ETV Bharat / state

75তম বর্ষে সব রেকর্ড ভেঙে রেল ইঞ্জিন উৎপাদনে নজির চিত্তরঞ্জন লোকোমোটিভ - CHITTARANJAN LOCOMOTIVE WORKS

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের এবার 75তম বর্ষ ৷ এবার রেল ইঞ্জিন তৈরিতে রেকর্ড করেছে এই কারখানা ৷ এবার উৎপাদন ছ’শোর বেশি হতে পারে বলে অনুমান ৷

Chittaranjan Locomotive Works
সর্বকালীন সব রেকর্ড ভেঙে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার উৎপাদনে নজির (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 5:24 PM IST

আসানসোল, 20 ফেব্রুয়ারি: এবার 75 বছর উদযাপন দেশের অন্যতম বৃহৎ রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের । আর এই 75 বছরকে স্মরণীয় করে রাখতে অতীতের সব রেকর্ড ভেঙে উৎপাদনে বিরাট রেকর্ড গড়ল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । চলতি আর্থিক বছরে 581টি রেল ইঞ্জিন এখনও পর্যন্ত বানাতে সক্ষম হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস । যা সর্বকালীন সেরা উৎপাদন । তবে এখনও আর্থিক বছর শেষ হতে আরও বেশ কয়েকদিন বাকি । সেক্ষেত্রে এই উৎপাদনের সংখ্যা 600 পেরিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।

বছরের পর বছর উৎপাদনে রেকর্ড গড়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । এর আগে উৎপাদনে লিমকা বুক অফ রেকর্ডেও নাম তুলেছে এই কারখানা । তবে এই বছরে নিজেদের অতীতের উৎপাদনের সব রেকর্ড ভেঙে দিয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । কারখানার জনসংযোগ বিভাগ জানিয়েছে, 18 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা 581তম ইঞ্জিন বানিয়েছে । সেই ইঞ্জিন জাতীর সেবার জন্য প্রেরণ করা হয়েছে ।

Chittaranjan Locomotive Works
রেল ইঞ্জিন তৈরি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমেটিভে (নিজস্ব চিত্র)

42 দিন আগেই রেকর্ড ব্রেক

কারখানার সূত্রে জানা গিয়েছে, 2023-24 আর্থিক বছরে মোট 580টি রেল ইঞ্জিন উৎপাদন করেছিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস । কিন্তু চলতি আর্থিক বছরে 42 দিন হাতে থাকতেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । অর্থাৎ আগামী 42 দিন যা উৎপাদন হবে, তাতে 600 ইঞ্জিন উৎপাদন ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন লোকোমেটিভ (নিজস্ব চিত্র)

কী কী ধরনের বিশেষ ইঞ্জিন তৈরি হয়েছে ?

গত অর্থবর্ষে 12 হাজার অশ্বক্ষমতা যুক্ত রেল ইঞ্জিন বানিয়ে তাক লাগিয়েছিল এই কারখানা । ফরাসি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিহারের মাধেপুরায় এই ইঞ্জিন তৈরি করা হচ্ছিল । কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ইঞ্জিন বানিয়ে তাক লাগায় সিএলডব্লুউ । শুধু তাই নয়, গতবছরই 100টি উচ্চক্ষমতা সম্পন্ন টুইন ইঞ্জিন বানানোর বরাত পেয়েছে চিত্তরঞ্জন রেল কারখানা । রেলমন্ত্রক থেকে এই বরাত মিলেছে ।

Chittaranjan Locomotive Works
রেল ইঞ্জিন তৈরি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমেটিভে (নিজস্ব চিত্র)

দেশে যে ফ্রেট করিডরের কাজ চলছে, তা শেষ হলেই প্রচুর উচ্চক্ষমতাসম্পন্ন এই ধরনের রেল ইঞ্জিন প্রয়োজন । তাই এই ডব্লুউএজি-9 টুইন ইঞ্জিন বানানোর বরাত দেওয়া হয়েছিল কারখানাকে । এই ইঞ্জিন একসঙ্গে 55-60টি মালগাড়ির বগিকে 100 কিলোমিটারের গতিবেগে টেনে নিয়ে যেতে পারবে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন লোকোমেটিভে তৈরি হওয়া রেল ইঞ্জিন (নিজস্ব চিত্র)

