ETV Bharat / state

বাঘাযতীনের পর আগরপাড়া ! হুড়মুড়িয়ে ভাঙল বহুতলের একাংশ - AGARPARA BUILDING COLLAPSE

কিছুক্ষণ আগেই আবাসনের নীচে খেলছিল বাচ্চারা ৷ তারপরই ভেঙে পড়ল চারতলার একাংশ ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল আগরপাড়া ৷

Agarpara Building Collapse
নির্মীয়মাণ আবাসনের দেওয়াল ও লিন্টন ভেঙে পড়ল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2025, 10:46 PM IST

পানিহাটি, 16 জানুয়ারি: বাঘাযতীনের পর উত্তর 24 পরগনার আগরপাড়া । ফের আবাসন ভাঙার ঘটনা ৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ আবাসনের চার তলার দেওয়াল এবং লিন্টন । এর জেরে বৃহস্পতিবার আতঙ্ক ছড়ায় এলাকায় । এক্ষেত্রেও প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে । ঘটনার পর থেকে দেখা মিলছে না ওই প্রোমোটারের । অভিযোগ, তিনি এলাকা থেকে সরে পড়েছেন । খবর পেতেই গোটা ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় পুরসভা ।

আগরপাড়ার মহাজাতি নগরে তৈরি হচ্ছিল চারতলা বিশিষ্ট একটি আবাসন । এলাকাটি পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত । সেই আবাসন তৈরি হওয়ার আগেই এদিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলার দেওয়াল এবং লিন্টনের অংশ । তখন সেখানে কাজ চলছিল বলে দাবি স্থানীয়দের । তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গাঁথনি খুলে ওপর থেকে পড়ে যাচ্ছিল । এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছিল । আর এদিন ঢালাই দেওয়ার কাজ চলার সময় লিন্টন ভেঙে চারতলা থেকে পড়ে যায় সেটি । ঘটনার ঠিক আগে শিশুরা খেলা করছিল নবনির্মিত ওই আবাসনের নীচে । ফলে সময়ের সামান্য হেরফেরের জন্য বড় অঘটন থেকে রক্ষা পেয়েছেন তাঁরা । ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় মহাজাতি নগর এলাকায় ।

এলাকার লোকজন প্রোমোটারের দিকে আঙুল তুলেছেন ৷ ঘটনার পর থেকে খোঁজ মিলছে না তাঁর । তাহলে কি বাঘাযতীনের মতো আগরপাড়াতেও নিম্নমানের সামগ্রী দিয়ে বেআইনিভাবে আবাসন তৈরি হচ্ছিল ? সেই কারণেই কী তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ল চারতলার দেওয়াল ও লিন্টনের অংশ ? উঠছে এমনই সব প্রশ্ন !

এই বিষয়ে পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"ওই আবাসনটি বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে পুরসভার তরফে । পুরসভা এলাকায় কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না । যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ।"

উল্লেখ্য, দু'দিন আগেই কলকাতার বাঘাযতীনে হেলে পড়ে আস্ত একটি ফ্ল্যাট । হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাংশ । প্রশ্ন ওঠে পুরসভার ভূমিকা নিয়ে ।তারই মধ্যে আগরপাড়াতেও দেখা গেল একরকম ছবি ।

পানিহাটি, 16 জানুয়ারি: বাঘাযতীনের পর উত্তর 24 পরগনার আগরপাড়া । ফের আবাসন ভাঙার ঘটনা ৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ আবাসনের চার তলার দেওয়াল এবং লিন্টন । এর জেরে বৃহস্পতিবার আতঙ্ক ছড়ায় এলাকায় । এক্ষেত্রেও প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে । ঘটনার পর থেকে দেখা মিলছে না ওই প্রোমোটারের । অভিযোগ, তিনি এলাকা থেকে সরে পড়েছেন । খবর পেতেই গোটা ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় পুরসভা ।

আগরপাড়ার মহাজাতি নগরে তৈরি হচ্ছিল চারতলা বিশিষ্ট একটি আবাসন । এলাকাটি পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত । সেই আবাসন তৈরি হওয়ার আগেই এদিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলার দেওয়াল এবং লিন্টনের অংশ । তখন সেখানে কাজ চলছিল বলে দাবি স্থানীয়দের । তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গাঁথনি খুলে ওপর থেকে পড়ে যাচ্ছিল । এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছিল । আর এদিন ঢালাই দেওয়ার কাজ চলার সময় লিন্টন ভেঙে চারতলা থেকে পড়ে যায় সেটি । ঘটনার ঠিক আগে শিশুরা খেলা করছিল নবনির্মিত ওই আবাসনের নীচে । ফলে সময়ের সামান্য হেরফেরের জন্য বড় অঘটন থেকে রক্ষা পেয়েছেন তাঁরা । ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় মহাজাতি নগর এলাকায় ।

এলাকার লোকজন প্রোমোটারের দিকে আঙুল তুলেছেন ৷ ঘটনার পর থেকে খোঁজ মিলছে না তাঁর । তাহলে কি বাঘাযতীনের মতো আগরপাড়াতেও নিম্নমানের সামগ্রী দিয়ে বেআইনিভাবে আবাসন তৈরি হচ্ছিল ? সেই কারণেই কী তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ল চারতলার দেওয়াল ও লিন্টনের অংশ ? উঠছে এমনই সব প্রশ্ন !

এই বিষয়ে পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"ওই আবাসনটি বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে পুরসভার তরফে । পুরসভা এলাকায় কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না । যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ।"

উল্লেখ্য, দু'দিন আগেই কলকাতার বাঘাযতীনে হেলে পড়ে আস্ত একটি ফ্ল্যাট । হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাংশ । প্রশ্ন ওঠে পুরসভার ভূমিকা নিয়ে ।তারই মধ্যে আগরপাড়াতেও দেখা গেল একরকম ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.