিবারের জন্য অবিশ্বাস্যরকমের চ্যালেঞ্জিং ৷ যা ঘটেছে, এখনও আমরা তার ঘোরের মধ্যে রয়েছি ৷ মিডিয়া ও পাপারাৎজিদের কাছে আমার বিনীত অনুরোধ, নিরন্তর জল্পনা বন্ধ করুক ৷ আমাদের ছবি তোলা থেকে বিরত থাকুন ৷"
এই ঝড় কাটিয়ে উঠতে পরিবারের বেশ কিছুটা সময় লাগবে জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, "আমরা আপনাদের উদ্বেগ ও পাশে থাকাকে সমর্থন করছি ৷ কিন্তু সারাক্ষণ আমাদের গতিবিধির দিকে লক্ষ রাখালে তা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ৷ অনুরোধ করছি, আপনারা আমাদের ব্যক্তিগত পরিসরকে শ্রদ্ধা করুন ৷ এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে । সেই সুযোটা আমাদের দিন ৷ এই সংবেদনশীল সময়ে আপনারা আমাদের বিষয়টি বুঝবেন বলে আশা করি। তাই আগে থাকতেই আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি ৷"