ইঞ্জিন বানানোর রেকর্ডে এই ধরনের উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন আছে । তাছাড়াও বন্দে ভারতের জন্য ইঞ্জিন বানিয়েছে চিত্তরঞ্জন রেল কারখানা । অত্যাধুনিক পুশ-পুল সিস্টেম রেল ইঞ্জিনও বানিয়েছে এই রেল ইঞ্জিন কারখানা । ডব্লুউএজি-9 এইচসি লোকো ইঞ্জিন, ডব্লুউএজি-9 এইচএইচ, ডব্লুউএজি-9 টুইন, ডব্লুউএপি-5 পুস-পুল লোকো অমৃত ভারত ট্রেনের জন্য বানানো হয়েছে ।

দেশীয় পদ্ধতিতে ইঞ্জিন বানানোয় সরকারি অর্থ বাঁচছে

অমৃত ভারত প্রকল্পে যে উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন লাগবে, তা ইতিমধ্যেই তৈরি করছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । কারখানা সূত্রে জানা গিয়েছে, 12 হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন আগে বিদেশ থেকে আমদানি করতে 30 কোটি টাকা খরচ হতো । কিন্তু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই ইঞ্জিন তৈরি করতে অন্তত 10 কোটি টাকা কম পড়ছে । একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে । তার পাশাপাশি সরকারের অর্থ সাশ্রয় হচ্ছে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার উৎপাদনে নজির (নিজস্ব চিত্র)

বিশ্বরেকর্ডের পথে কারখানা ?

এর আগে 2019-20 সালে প্রথমবার বিশ্ব রেকর্ড করেছিল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । সেইবার 402টি ইঞ্জিন বানিয়েই লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছিল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । 2022-23 অর্থবর্ষে 437টি রেল ইঞ্জিন প্রস্তুত হয়েছিল । দেশে বর্তমান পরিস্থিতিতে ইঞ্জিনের বিরাট চাহিদা বাড়ে । 2023-24 সালে তাই রেলবোর্ড টার্গেট দেয় 540টি ইঞ্জিন । কারখানা বানায় 580টি ইঞ্জিন। সব রেকর্ড ভেঙে দেয় । এবার আরও ঝড়ের গতিতে কাজ হয়েছে । অর্থবর্ষ শেষ হওয়ার 42 দিন আগেই গত বছরের রেকর্ড ভেঙে 581টি সফল ইঞ্জিন প্রস্তুত হয়ে গিয়েছে এবছর । অর্থাৎ প্রতিদিন 1.8টি করে ইঞ্জিন প্রস্তুত হয়েছে । এই গতিতে উৎপাদন চলতে থাকলে চলতি আর্থিক বছরে 650 উৎপাদনের সংখ্যা পেরিয়ে যাবে বলে মনে করছে কারখানার দক্ষ শ্রমিকরা । আবারও নতুন করে বিশ্বরেকর্ডের কীর্তি স্থাপিত হবে সিএলডব্লুউতে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার উৎপাদনে নজির (নিজস্ব চিত্র)

জেনারেল ম্যানেজারের শুভেচ্ছা

581তম রেল ইঞ্জিনকে সবুজ পতাকা নাড়িয়ে জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার বিজয় কুমার । এই শুভক্ষণে কারখানার সমস্ত দক্ষ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি জানিয়েছেন, এই কর্মসংস্কৃতি ও মনোবল থাকলে কারখানা আগামিদিনে আরও অনেক নজির গড়বেন ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন লোকোমেটিভে তৈরি হওয়া রেল ইঞ্জিন (নিজস্ব চিত্র)

গর্বিত শ্রমিক ইউনিয়নের নেতারা

কারখানার এই বিরাট সাফল্যে খুশি ও গর্বিত শ্রমিক ইউনিয়নের নেতারা । তবে তার মাঝেও কারখানাকে যে বিলগ্নিকরণ করার চেষ্টা চলছে তার বিরুদ্ধেও গর্জে উঠেছেন তাঁরা । চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার শ্রমিক নেতা নেপাল চক্রবর্তী বলেন, "কারখানায় আগে যে সমস্ত যন্ত্রাংশ তৈরি হতো, তা বন্ধ করে বাইরে থেকে আমদানি করে এখানে অ্যাসেম্বলিং করা হচ্ছে । ফলে কর্মী কমছে । কেন্দ্রীয় সরকার কারখানাকে বিলগ্নিকরণের পথে নিয়ে যাচ্ছে । শ্রমিকরা তবু প্রাণপাত করে কারখানার গৌরব বাড়িয়ে চলেছেন । রেলমন্ত্রকের এটা ভাবা উচিত ।"

