Suvendu on New Districts: তাঁবেদার আইএএস-আইপিএসদের ধরে রাখতে নতুন জেলা, বিস্ফোরক শুভেন্দু

🎬 Watch Now: Feature Video

thumbnail
জনস্বার্থে বা রাজনৈতিক কারণে 7টি জেলা বাড়ানো হচ্ছে না ৷ রাজ্যের জেলা বাড়ানোর সিদ্ধান্ত আসলে শাসকদলের তাঁবেদার আইএএস এবং আইপিএসদের ধরে রাখার কৌশল (New Districts is Tactical Step of Mamata Banerjee to Hold Her Yesman IAS and IPS Says Suvendu Adhikari) ৷ 7টি জেলা বাড়ানোর ঘোষণাকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, কেন্দ্রের নিয়ম অনুযায়ী রাজ্য থেকে 60-40 অনুপাতে আইএএস ও আইপিএস তুলতে চায় ভারত সরকার ৷ সেই মতো সব রাজ্যের কাছে, তাদের হাতে থাকা আইএএস এবং আইপিএসদের তালিকা চেয়েছিল কেন্দ্র ৷ কিন্তু, পছন্দের আইএএস এবং আইপিএসদের যাতে ছাড়তে না হয়, তাই মুখ্যমন্ত্রী সুকৌশলে জেলার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেন শুভেন্দু ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.