গুনা (মধ্যপ্রদেশ), 29 ডিসেম্বর: ফের গভীর কুয়োয় পড়ল শিশু ৷ মধ্যপ্রদেশের গুনা জেলার পিপলিয়া গ্রামে খেলতে গিয়ে 140 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় 10 বছরের সুমিত মীনা ৷ প্রশাসনিক সূত্রে খবর, কুয়োটির 39 ফুট গভীরে আটকে যায় শিশুটি ৷ তাকে উদ্ধারের জন্য জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার সকালে অচৈতন্য অবস্থায় তাকে কুয়ো থেকে বের করে আনা হয় ৷ প্রশাসন ও উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সে করে সুমিতকে সরাসরি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সুমিতকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে সুমিতের।
#गुना जिले के ग्राम पीपल्या, तहसील राघोगढ़ अंतर्गत लगभग 10 वर्षीय बालक सुमित पुत्र दशरथ मीणा उन्हीं के खेत में बने बोरवेल में गिरने की सूचना पर जिला प्रशासन द्वारा तत्काल बचाव कार्य शुरू कर दिया गया है। 1/2#Guna @CMMadhyaPradesh@JansamparkMP @GwaliorComm @guna_police pic.twitter.com/nbc6x7txMN
— Collector Guna (@CollectorGuna) December 28, 2024
শনিবার বিকেলে ঘুড়ি ওড়াতে গিয়ে গভীর কুয়োর মধ্য়ে পড়ে যায় শিশুটি ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা ৷ কিন্তু, ব্যর্থ হয়ে অবশেষে স্থানীয় প্রশাসনকে খবরে দেওয়ার পর উদ্ধারকাজ শুরু হয় ৷
শনিবার গুনার কালেক্টার সতেন্দ্র সিং জানান, বেশ কয়েকঘণ্টা কেটে গিয়েছে ৷ শিশুটিকে উদ্ধারের সমস্ত চেষ্টা করা হচ্ছে ৷ তাকে উদ্ধারের জন্য কুয়োর সমান্তরালে 25 ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়েছে ৷ পাইপের সাহায্যে কুয়োর ভিতরে অক্সিজেন দেওয়া হচ্ছে শিশুটিকে ৷ কুয়োটির ভিতর জল না-থাকায় ঢাকা দেওয়া ছিল না ৷ শিশুটিকে উদ্ধারের জন্য শনিবার গু সন্ধ্যায় ভোপাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন রাঘোগড়ের বিধায়ক জয়বর্ধন সিং ৷
#WATCH | Guna ASP Man Singh Thakur said, " sumit fell into the borewell yesterday afternoon at around 3:30 pm. the rescue operation to take him out began at around 6 pm. today morning at around 9:30 am, sumit was taken out of the borewell. he has been taken to the hospital, his… https://t.co/sUmShJhrG5 pic.twitter.com/Aw5V6rHFh1
— ANI (@ANI) December 29, 2024
উল্লেখ্য, প্রশাসনের তরফে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও গভীর কুয়োয় পড়ে যাওয়ার একের পর এক ঘটনা সামনে এসেছে ৷ গত 29 জুলাই সিংগ্রউলি জেলার কাসার গ্রামে গভীর কুয়োয় পড়ে যায় 3 বছরের একটি শিশু ৷ তাকে উদ্ধারের সমস্ত চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি ৷ এছাড়া, এপ্রিলে ঠিক একইভাবে খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে যায় রেওয়া জেলার 6 বছরের মায়াঙ্ক ৷ দীর্ঘ 46 ঘণ্টার উদ্ধারের চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাকে ৷