আসানসোল, 20 ফেব্রুয়ারি: এবার 75 বছর উদযাপন দেশের অন্যতম বৃহৎ রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের । আর এই 75 বছরকে স্মরণীয় করে রাখতে অতীতের সব রেকর্ড ভেঙে উৎপাদনে বিরাট রেকর্ড গড়ল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । চলতি আর্থিক বছরে 581টি রেল ইঞ্জিন এখনও পর্যন্ত বানাতে সক্ষম হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস । যা সর্বকালীন সেরা উৎপাদন । তবে এখনও আর্থিক বছর শেষ হতে আরও বেশ কয়েকদিন বাকি । সেক্ষেত্রে এই উৎপাদনের সংখ্যা 600 পেরিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।

বছরের পর বছর উৎপাদনে রেকর্ড গড়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । এর আগে উৎপাদনে লিমকা বুক অফ রেকর্ডেও নাম তুলেছে এই কারখানা । তবে এই বছরে নিজেদের অতীতের উৎপাদনের সব রেকর্ড ভেঙে দিয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । কারখানার জনসংযোগ বিভাগ জানিয়েছে, 18 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা 581তম ইঞ্জিন বানিয়েছে । সেই ইঞ্জিন জাতীর সেবার জন্য প্রেরণ করা হয়েছে ।

Chittaranjan Locomotive Works
রেল ইঞ্জিন তৈরি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমেটিভে (নিজস্ব চিত্র)

42 দিন আগেই রেকর্ড ব্রেক

কারখানার সূত্রে জানা গিয়েছে, 2023-24 আর্থিক বছরে মোট 580টি রেল ইঞ্জিন উৎপাদন করেছিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস । কিন্তু চলতি আর্থিক বছরে 42 দিন হাতে থাকতেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । অর্থাৎ আগামী 42 দিন যা উৎপাদন হবে, তাতে 600 ইঞ্জিন উৎপাদন ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন লোকোমেটিভ (নিজস্ব চিত্র)

কী কী ধরনের বিশেষ ইঞ্জিন তৈরি হয়েছে ?

গত অর্থবর্ষে 12 হাজার অশ্বক্ষমতা যুক্ত রেল ইঞ্জিন বানিয়ে তাক লাগিয়েছিল এই কারখানা । ফরাসি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিহারের মাধেপুরায় এই ইঞ্জিন তৈরি করা হচ্ছিল । কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ইঞ্জিন বানিয়ে তাক লাগায় সিএলডব্লুউ । শুধু তাই নয়, গতবছরই 100টি উচ্চক্ষমতা সম্পন্ন টুইন ইঞ্জিন বানানোর বরাত পেয়েছে চিত্তরঞ্জন রেল কারখানা । রেলমন্ত্রক থেকে এই বরাত মিলেছে ।

Chittaranjan Locomotive Works
রেল ইঞ্জিন তৈরি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমেটিভে (নিজস্ব চিত্র)

দেশে যে ফ্রেট করিডরের কাজ চলছে, তা শেষ হলেই প্রচুর উচ্চক্ষমতাসম্পন্ন এই ধরনের রেল ইঞ্জিন প্রয়োজন । তাই এই ডব্লুউএজি-9 টুইন ইঞ্জিন বানানোর বরাত দেওয়া হয়েছিল কারখানাকে । এই ইঞ্জিন একসঙ্গে 55-60টি মালগাড়ির বগিকে 100 কিলোমিটারের গতিবেগে টেনে নিয়ে যেতে পারবে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন লোকোমেটিভে তৈরি হওয়া রেল ইঞ্জিন (নিজস্ব চিত্র)

