ETV Bharat / state

‘মৃত্যুঞ্জয় মেলা ! মানুষ স্বেচ্ছায় গিয়েছেন’, কুম্ভমেলা নিয়ে মন্তব্য রাজ্যপালের - ANANDA BOSE ON KUMBH MELA

17 ফেব্রুয়ারি কুম্ভ মেলাতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজনৈতিক বিতর্কে নেই, সাধারণ মানুষ হিসেবে এই মেলাকে ‘মৃত্যুঞ্জয় মেলা’ হিসেবেই অভিহিত করেছেন তিনি ।

WB Guv CV Ananda Bose on Maha Kumbh Mela 2025
কুম্ভমেলা নিয়ে মন্তব্য রাজ্যপালের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 5:54 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: কুম্ভমেলা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে রাস্তায় নেমেছে বিরোধী বিজেপি শিবির । বৃহস্পতিবার সে প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে নানান ব্যাখ্যা দিলেন বঙ্গের সাংবিধানিক প্রধান । স্পষ্ট করে দেন, রাজ্যপাল হিসেবে রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চান না । তবে, সাধারণ মানুষ হিসেবে এই মেলাকে ‘মুক্তি মেলা’, ‘মৃত্যুঞ্জয় মেলা’ হিসেবেই অভিহিত করেছেন ।

আজ রাজভবনে ‘দেবদূতের সান্নিধ্যে’ পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন ছিল । উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই, পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় ও কেরলের লেখক এ সন্তোষ কুমার । অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, ‘‘আমি কোনও রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চাই না । মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে মতামত প্রকাশ করেছেন । এটাই ভারতীয় গণতন্ত্রের গঠন । এই সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাই । আমি সেখানে গিয়েছিলাম। অহম ব্রহ্মাস্মি ।’’

‘মৃত্যুঞ্জয় মেলা !’ কুম্ভমেলা নিয়ে মন্তব্য রাজ্যপালের (ইটিভি ভারত)

17 ফেব্রুয়ারি কুম্ভ মেলাতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সে প্রসঙ্গে তুলে তিনি আরও বলেন, ‘‘ভারতের মহান সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে কুম্ভ সবচেয়ে পবিত্র জিনিসের প্রতিনিধিত্ব করে । এটি সমস্ত ভারতীয়দের জন্য গর্বের একটি চিহ্ন । বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে স্বেচ্ছায় যাচ্ছেন । ভারত একটি মহান শক্তি দ্বারা চালিত এবং কুম্ভ আমাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে । কুম্ভ মেলা মুক্তির মেলা, মৃত্যুঞ্জয় মেলা ।’’

WB Guv CV Ananda Bose on Maha Kumbh Mela 2025
রাজভবনে ‘দেবদূতের সান্নিধ্যে’ পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন (ইটিভি ভারত)

রাজ্যপাল ‘দেবদূতের সান্নিধ্যে’ বইটির বিষয়ে বলেন, ‘‘যখন কোনও রাজ্যপাল বই লেখেন, তিনি তাঁর জ্ঞান শেয়ার করেন । এটা রাজনীতির ঊর্ধ্বে ।’’

আরও পড়ুন

কলকাতা, 20 ফেব্রুয়ারি: কুম্ভমেলা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে রাস্তায় নেমেছে বিরোধী বিজেপি শিবির । বৃহস্পতিবার সে প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে নানান ব্যাখ্যা দিলেন বঙ্গের সাংবিধানিক প্রধান । স্পষ্ট করে দেন, রাজ্যপাল হিসেবে রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চান না । তবে, সাধারণ মানুষ হিসেবে এই মেলাকে ‘মুক্তি মেলা’, ‘মৃত্যুঞ্জয় মেলা’ হিসেবেই অভিহিত করেছেন ।

আজ রাজভবনে ‘দেবদূতের সান্নিধ্যে’ পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন ছিল । উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই, পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় ও কেরলের লেখক এ সন্তোষ কুমার । অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, ‘‘আমি কোনও রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চাই না । মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে মতামত প্রকাশ করেছেন । এটাই ভারতীয় গণতন্ত্রের গঠন । এই সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাই । আমি সেখানে গিয়েছিলাম। অহম ব্রহ্মাস্মি ।’’

‘মৃত্যুঞ্জয় মেলা !’ কুম্ভমেলা নিয়ে মন্তব্য রাজ্যপালের (ইটিভি ভারত)

17 ফেব্রুয়ারি কুম্ভ মেলাতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সে প্রসঙ্গে তুলে তিনি আরও বলেন, ‘‘ভারতের মহান সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে কুম্ভ সবচেয়ে পবিত্র জিনিসের প্রতিনিধিত্ব করে । এটি সমস্ত ভারতীয়দের জন্য গর্বের একটি চিহ্ন । বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে স্বেচ্ছায় যাচ্ছেন । ভারত একটি মহান শক্তি দ্বারা চালিত এবং কুম্ভ আমাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে । কুম্ভ মেলা মুক্তির মেলা, মৃত্যুঞ্জয় মেলা ।’’

WB Guv CV Ananda Bose on Maha Kumbh Mela 2025
রাজভবনে ‘দেবদূতের সান্নিধ্যে’ পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন (ইটিভি ভারত)

রাজ্যপাল ‘দেবদূতের সান্নিধ্যে’ বইটির বিষয়ে বলেন, ‘‘যখন কোনও রাজ্যপাল বই লেখেন, তিনি তাঁর জ্ঞান শেয়ার করেন । এটা রাজনীতির ঊর্ধ্বে ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.