ETV Bharat / bharat

গুনায় 16 ঘণ্টা পর কুয়ো থেকে উদ্ধার 10 বছরের সুমিত, মৃত্যু অক্সিজেনের অভাবে - GUNA BOREWELL INCIDENT

শনিবার সন্ধ্যায় খেলতে গিয়ে গভীর কুয়োর মধ্যে পড়ে যায় 10 বছরের সুমিত ৷ রবিবার সকালে অচৈতন্য অবস্থায় তাকে কুয়ো থেকে বের করে আনা হয় ৷

GUNA BOREWELL INCIDENT
গুনায় তখনও গভীর কুয়োয় আটকে থাকা শিশুকে উদ্ধারের কাজ চলছে (গুনা কালেক্টরের এক্স হ্যান্ডেল থেকে)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 12:05 PM IST

গুনা (মধ্যপ্রদেশ), 29 ডিসেম্বর: ফের গভীর কুয়োয় পড়ল শিশু ৷ মধ্যপ্রদেশের গুনা জেলার পিপলিয়া গ্রামে খেলতে গিয়ে 140 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় 10 বছরের সুমিত মীনা ৷ প্রশাসনিক সূত্রে খবর, কুয়োটির 39 ফুট গভীরে আটকে যায় শিশুটি ৷ তাকে উদ্ধারের জন্য জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার সকালে অচৈতন্য অবস্থায় তাকে কুয়ো থেকে বের করে আনা হয় ৷ প্রশাসন ও উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সে করে সুমিতকে সরাসরি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সুমিতকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে সুমিতের।

শনিবার বিকেলে ঘুড়ি ওড়াতে গিয়ে গভীর কুয়োর মধ্য়ে পড়ে যায় শিশুটি ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা ৷ কিন্তু, ব্যর্থ হয়ে অবশেষে স্থানীয় প্রশাসনকে খবরে দেওয়ার পর উদ্ধারকাজ শুরু হয় ৷

শনিবার গুনার কালেক্টার সতেন্দ্র সিং জানান, বেশ কয়েকঘণ্টা কেটে গিয়েছে ৷ শিশুটিকে উদ্ধারের সমস্ত চেষ্টা করা হচ্ছে ৷ তাকে উদ্ধারের জন্য কুয়োর সমান্তরালে 25 ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়েছে ৷ পাইপের সাহায্যে কুয়োর ভিতরে অক্সিজেন দেওয়া হচ্ছে শিশুটিকে ৷ কুয়োটির ভিতর জল না-থাকায় ঢাকা দেওয়া ছিল না ৷ শিশুটিকে উদ্ধারের জন্য শনিবার গু সন্ধ্যায় ভোপাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন রাঘোগড়ের বিধায়ক জয়বর্ধন সিং ৷

উল্লেখ্য, প্রশাসনের তরফে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও গভীর কুয়োয় পড়ে যাওয়ার একের পর এক ঘটনা সামনে এসেছে ৷ গত 29 জুলাই সিংগ্রউলি জেলার কাসার গ্রামে গভীর কুয়োয় পড়ে যায় 3 বছরের একটি শিশু ৷ তাকে উদ্ধারের সমস্ত চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি ৷ এছাড়া, এপ্রিলে ঠিক একইভাবে খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে যায় রেওয়া জেলার 6 বছরের মায়াঙ্ক ৷ দীর্ঘ 46 ঘণ্টার উদ্ধারের চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাকে ৷

পড়ুন: 24 ঘণ্টা পার ! 700 ফুটের কুয়োয় আটকে তিন বছরের শিশু, চলছে উদ্ধারকাজ

গুনা (মধ্যপ্রদেশ), 29 ডিসেম্বর: ফের গভীর কুয়োয় পড়ল শিশু ৷ মধ্যপ্রদেশের গুনা জেলার পিপলিয়া গ্রামে খেলতে গিয়ে 140 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় 10 বছরের সুমিত মীনা ৷ প্রশাসনিক সূত্রে খবর, কুয়োটির 39 ফুট গভীরে আটকে যায় শিশুটি ৷ তাকে উদ্ধারের জন্য জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার সকালে অচৈতন্য অবস্থায় তাকে কুয়ো থেকে বের করে আনা হয় ৷ প্রশাসন ও উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সে করে সুমিতকে সরাসরি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সুমিতকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে সুমিতের।

শনিবার বিকেলে ঘুড়ি ওড়াতে গিয়ে গভীর কুয়োর মধ্য়ে পড়ে যায় শিশুটি ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা ৷ কিন্তু, ব্যর্থ হয়ে অবশেষে স্থানীয় প্রশাসনকে খবরে দেওয়ার পর উদ্ধারকাজ শুরু হয় ৷

শনিবার গুনার কালেক্টার সতেন্দ্র সিং জানান, বেশ কয়েকঘণ্টা কেটে গিয়েছে ৷ শিশুটিকে উদ্ধারের সমস্ত চেষ্টা করা হচ্ছে ৷ তাকে উদ্ধারের জন্য কুয়োর সমান্তরালে 25 ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়েছে ৷ পাইপের সাহায্যে কুয়োর ভিতরে অক্সিজেন দেওয়া হচ্ছে শিশুটিকে ৷ কুয়োটির ভিতর জল না-থাকায় ঢাকা দেওয়া ছিল না ৷ শিশুটিকে উদ্ধারের জন্য শনিবার গু সন্ধ্যায় ভোপাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন রাঘোগড়ের বিধায়ক জয়বর্ধন সিং ৷

উল্লেখ্য, প্রশাসনের তরফে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও গভীর কুয়োয় পড়ে যাওয়ার একের পর এক ঘটনা সামনে এসেছে ৷ গত 29 জুলাই সিংগ্রউলি জেলার কাসার গ্রামে গভীর কুয়োয় পড়ে যায় 3 বছরের একটি শিশু ৷ তাকে উদ্ধারের সমস্ত চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি ৷ এছাড়া, এপ্রিলে ঠিক একইভাবে খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে যায় রেওয়া জেলার 6 বছরের মায়াঙ্ক ৷ দীর্ঘ 46 ঘণ্টার উদ্ধারের চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাকে ৷

পড়ুন: 24 ঘণ্টা পার ! 700 ফুটের কুয়োয় আটকে তিন বছরের শিশু, চলছে উদ্ধারকাজ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.