ইঞ্জিন বানানোর রেকর্ডে এই ধরনের উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন আছে । তাছাড়াও বন্দে ভারতের জন্য ইঞ্জিন বানিয়েছে চিত্তরঞ্জন রেল কারখানা । অত্যাধুনিক পুশ-পুল সিস্টেম রেল ইঞ্জিনও বানিয়েছে এই রেল ইঞ্জিন কারখানা । ডব্লুউএজি-9 এইচসি লোকো ইঞ্জিন, ডব্লুউএজি-9 এইচএইচ, ডব্লুউএজি-9 টুইন, ডব্লুউএপি-5 পুস-পুল লোকো অমৃত ভারত ট্রেনের জন্য বানানো হয়েছে ।

দেশীয় পদ্ধতিতে ইঞ্জিন বানানোয় সরকারি অর্থ বাঁচছে

অমৃত ভারত প্রকল্পে যে উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন লাগবে, তা ইতিমধ্যেই তৈরি করছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । কারখানা সূত্রে জানা গিয়েছে, 12 হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন আগে বিদেশ থেকে আমদানি করতে 30 কোটি টাকা খরচ হতো । কিন্তু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই ইঞ্জিন তৈরি করতে অন্তত 10 কোটি টাকা কম পড়ছে । একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে । তার পাশাপাশি সরকারের অর্থ সাশ্রয় হচ্ছে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার উৎপাদনে নজির (নিজস্ব চিত্র)

বিশ্বরেকর্ডের পথে কারখানা ?

এর আগে 2019-20 সালে প্রথমবার বিশ্ব রেকর্ড করেছিল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । সেইবার 402টি ইঞ্জিন বানিয়েই লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছিল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । 2022-23 অর্থবর্ষে 437টি রেল ইঞ্জিন প্রস্তুত হয়েছিল । দেশে বর্তমান পরিস্থিতিতে ইঞ্জিনের বিরাট চাহিদা বাড়ে । 2023-24 সালে তাই রেলবোর্ড টার্গেট দেয় 540টি ইঞ্জিন । কারখানা বানায় 580টি ইঞ্জিন। সব রেকর্ড ভেঙে দেয় । এবার আরও ঝড়ের গতিতে কাজ হয়েছে । অর্থবর্ষ শেষ হওয়ার 42 দিন আগেই গত বছরের রেকর্ড ভেঙে 581টি সফল ইঞ্জিন প্রস্তুত হয়ে গিয়েছে এবছর । অর্থাৎ প্রতিদিন 1.8টি করে ইঞ্জিন প্রস্তুত হয়েছে । এই গতিতে উৎপাদন চলতে থাকলে চলতি আর্থিক বছরে 650 উৎপাদনের সংখ্যা পেরিয়ে যাবে বলে মনে করছে কারখানার দক্ষ শ্রমিকরা । আবারও নতুন করে বিশ্বরেকর্ডের কীর্তি স্থাপিত হবে সিএলডব্লুউতে ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার উৎপাদনে নজির (নিজস্ব চিত্র)

জেনারেল ম্যানেজারের শুভেচ্ছা

581তম রেল ইঞ্জিনকে সবুজ পতাকা নাড়িয়ে জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার বিজয় কুমার । এই শুভক্ষণে কারখানার সমস্ত দক্ষ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি জানিয়েছেন, এই কর্মসংস্কৃতি ও মনোবল থাকলে কারখানা আগামিদিনে আরও অনেক নজির গড়বেন ।

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন লোকোমেটিভে তৈরি হওয়া রেল ইঞ্জিন (নিজস্ব চিত্র)

গর্বিত শ্রমিক ইউনিয়নের নেতারা

কারখানার এই বিরাট সাফল্যে খুশি ও গর্বিত শ্রমিক ইউনিয়নের নেতারা । তবে তার মাঝেও কারখানাকে যে বিলগ্নিকরণ করার চেষ্টা চলছে তার বিরুদ্ধেও গর্জে উঠেছেন তাঁরা । চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার শ্রমিক নেতা নেপাল চক্রবর্তী বলেন, "কারখানায় আগে যে সমস্ত যন্ত্রাংশ তৈরি হতো, তা বন্ধ করে বাইরে থেকে আমদানি করে এখানে অ্যাসেম্বলিং করা হচ্ছে । ফলে কর্মী কমছে । কেন্দ্রীয় সরকার কারখানাকে বিলগ্নিকরণের পথে নিয়ে যাচ্ছে । শ্রমিকরা তবু প্রাণপাত করে কারখানার গৌরব বাড়িয়ে চলেছেন । রেলমন্ত্রকের এটা ভাবা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.